Suvendu Adhikari : বিধানসভা থেকে ১ মাসের জন্য সাসপেন্ড শুভেন্দুরা, 'মুখ্যমন্ত্রীকে বয়কট, কাল থেকে ধর্না'
Suvendu Adhikari Suspended : 'রাজ্যের কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পুজোর বিরুদ্ধে হুমকি দেওয়া হয়েছিল', এই অভিযোগে মুলতুবি প্রস্তাব এনেছিলেন বিজেপি বিধায়করা

কলকাতা : বিধানসভা থেকে ৩০ দিনের জন্য সাসপেন্ড করা হল ৪ বিজেপি বিধায়ককে । সাসপেন্ড বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । সাসপেন্ড বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল, বিধায়ক বঙ্কিম ঘোষ ও বিশ্বনাথ কারকেও।
রাজ্যে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পুজো বন্ধ করার হয়েছে, আর সরকার তার মোকাবিলা করায় ব্যর্থ হয়েছে। এই অভিযোগ তুলে সোমবার বিধানসভায় মুলতুবি প্রস্তাব আনেন বিধায়ক অগ্নিমিত্রা পাল। তিনি প্রস্তাবটি পাঠ করতে চান। তাঁকে সেই অনুমতি দেওয়া হয় । মুলতবি প্রস্তাব পাঠ করার পর বিজেপি বিধায়করা বিষয়টির উপর আলোচনা চান। কিন্তু অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় এই নিয়ে বিধানসভায় আলোচনা করতে না দিলে তুমুল হইচই শুরু করেন বিজেপি বিধায়করা। ওঠে সরকার বিরোধী স্লোগান। বিধানসভার কার্যবিবরণী ছিঁড়ে ছোড়া হয় বলেও অভিযোগ। শুভেন্দু নিজেই বলেন, 'সরকারের বিরুদ্ধে স্লোগান দিয়েছি, কার্যবিবরণীর কাগজ ছিঁড়েছি'। বিধানসভা থেকে ওয়াক আউট করেন বিজেপি বিধায়করা। তারপরই অধ্যক্ষের চেয়ারকে অপমান করার অভিযোগে বিধানসভা থেকে সাসপেন্ড করা হয় শুভেন্দু অধিকারী সহ ৪ বিধায়ককে। তারপর বিধানসভার বাইরেই প্ল্যাকার্ড হাতে স্লোগান তোলে বিজেপি। মুখ্যমন্ত্রী ও রাজ্য সরকারের বিরুদ্ধে একের পর এক স্লোগান তোলেন বিরোধী দলনেতা।
বিধানসভার বাইরে এসে বিরোধী দলনেতা নিশানা করেন রাজ্য সরকারকে। কটাক্ষ করেন আনসারুল বাংলার সরকার বলে। অভিযোগ করেন, সংবিধান, সংসদীয় ব্যবস্থা মানে না তৃণমূল। এ রাজ্যে সরস্বতী পুজোয় হামলা নিয়ে হাইকোর্টে মামলা হয়েছে। হুমকির মুখে পড়তে হয়েছে সরস্বতী পুজো করতে চেয়ে। তারপর কোর্টের অর্ডার নিয়ে পুলিশ বসিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পুজো করতে হয়েছে। সশস্ত্র পুলিশ, আইপিএস-দের নজরদারিতে বিদ্যার দেবীর পুজো করতে হয়েছে। তিনি জানান, সরস্বতী পুজোয় বাধাদান নিয়ে মুলতুবি প্রস্তাব আনতে চেয়েছিল বিজেপি। কিন্তু স্পিকার এই নিয়ে কোনও আলোচনা চাননি।
শুভেন্দু বলেন, 'বিজেপি বিধায়কদের টার্গেট করা হচ্ছে'। তাঁর অভিযোগ, বিধানসভায় সোমবার ছিলেন না বিধায়ক বিশ্বনাথ কারক। অথচ তাঁকেও সাসপেন্ড করা হয়েছে। শুভেন্দু অধিকারী নিয়ে ওয়েলে নেমে প্রতিবাদ জানালেও অগ্নিমিত্রা পাল ওয়েলে নামেননি। তা সত্ত্বেও তাঁকে সাসপেন্ড করা হয়। এই নিয়ে চারবার বিরোধী দলনেতাকে সাসপেন্ড করা হন। শুভেন্দুর হুঁশিয়ারি, 'বিরোধী দলনেতা না থাকলে, মুখ্যমন্ত্রীকে বয়কট করবে বিজেপি'।
শুভেন্দু জানিয়েছেন, মঙ্গলবার বিধানসভায় মুখ্যমন্ত্রীর বক্তব্যের সময় বিধানসভার গেটে বক্তৃতা দেবেন তিনি।




















