Suvendu Adhikari: বোনাসের দাবিতে চা শ্রমিকদের বিক্ষোভে লাঠিচার্জ, মুখ্যমন্ত্রীকে নিশানা শুভেন্দুর
Suvendu Attack Mamata: বোনাসের দাবিতে চা শ্রমিকদের বিক্ষোভে লাঠিচার্জ, মুখ্যমন্ত্রীকে নিশানা করে কী বললেন শুভেন্দু ?

জলপাইগুড়ি: বোনাসের দাবিতে চা শ্রমিকদের বিক্ষোভে লাঠিচার্জ, মুখ্যমন্ত্রীকে নিশানা শুভেন্দু অধিকারীর। 'মেটেলির কিলকোট চা বাগানের শ্রমিকরা পুজোর বোনাসের দাবিতে শান্তিপূর্ণ বিক্ষোভ দেখাচ্ছিলেন। বিনা প্ররোচনায় মমতা পুলিশের বাহিনী শ্রমিকদের উপর নির্মমভাবে লাঠিচার্জ করে। পুলিশ আধিকারিক মুস্তাক চা শ্রমিকদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের অপশাসনে রাজ্যে চা শ্রমিকরা বরাবরই বঞ্চিত। মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে গিয়ে চা শ্রমিকদের জন্য ঢালাও প্রতিশ্রুতি দেন। চা শ্রমিকরা তাঁদের ন্যায্য পাওনাটুকুও পান না। এই সরকারকে রাজনৈতিকভাবে উপড়ে ফেলতেই হবে। তবেই এই অপশাসন থেকে মুক্তি পাবে রাজ্যের শ্রমিক থেকে রাজ্যবাসী', এক হ্যান্ডলে রাজ্য সরকারকে আক্রমণ বিরোধী দলনেতার।
আরও পড়ুন, বন্ধ মহম্মদ আলি পার্কের মণ্ডপ, পাশে দাঁড়াল সন্তোষ মিত্র স্কোয়্যার, পঞ্চমীর রাতে তোলপাড়
প্রসঙ্গত, পুজোর মুখে বন্ধ হয়ে গিয়েছে ডুয়ার্সের ৩টি চা বাগান। অভিযোগ, ৩ মাসের বেতন না মিটিয়েই রাতের অন্ধকারে চা বাগানে তালা ঝুলিয়ে পালিয়ে গেছে মালিকপক্ষ। এনিয়ে রাজ্য সরকারের দিকে দায় ঠেলেছে বিজেপি। পাল্টা জবাব দিয়েছে তৃণমূলের শ্রমিক সংগঠন।পুজোর মুখে দুঃসংবাদ। এক দিনে জলপাইগুড়ির তিন তিনটে চা বাগানে পড়ে তালা! উৎসবের মরশুমে কাজ হারিয়ে, কার্যত পথে বসতে হল কয়েক হাজার চা-শ্রমিককে। অভিযোগ, ৩ মাসের বকেয়া বেতন না মিটিয়েই বাগান বন্ধ করেছে মালিকপক্ষ। এর প্রতিবাদে ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে চলতি মাসের শুরুতে বিক্ষোভ দেখিয়েছিলেন চা শ্রমিকরা। চা বাগানের বন্ধ গেটের সামনেও চলে প্রতিবাদ-বিক্ষোভ। রেড ব্যাঙ্ক চা বাগানের শ্রমিক সুরেশ সরকার বলেন, পেমেন্ট দেয়নি, আজ দেব-কাল দেব করছিল। ম্যানেজার বলেছিল একটা দিন সময় দাও। রাত্রিবেলা ওরা বাগান আটকে চলে গেছে। বকেয়া আগের ৩ মাসের আছে।'
এদিকে সেসময় সবে উত্তরবঙ্গ সফর সেরে কলকাতায় ফিরেছিলেন মুখ্যমন্ত্রী। সফরে জলপাইগুড়ির সরকারি প্রদান অনুষ্ঠান থেকে উত্তরবঙ্গের ৮টি জেলার চা বাগান শ্রমিকদের হাতে জমির পাট্টা তুলে দিয়েছিলেন তিনি। আর এর পরের দিনই, বন্ধ করা হয়েছিল ডুয়ার্সের চামুর্চি ও বানারহাটের রেড ব্যাঙ্ক এবং সুরেন্দ্রনগর চা বাগান।
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)






















