BJP Nabanna Abhijan: 'ইউ আর লেডি, আই অ্যাম মেল', মহিলা পুলিশকর্মীকে শুভেন্দুর হুঁশিয়ারি নিয়ে কটাক্ষ তৃণমূলের
Suvendu Adhikari Gets Taunted: 'ডোন্ট টাচ মাই বডি। ইউ আর লেডি, আই অ্যাম মেল', -- প্রিজন ভ্যানে ওঠার আগে কর্তব্যরত মহিলা পুলিশকর্মীকে ঠিক এই ভাষাতেই হুঁশিয়ারি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী।

প্রকাশ সিনহা ,সৌভিক মজুমদার ও ব্রতদীপ ভট্টাচার্য, হাওড়া: 'ডোন্ট টাচ মাই বডি। ইউ আর লেডি, আই অ্যাম মেল', -- (Don’t touch my body. You are Lady, I am male!) প্রিজন ভ্যানে (prison van) ওঠার আগে কর্তব্যরত মহিলা (female) পুলিশকর্মীকে (police) ঠিক এই ভাষাতেই হুঁশিয়ারি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী (suvendu adhikari)। পিটিএসের সামনে তখন তুমুল অশান্তি। বিরোধী দলনেতার দাবি একটাই, কোনও মহিলা পুলিশ যেন তাঁকে স্পর্শ না করেন। পরে এই হুঁশিয়ারি-বার্তার জন্যই পরে তৃণমূলের (TMC) কটাক্ষের শিকার হলেন তিনি।
কী বলেছিলেন শুভেন্দু?
বিজেপির নবান্ন অভিযান ঘিরে সকাল থেকে ধুন্ধুমার কলকাতা ও হাওড়ায়। পরিকল্পনা অনুযায়ী, পিটিএস থেকে দ্বিতীয় হুগলি সেতু হয়ে নবান্ন অভিমুখে রওনা দেন শুভেন্দু অধিকারী, লকেট চট্টোপাধ্যায় এবং রাহুল সিনহারা। কিন্ত শুরুতেই তাঁদের আটকে দেয় পুলিশ। ব্যারিকেডে তুলে আটকে দেওয়া হয় বিজেপি কর্মী-সমর্থকদের। তাতে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বিরোধী দলনেতা-সহ বিজেপি শিবিরের নেতানেত্রীরা। বচসা গড়ায় উত্তপ্ত বাদানুবাদে। এর মধ্যেই পুলিশকে হুঁশিয়ারি শুভেন্দুর, 'আপনার সিনিয়কে ডাকুন, কী করতে চান জেনে নিই।' ডিসি সাউথ আকাশ মাঘারিয়া সামনে আসতেই নন্দীগ্রামের বিধায়কের অভিযোগ, 'আপনার লেডিরা আমার গায়ে হাত দিয়েছে।' ডিসি সাউথ পাল্টা বোঝানোর চেষ্টা করেন, 'পুলিশের মধ্যে পুরুষ বা মহিলা এভাবে দেখা হয় না।' মানতে চাননি শুভেন্দু। প্রিজন ভ্যানে উঠতে গিয়ে বলেন, 'ছবিগুলো থাকল।'
কটাক্ষ তৃণমূলের...
এদিন বিরোধী দলনেতার ওই মন্তব্যকে অস্ত্র হিসেবে ব্য়বহার করে কটাক্ষ শানিয়েছে তৃণমূল। তাদের অফিশিয়াল ট্যুইটার অ্যাকাউন্ট থেকে গোটা পর্বের ভিডিও দেওয়া হয়েছে। সঙ্গে ক্যাপশন, '@BJP4India -র ৫৬ ইঞ্চি ছাতির মডেল ফেটে চৌচির। আজকের ঘোষণা, ডোন্ট টাচ মাই বডি। আই অ্যাম মেল।' ট্যুইটটি আবার রিট্যুইট করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়, রাজ্যসভা ডেরেক ও'ব্রায়েনের মতো নেতারা। কটাক্ষ করেছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষও। 'সপ্তপদী'র প্রসঙ্গ টেনে তাঁর বিদ্রুপ, 'যা বিনোদন দেখালেন শুভেন্দু অধিকারী! এর নাম হচ্ছে 'সপ্তপদী রিভিজিটেড'। রিনা ব্রাউন বলেছিলেন, 'ও আমাকে টাচ করবেন না'। আজ মহিলা পুলিশকে দেখিয়ে শুভেন্দু অধিকারী বললেন, 'ডোন্ট টাচ মাই বডি'।'
আরও পড়ুন:নবান্ন অভিযানে যাওয়ার পথে আটক শুভেন্দু, তোলা হল প্রিজন ভ্যানে






















