Suvendu Adhikari: 'যে ভূত সাদা খাতাতে চাকরি দিয়েছে, সেই ভূত আসবে' ফের কটাক্ষ শুভেন্দুর
Suvendu Adhikari: 'রাজ্যকে দেউলিয়া করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকার।' মালদার গাজোলের সভা থেকে তৃণমূলকে আক্রমণ শুভেন্দুর।
কলকাতা: তৃণমূলের (Trinamool) 'দিদির দূত'কে ফের 'ভূত' বলে কটাক্ষ শুভেন্দুর (Suvendu Adhikari)। 'যে ভূত সাদা খাতাতে চাকরি দিয়েছে, সেই ভূত আসবে। তৃণমূলের চোরেরা ১০০ দিনের কাজের টাকাও চুরি করেছে। রাজ্যকে দেউলিয়া করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকার।' মালদার গাজোলের সভা থেকে তৃণমূলকে আক্রমণ শুভেন্দুর।
'দিদির দূত'কে ফের 'ভূত' বলে কটাক্ষ: পঞ্চায়েত নির্বাচন (Panchayat Poll) মানে গ্রামবাংলার ভোট। সেই পরীক্ষায় পাস করতে, এবার নতুন কর্মসূচি ঘোষণা করল তৃণমূল। দিদিকে বলো, বাংলার গর্ব মমতা, বাংলা নিজের মেয়েকেই চায়-এর পরে শুরু হতে চলেছে দিদির সুরক্ষা কবচ কর্মসূচি। ১১ জানুয়ারি থেকেই এই কর্মসূচি নিয়ে পথে নামছে তৃণমূল। ১৫টি সরকারি প্রকল্পের প্রচারে, বাংলার ১০ কোটি মানুষের কাছে পৌঁছে যাবেন দিদির দূতেরা। যা নিয়ে গতকালই 'ভূত' বলে কটাক্ষ করেছেন রাজ্যের দলনেতা। গতকালের পর এদিনও কটাক্ষের সুর শোনা গেল শুভেন্দুর গলায়। উলুবেড়িয়ার সভা থেকে একেবারে চাঁচাছোলা আক্রমণ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (suvendu adhikari)। তিনি বলেন, 'আসবে দিদির দূত, আসবে ভূত'।
কীভাবে কাজ হবে?
শহর থেকে গ্রাম রাজ্য সরকারের ১৫টি উন্নয়নমূলক প্রকল্পের সুযোগ-সুবিধা সবাই পাচ্ছেন কি না, তা জানতে দুয়ারে দুয়ারে পৌঁছে যাবেন তৃণমূলের জন প্রতিনিধিরা। স্থানীয় মানুষদের কাছে তাঁরা জানতে চাইবেন প্রাপ্তি-অপ্রাপ্তি-অভাব-অভিযোগের কথা। কর্মসূচির মধ্যে থাকছে, এলাকার বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ এবং তাঁদের সঙ্গে মধ্যাহ্নভোজের বিষয়টিও। এর পাশাপাশি, তৃণমূলের জন প্রতিনিধিরা । স্থানীয় অফিস, হাসপাতাল-সহ সরকারি প্রতিষ্ঠানগুলি পরিদর্শন করবেন। আলোচনা হবে স্থানীয় পঞ্চায়েতের প্রধান এবং পঞ্চায়েতের সদস্যদের সঙ্গে।দিনের শেষে তাঁরা দলেরই কোনও কর্মীর বাড়িতে নৈশভোজ এবং রাত্রিযাপন করবেন।কর্মসূচির পরবর্তী ধাপে দিদির দূতরা পৌঁছে যাবেন বাড়ি বাড়ি।
আরও পড়ুন: Tapas Mondal: 'মানিক টাকা নিয়েছেন, রসিদ দেননি' CBI জিজ্ঞাসাবাদে দাবি তাপসের