Suvendu Adhikari: রামমন্দির উদ্বোধনের দিনই ‘সম্প্রীতি মিছিল’ মমতার, কেন্দ্রীয় বাহিনীও মোতায়েন নয়, আদালতে শুভেন্দুর আর্জি খারিজ
Calcutta High Court:বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আবেদন খারিজ হয়ে গেল।
কলকাতা: মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সম্প্রীতি মিছিলের বিরোধিতা করে আদালতে গিয়েছিলেন। অযোধ্যায় রামমন্দির উদ্বোধনের দিন ওই মিছিল করা যাবে না, পিছোতে হবে বলে আবেদন জানিয়েছিলেন কলকাতা হাইকোর্টে (Calcutta High Court). কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সেই আবেদন খারিজ হয়ে গেল। রামমন্দির উদ্বোধনের দিন রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের যে আর্জি জানিয়েছিলেন শুভেন্দু, তা-ও খারিজ করে দিয়েছে আদালত। আদালত জানিয়েছে, কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন নেই।
তবে বৃহস্পতিবার মামলার শুনানিতে আদালত জানিয়েছে, সুশৃঙ্খল ভাবে মিছিল করতে হবে। ধর্মীয় ভাবাবেগে আঘাত করে কোন মন্তব্য করা যাবে না। আগামী ২২ জানুয়ারি উত্তরপ্রদেশের অযোধ্যায় নবনির্মিত রামমন্দিরের উদ্বোধন। ওই দিনই কলকাতা এবং জেলাস্তরে 'সম্প্রীতি মিছিলে'র ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার সেই মিছিলের বিরোধিতা করে আদালতে প্রধান বিচারপতির দ্বারস্থ হয়েছিলেন শুভেন্দু।
আদালতে শুভেন্দু যুক্তি দেন, আগেও ধর্মীয় অনুষ্ঠানকে ঘিরে অশান্তি দেখা গিয়েছে রাজ্যে। তাই ওই দিন আইনশৃঙ্খলার স্বার্থে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হোক। কিন্তু এদিন মামলার শুনানিতে প্রধান বিচারপতি দু'টি আবেদনই খারিজ করে দেন। এ নিয়ে তৃণমূল সাংসদ শান্তনু সেন বলেন, "রামমন্দির উদ্বোধন রাজনীতির মঞ্চে পরিণত হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিলে জনজোয়ার নামবে জেনেই আশঙ্কায় আদালতে গিয়েছিলেন বিরোধী দলনেতা। এতেই বোঝা যায় মমতা বন্দ্য়োপাধ্যায় এবং তৃণমূলকে কতটা ভয় পান ওঁরা।"
আরও পড়ুন: Dilip Ghosh: 'কাজ না করে অভ্যাস খারাপ হয়ে গেছে সরকারি কর্মীদের', মমতার 'হুঁশিয়ারি'র পাল্টা দিলীপ
গত মঙ্গলবার রামমন্দির উদ্বোধনের দিনই বাংলায় 'সম্প্রীতি মিছিলে'র ঘোষণা করেন মমতা। সাংবাদিক বৈঠকে বলেন, "২২ জানুয়ারি একটি মিছিল করব আমি, দলের প্রোগ্রাম। নিজে একটা মিছিল করব আমি। প্রথমে নিজে কালীমন্দিরে যাব আমরা। সবাই যাবে না। আমি যাব। সেখানে মায়ের কাছে পুজো দিয়ে হাজরা থেকে সর্বধর্মের মানুষকে নিয়ে মিছিল করে পার্ক সার্কাস ময়দানে গিয়ে সভা করব। মা কালীকে ছুঁয়ে, মন্দির, মসজিদ, গুরুদ্বার, ওখানে অনেক গির্জাও রয়েছে, সব ছুঁয়ে যাব, সকলকে নিয়ে এই সভা করব। তৃণমূলের সভা, তবে শুভান্যুধায়ী, সাধারণ মানুষও এই সংহতি মিছিলে আসতে পারেন। প্রত্যেক জেলার ব্লকে ব্লকে বেলা ৩টেয় সম্প্রীতি মিছিল হবে।"
অযোধ্যায় রামমন্দির উদ্বোধনের দিনই সম্প্রীতি মিছিল' কেন, প্রশ্নের জবাবে মমতা বলেন, "কোনও পাল্টা মিছিল করছি না, কোনও প্রতিবাদ করছি না। আমি সাধু-সন্তদের মানি। তাঁদের কথা শুনছি। এ ব্যাপারে একটাই কথা বলতে পারি, ধর্ম যার যার নিজের, উৎসব সকলের। আমি সর্বধর্ম সমন্বয় করছি কারণ, তার পরদিনই নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। সেটাও ব্লকে ব্লকে পালিত হবে। আমি নেতাজির মূর্তির সামনে থাকব বরাবরের মতো।" এর পরই, বুধবার সকালে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন শুভেন্দু।