Suvendu Adhikari: মধ্যরাতে শুভেন্দুর গাড়ি অনুসরণ, কাঁথিতে গ্রেফতার ২
Contai News: মোটরবাইক ও গাড়ি চালক কী উদ্দেশ্যে শান্তিকুঞ্জের কাছে আসেন, তাঁদের গাড়িতে কীসের ফাইল রয়েছে, তা এখনও স্পষ্ট নয়।

ঋত্বিক প্রধান, কাঁথি: বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) কনভয়কে অনুসরণ করার (Suvendu Adhikai Followed) অভিযোগ ঘিরে বিতর্ক দানা বেঁধেছে। বিজেপি সূত্রে দাবি, বৃহস্পতিবার রাত ১১টা নাগাদ শুভেন্দু অধিকারীর কনভয় হেড়িয়া দিয়ে যাওয়ার সময় অনুসরণ করতে শুরু করে একটি গাড়ি ও মোটরবাইক। অভিযোগ, গাড়ি ও মোটরবাইক শুভেন্দু অধিকারীর বাড়ি শান্তিকুঞ্জের কাছে চলে আসে।
রাতের অন্ধকারে শুভেন্দুর গাড়ি অনুসরণ!
বিজেপি সূত্রে খবর, সেই সময় ওই গাড়ি ও মোটরবাইকটিকে ঘিরে ধরে ফেলেন নিরাপত্তার দায়িত্বে থাকা সিআরপিএফ জওয়ানরা। দু'জনকে জিজ্ঞাসাবাদ করে সদুত্তর না মেলায়, তাঁদের তুলে দেওয়া হয় কাঁথি থানার হাতে। এর পর কাঁথি থানার পুলিশ শুভেন্দুর বাড়ির সামনে থেকে দু'জনকে গ্রেফতার করে।
আরও পড়ুন: Suvendu Adhikari: আমার হাত কামড়াতেও পাঠিয়েছিলেন, আমি সুযোগ দিইনি, বললেন শুভেন্দু
পুলিশ সূত্রে খবর, গাড়ি থেকে কয়েকটি ফাইল মিলেছে। মোটরবাইক ও গাড়ি চালক কী উদ্দেশ্যে শান্তিকুঞ্জের কাছে আসেন, তাঁদের গাড়িতে কীসের ফাইল রয়েছে, তা এখনও স্পষ্ট নয়। আটক দুই যুবকের পরিচয় জানা যায়নি। কাঁথি থানায় আনা হয় তাঁদের। তবে এই ঘচনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। তদন্ত শুরু করেছে কাঁথি থানার পুলিশ।
এর আগে, চলতি বছরের জুলাই মাসেই পূর্ব মেদিনীপুরের মারিশদায় দুর্ঘটনার মুখে পড়েন শুভেন্দু। তাঁপ কনভয়ের সামনের দিকে দাঁড়িয়ে থাকা গাড়ির সঙ্গে একটি ট্রাকের ধাক্কা লাগে। তাতে গাড়িটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে চম্পট দেন ট্রাকের চালক।
আগেও পর পর দুর্ঘটনায় পড়েছেন শুভেন্দু
এর পর অগাস্ট মাসে দুর্ঘটনার কবলে পড়ে শুভেন্দুর কনভয়ের একটি গাড়ি। মারিশদা হয়ে কলকাতা আসার পথে উল্টো দিক থেকে আসা লরির সঙ্গে ধাক্কা লাগে তাঁর কনভয়ের একটি গাড়ির। তাতে গাড়ির চাকা ভেঙে যায়। জখম হন চালক। তবে কনভয়ের মাঝখানে থাকায় অক্ষত ছিলেন শুভেন্দু।
অন্য দিকে, নবান্ন অভিযানের সময় ওই মহিলা পুলিশকর্মীকে তাঁকেও কামড়াতে পাঠানো হয়েছিল বলেও দাবি করেছেন শুভেন্দু। চাকরিপ্রার্থীদের আন্দোলন এবং নবান্ন অভিযানের দৃশ্য পাশাপাশি পোস্ট করেছেন তিনি। মুখ খুলেছেন সংবাদমাধ্যমেও। শুভেন্দু বলেন, “এই লেডি কনস্টেবল উত্তরবঙ্গে ছিলেন। আকাশ মাঘারিয়ে তাঁকে নিয়ে মহিলা টিম গড়েছেন। এই টিমটার আমি নাম দিয়েছি মমতা পুলিশের হিংসাশ্রয়ী রেজিমেন্ট। এই রেজিমেন্টে আমি আগে একজন বলেছিলাম, মারিয়া বলে, তিনি আমার কাঁধে তিনটি ব্লো মেরেছিলেন নবান্ন অভিযানের দিন। সে দিন ডোন্ট টাড মাই বডি বলতে অনেক রকম ব্য়ঙ্ক তিরস্কার করেছেন ভাইপো অ্যান্ড কোম্পানি। সেদিন তো এই দেবী তামাংকে পাঠিয়েছিলেন আমার হাত কামড়াতে। আমি হাত কামড়ানোর সুযোগ দিইনি। কারণ আমি বুঝতে পেরেছিলাম কী হচ্ছে।”






















