Suvendu Adhikari :রাজ্য সরকারের অস্থায়ী অধ্যাপক নিয়োগ নিয়ে ট্যুইটে সরব শুভেন্দু, 'ভারতে এখন সবচেয়ে বেশি বেকার' পাল্টা শান্তনু
Suvendu Adhikari Tweet : স্পেশাল লেকচারারের সাম্মানিক ক্লাস পিছু ৩০০ টাকা -এই মর্মে বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তি ঘিরে রাজ্য জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে !
কলকাতা : কেন্দ্রের বিরুদ্ধে আর্থিক বঞ্চনার অভিযোগে রেড রোডে মমতার ধর্নায় বসার দিনেই পাল্টা রাজ্যের বিরুদ্ধে কেন্দ্রীয় প্রকল্পের টাকা লুঠের অভিযোগে অবস্থানে বসছে বঙ্গ বিজেপি। এদিনই সরকারি পদে চুক্তিভিত্তিক নিয়োগের অভিযোগে ফের রাজ্য সরকারকে নিশানা করলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। স্পেশাল লেকচারারের সাম্মানিক ক্লাস পিছু ৩০০ টাকা! বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তির ছবি দিয়ে ট্যুইট করেছেন বিরোধী দলনেতা।
এই বিজ্ঞপ্তি ঘিরে কার্যত রাজ্য জুড়ে শোরগোল বেঁধে গিয়েছে। স্পেশাল লেকচারারের সাম্মানিক ক্লাস পিছু ৩০০ টাকা -এই মর্মে বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তি ঘিরে রাজ্য জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে ! কয়েক মাস আগে মাসিক ৫ হাজার টাকায় ঝাড়ুদার চেয়ে বিজ্ঞপ্তি দিয়েছিল একই বিশ্ববিদ্যালয়! শিক্ষামহলের একাংশের প্রশ্ন , একজন PHD ডিগ্রিধারীর বেতন বিশ্ববিদ্যালেয়র ঝাড়ুদারের থেকেও কম? এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এই বিষয়টি নিয়ে ট্যুইট করেছেন শুভেন্দু।
তিনি লেখেন, 'দেউলিয়া পশ্চিমবঙ্গ সরকার কৌশলগত ভাবে নিয়োগ সংস্থাগুলির ভূমিকা সঙ্কুচিত করছে। চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ হলে কলেজ সার্ভিস কমিশন, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, PSC-র ভূমিকা কী হবে? রাজ্য সরকার পুলিশের বদলে অস্থায়ী হোমগার্ড নিয়োগ করছে। CMO-তে চুক্তিভিত্তিক কনসালট্যান্ট নিয়োগ করা হচ্ছে। কলেজে অধ্যাপকের পরিবর্তে অস্থায়ী লেকচারার নিয়োগ করছে। কারণ তাতে খরচ কম, DA নেই। এটাই কি আমাদের যুব সমাজের ভবিতব্য? জোর করে মর্যাদাহীন কাজ এভাবে করতে হবে? ' একাধিক নিয়োগপত্র ট্যুইট করে রাজ্য সরকারকে নিশানা শুভেন্দু অধিকারীর।
তৃণমূল সাংসদ শান্তনু সেন বলেন, 'বছরে ২ কোটি চাকরির প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিল। আট বছরে আট লক্ষ চাকরিও হয়নি। ভারতে এখন সবচেয়ে বেশি বেকার। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের পদ অবলুপ্ত হয়েছে। বামেদের ঋণ ঘাড়ে নিয়ে পথচলা শুরু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এভাবে ক্রমাগত বাংলার অপমান করা হচ্ছে, বাংলাকে আক্রমণ করা হচ্ছে।'
Recruitment scenario in WB:-
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) March 29, 2023
Position: Special Lecturer
Qualification: MSc in Physics with PhD
Job: Teaching subjects like Electronics & Nano Science
Remuneration: Rs. 300/class; maximum 4 classes/week = Rs. 4800/month
Terms: No TA & DA and doesn't guarantee permanent position pic.twitter.com/S1uzaKhG0H
WB Govt is appointing Temporary Home Guards instead of Police personnel, Contractual Consultants in CMO & Temporary Lecturers in place of Professors because its cheap labour & saves money, also no DA.
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) March 29, 2023
Is this the fate of our Youth? Forced to work in such an undignified manner. pic.twitter.com/bCnoRSIkE1
নিয়োগ দুর্নীতিকাণ্ডে যখন রাজ্যে কোটি কোটি টাকা উদ্ধার হচ্ছে, লক্ষ লক্ষ টাকার বিনিময়ে চাকরি চুরির তথ্য সামনে আসছে নিয়োগের দাবিতে যখন যোগ্য প্রার্থীরা দিনের পর দিন রাস্তায় বসে রয়েছেন, তখন শুক্রবার পদার্থ বিদ্যায় স্পেশাল লেকচারার পদে অস্থায়ী নিয়োগের আবেদন চেয়ে বিজ্ঞপ্তি দিয়েছে বাঁকুড়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ! তাতে ন্যূনতম যোগ্যতা হিসেবে বলা হয়েছে M.SC। সঙ্গে NET পাস বা PHD করা থাকতে হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী, সপ্তাহে সর্বাধিক চারটি ক্লাস করাবেন এই স্পেশাল লেকচারাররা। ক্লাস পিছু মিলবে ৩০০ টাকা সাম্মানিক। অর্থাৎ যদি একজন প্রতি সপ্তাহে চারটি করে ক্লাস করান, তাহলে মাসের শেষে তিনি হাতে পাবেন ৪ হাজার ৮০০ টাকা। এই প্রেক্ষাপটেই সামনে এসেছে ২০২২ সালের বাঁকুড়া বিশ্ববিদ্যালয়েরই আরেকটি বিজ্ঞপ্তি। যেখানে অস্থায়ী ও চুক্তিভিত্তিক ঝাড়ুদার পদে নিয়োগের কথা বলা হয়। মাসিক ভাতা ৫ হাজার টাকা। এই বিষয়টি কেন্দ্র করেই চাঞ্চল্য ছড়িয়েছে।