Suvendu Adhikari : ' পুলিশ মানুষ, পিসি-ভাইপোর ব্যক্তিগত দাস নয় ', ফের মুখ্যমন্ত্রীকে নিশানা শুভেন্দুর
Nabanna Abhijan Day : আজ ফের মমতা বন্দ্যোপাধ্যায়কে দুষে ট্যুইট করেন রাজ্যের বিরোধী দলনেতা।

কলকাতা : ' ডোন্ট টাচ মি। কেন যাব? কেন যাব? কেন যাব? আমার ব্যক্তিগত নিরাপত্তারক্ষী আছে। ডোন্ট টাচ মি। ডোন্ট টাচ মি। ডোন্ট টাচ মি। আই অ্যাম মেল পার্সন। কেন পাঠিয়েছেন? কেন পাঠিয়েছেন? ডোন্ট টাচ মি। ডোন্ট টাচ মাই বডি । '
সাঁতরাগাছি থেকে গ্রেফতার হওয়ার আগে এমনই উত্তপ্ত বাদানুবাদে জড়িয়ে পড়েন শুভেন্দু অধিকারী। এরপর আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দেন। এরপর আজ ফের মমতা বন্দ্যোপাধ্যায়কে দুষে ট্যুইট করেন রাজ্যের বিরোধী দলনেতা।
মমতাকে নিশানা
নবান্ন অভিযানের আগে গ্রেফতারি নিয়ে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে ট্যুইট করেন শুভেন্দু । ভিডিও পোস্ট করে বিরোধী দলনেতার ট্যুইট, ' ভয়ে অন্ধ গেছেন বাংলার স্বরাষ্ট্রমন্ত্রী। প্রকাশ্যে কলকাতা হাইকোর্টের রায়কে অবজ্ঞা করছেন। বিচারপতি রাজশেখর মান্থার রায় অমান্য করে বিরোধী দলনেতাকে গ্রেফতার করা হয়েছে। সুপ্রিম কোর্টও যে রায়ে হস্তক্ষেপ করেনি। এটাই প্রমাণ করে বাংলায় স্বৈরতান্ত্রিক শাসন নাগরিকের মৌলিক অধিকার উপেক্ষা করছে। পুলিশকে স্বাধীনতা দিন, নিরপেক্ষ ভাবে কাজ করতে দিন। তাঁরা মানুষ, পিসি-ভাইপোর ব্যক্তিগত দাস নয়। ' ট্যুইট বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।
অন্যদিকে রাজ্যের বিরোধী দলনেতাকে নিশানা করে তৃণমূল মুখপাত্র বলেন, ' নিজেই গ্রেফতার হয়েছেন, আন্দোলন করার দম নেই বিরোধী দলনেতার। '
রণক্ষেত্র সাঁতরাগাছি
মঙ্গলবারও বিজেপির নবান্ন অভিযান ঘিরে যখন একাধিক জায়গা রণক্ষেত্র হয়ে ওঠে। তখন লালবাজারের চৌহদ্দির মধ্যেই আটকে থাকেন শুভেন্দু অধিকারী। সাঁতরাগাছি যাওয়ার পথে, দ্বিতীয় হুগলি সেতুর মুখেই পুলিশ আটকে দেয় শুভেন্দু অধিকারী, লকেট চট্টোপাধ্যায় ও রাহুল সিনহাকে। তারপর সেখানেই আটক করে প্রিজন ভ্যানে তোলা হয় রাজ্যের বিরোধী দলনেতাকে। তারপর আরও চড়তে শুরু করে উত্তেজনার পারদ।
Fear has blinded the Home Minister of WB to an extent of openly flouting Orders of Hon’ble High Court at Calcutta. The Leader of Opposition was arrested; violating the Order of Hon’ble Justice Rajasekhar Mantha, which wasn't interfered with by the Hon’ble Supreme Court of India. pic.twitter.com/srbCEsewfS
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) September 13, 2022






















