Suvendu Adhikari : ২১শে নিজের গড়ে পাল্টা সভা শুভেন্দুর, দেবেন অভিষেকের সব অভিযোগের জবাব?
Suvendu Adhikari Contai Meeting : শুভেন্দু অধিকারীর সভা নিয়ে ইতিমধ্যেই একদফা বৈঠক সেরেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব।
শিবাশিস মৌলিক, কলকাতা : শনিবারের হাইভোল্টেজ ডয়েলের পর কাঁথিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ( Abhishek Banerjee ) পাল্টা এবার শুভেন্দু অধিকারীর ( Suvendu Adhikari ) সভা। বিজেপি ( BJP ) সূত্রে খবর, কাঁথির সভার জবাব কাঁথিতেই দিতে ২১শে ডিসেম্বর সভা করবেন শুভেন্দু অধিকারী।
শনিবাসরীয় ডুয়েল
শনিবার, শুভেন্দু অধিকারীর বাড়ি শান্তিকুঞ্জ থেকে ২০০ মিটার দূরে সভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেদিনই অভিষকের লোকসভা কেন্দ্রে ডায়মন্ডহারবারে সভা করেন শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, শুভেন্দু অধিকারীর সভা নিয়ে ইতিমধ্যেই একদফা বৈঠক সেরেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব।
'লোকের সামনে যদি উলঙ্গ করতে না পারি রাজনীতিতে পা রাখব না'
শনিবার কাঁথিতে অধিকারী গড়ে দাঁড়িয়েই আগাগোড়া শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ করে ভাষণ দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ' এক জন ঠিকাদার আর এক জন ঠিকাদারকে উনি এখানে চক্র চালিয়েছেন। তাঁরাই হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির টেন্ডার পেতেন, তাঁরাই সেচের কাজ করতেন, তাঁরা দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের কাজ পেতেন আবার তাঁরাই জেলা পরিষদের কাজ পেতেন। মেয়েদের হস্টেল বানাতে পর্যন্ত এর কাজে তিন বার টেন্ডার ডেকেছে। একটা ঠিকাদারকে ১৮০ কোটি টাকার কাজ দিয়েছে। নাম বলব নাকি সেই ঠিকাদারের? ১৫ দিন সময় দিয়ে গেলাম। এই কলেজের মাঠে তুমি তোমার খাতা নিয়ে এসো, আমি আমার খাতা নিয়ে আসব। লোকের সামনে যদি উলঙ্গ করতে না পারি রাজনীতিতে পা রাখব না।'
শনিবার মেগা ডুয়েল ঘিরে, দুপুর থেকেই বঙ্গ রাজনীতির ময়দান, কার্যত গরম কড়াইয়ের মতো ফুটছিল। অভিষেক সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে শুভেন্দুর বিরুদ্ধে অভিযোগ তোলেন, 'আমার নাম নিতে পারে না। ভাববাচ্যে বলে ভাইপো। নাম নিলে তো মামলা করা যায়। তাই নাম নিতে পারে না। এই রাজ্যের সবচেয়ে বড় ঘুষখোর তোলাবাজের নাম কী? কী নাম? টিভির পর্দায় কাকে ঘুষ নিতে দেখা গেছে? সুদীপ্ত সেন কার নামে চিঠি লিখেছে? টিভির পর্দায় কার নামে অভিযোগ করেছে?'
পঞ্চায়েত ভোট আসতে আসতে এই বাগযুদ্ধে পারদ কোথায় গিয়ে পৌঁছোয়, সেদিকেই নজর রাজ্যবাসীর।
অভিযোগের জবাব দিতেই কি মাঠে নামছেন শুভেন্দু ?
এই সব অভিযোগের জবাব দিতেই কি মাঠে নামছেন শুভেন্দু ? শনিবার দুই জেলায়, দুই দলের দুই সেনাপতির সভা-যুদ্ধে, ঘুরে ফিরে উঠে আসে সেই ডিসেম্বর প্রসঙ্গ! শুভেন্দু অধিকারী ফের একবার ডিসেম্বরে বড় কিছু ঘটার ইঙ্গিত দেন! কিন্তু কী হবে, তা নিয়ে আগের মতোই ধোঁয়াশা বজায় রাখেন! আর পাল্টা এই প্রথম, এই ডিসেম্বরেই বিজেপিতে ভাঙনের প্রচ্ছন্ন হুঁশিয়ারি দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
এবার নিজের গড়ে দাঁড়িয়েই কি সব অভিযোগের জবাব দেবেন বিধানসভার বিরোধী দলনেতা ?