Suvendu Adhikari: 'সম্মানের যোগ্য নন বিনীত গোয়েল, ফিরিয়ে নেওয়া হোক পুলিশ মেডেল', রাষ্ট্রপতি, স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি শুভেন্দুর
RG Kar Case: আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে আগাগোড়া প্রশ্ন উঠেছে।
কলকাতা: আর জি কর কাণ্ডে বিচারের দাবিতে এখনও পথে সাধারণ মানুষ। পুলিশ এবং প্রশাসনের ভূমিকা একের পর এক প্রশ্ন উঠে আসছে। সেই আবহে এবার কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের কাছ থেকে মেডেল ফিরিয়ে নেওয়ার দাবি জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই মর্মে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি দিলেন তিনি। চিঠি দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও। (Suvendu Adhikari)
আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে আগাগোড়া প্রশ্ন উঠেছে। আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে সরব হয়েছেন, সেই মর্মে নিজেদের দাবিদাওয়াও জানিয়ে এসেছেন। সেই আবহেই এবার বিনীত গোয়েলের কাছ থেকে পুলিশ মেডেল ফিরিয়ে নেওয়ার দাবি জানালেন শুভেন্দু। (RG Kar Case)
রাষ্ট্রপতিকে লেখা চিঠি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন শুভেন্দু। তাঁর বক্তব্য, "কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের কাছ থেকে ফিরিয়ে নেওয়া হোক পুলিশ মেডেল আর জি কর কাণ্ডের তদন্তে সিপি বিনীত গোয়েলের ভূমিকা নিন্দনীয় এবং লজ্জাজনক। তথ্যপ্রমাণ লোপাট এবং হাসপাতালে হামলার ঘটনায় সিপি-র ভূমিকায় প্রশ্ন রয়েছে। তাঁর রাজনৈতিক প্রভুর স্বার্থে তদন্তে অন্তর্ঘাতের চেষ্টা করেছেন সিপি। এই সম্মানের যোগ্য নন তিনি।" এ ব্যাপারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহের হস্তক্ষেপও চেয়েছেন শুভেন্দু।
I have written a letter to the Hon'ble President of India; Smt. Droupadi Murmu Ji requesting her to withdraw/forfeit the prestigious President's Police Medal and Police Medal conferred upon Shri Vineet Goyal; IPS, (West Bengal: RR – 1994), presently Commissioner of Police,… pic.twitter.com/uaNeQppibZ
— Suvendu Adhikari (@SuvenduWB) September 5, 2024
পুলিশ কমিশনারের পদত্যাগের দাবিতে এর আগে পথে নামেন জুনিয়র চিকিৎসকরাও। প্রতীকি শিরদাঁড়া নিয়ে লালবাজার অভিযান করেন তাঁরা।
লালবাজারে গিয়ে ডেপুটেশন দিয়ে আসা হয়। পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করে, তাঁর হাতেই তাঁর পদত্যাগের দাবিপত্র তুলে দেওয়া হয়। আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা জানান, পুলিশি ব্যর্থতার দায় স্বীকার করে পদ ছাড়তে হবে তাঁকে।
আন্দোলনকারীরা জুনিয়র চিকিৎসকরা জানান, ব্যক্তিগত ভাবে ঘটনার নৈতিক দায়ভার নিতে বলা হয় সিপি-কে। জবাবে তিনি জানান, নিজের কাজে তিনি সন্তুষ্ট। তার পরও যদি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মনে হয়, তিনি ব্যর্থ হয়েছেন, তাঁকে যদি পদ থেকে সরিয়ে দেওয়া হয়, তাহলে সেই সিদ্ধান্ত হাসিমুখে মেনে নেবেন তিনি।