Satpal Rai: চোখের জলে ঘরের ছেলেকে চিরবিদায়, পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সৎপাল রাইয়ের শেষকৃত্য সম্পন্ন
Tamilnadu Copter Crash: গত বুধবার তামিলনাড়ুর কুন্নুরে হেলিকপ্টার ভেঙে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। তাতে বিপিন রাওয়াত (Bipin Rawat) সহ ১৩ জনের মৃত্যু হয়। ন রাইয়েরও মৃত্যু হয়েছে। আজ শেষকৃত্য সম্পন্ন হল।
মোহন প্রসাদ, দার্জিলিং: দার্জিলিং-এর (Darjeeling) তাকদায় পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হল কপ্টার-দুর্ঘটনায়- (Tamilnadu Copter Crash) মৃত সেনা কর্মী সৎপাল রাইয়ের (Satpal Rai)। বাবার সমাধিস্থলের পাশে সমাধিস্থ করা হল তাঁকে। সোমবার বন্ধ রাখা হয় তাকদা চা বাগান।
দুধসাদা চাদরে মোড়া কফিন। গান স্যালুটে চিরবিদায়। হাবিলদার সৎপাল রাই। দার্জিলিং-এর তাকদায় বাবার পাশেই সমাধিস্থ করা হল সৎপাল রাইকে। গত বুধবার নীলগিরির গভীর জঙ্গলে, তামিলনাড়ুর কুন্নুরে ঘটে ভয়াবহ দুর্ঘটনা। হেলিকপ্টার ভেঙে পড়ায় মৃত্যু হয় দেশের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ (CDS) জেনারেল বিপিন রাওয়াত (Bipin Rawat) ও তাঁর স্ত্রীর সহ ১৩ জনের। তাঁদেরই একজন রাওয়াতের দেহরক্ষী হাবিলদার সৎপাল রাই (Satpal Rai)।
রবিবার রাতেই বাড়িতে পৌঁছয় মরদেহ। রাই সম্প্রদায়ের রীতি মেনে সোমবার সকাল থেকে শুরু হয় শেষকৃত্যের নিয়ম-আচার। সতপালের মরদেহ যে তিরঙ্গায় মোড়া ছিল, শেষকৃত্যর আগে তা তুলে দেওয়া হয় তাঁর স্ত্রীর হাতে। স্বামীর কফিনে মাটি দেন স্ত্রী মন্দিরা। শেষবারের মতো কফিনে মাথা ঠেঁকিয়ে বাবাকে প্রণাম করেন ছেলে বিক্কল রাই। শ্রদ্ধাঞ্জলি জানাতে এসেছিলেন প্রাক্তন মন্ত্রী গৌতম দেব, দার্জিলিং এর সাংসদ রাজু বিস্ত, দার্জিলিং-এর বিধায়ক নীরজ জিম্বা, জিটিএ প্রাক্তন চেয়ারম্যান অনীত থাপা সহ অন্যান্যরা। শ্রদ্ধা জানান সুকনার ত্রিশক্তি কোরের কোর কম্যান্ডার তরুণকুমার আইচ।
শোওয়ার ঘরে বিছানার পাশে রাখা সৎপালের সামগ্রী। স্যুটকেস, ট্রাঙ্ক, তাতে নাম লেখা সৎপালের। বাড়ি ফিরলেই স্থানীয় তরুণদের সৎপাল বলতেন আর্মিতে যোগ দাও। দেশের জন্য কাজ করো। আচমকা এক দুর্ঘটনা কেড়ে নিয়েছে বাবার প্রাণ। তারপরও বিক্কল বলেছেন, তিনিও এবার থেকে তেমনটাই বলবেন। সতপাল রাইয়ের ছেলে বিক্কল রাই বলেন, "যুবকদের বলতেন আর্মিতে যোগ দিতে, আমিও বলবো, আমার বাবার মতো সম্মান কেউ পায়নি।''
আরও পড়ুন: North 24 Pargana: ফেসবুকে ছবিতে কমেন্ট করে দুষ্কৃতীদের হামলার শিকার কামারহাটির যুবক