Tarapith Accident News: ভয়ঙ্কর পথ দুর্ঘটনা রামপুরহাটে, মর্মান্তিক মৃত্যু তারাপীঠের সেবায়েতের
Tarapith Temple: পথ দুর্ঘটনার কবলে পড়েই প্রাণ হারালেন তারাপীঠের তারা মা মন্দিরের সেবায়েত

ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: পথেই যে লুকিয়ে ছিল বিপদ, তা ঘুণাক্ষরেও টের পায়নি কেউ। সেই বিপদই প্রাণ কাড়ল তারাপীঠের সেবায়েতের। পথ দুর্ঘটনার কবলে পড়েই প্রাণ হারালেন তারাপীঠের তারা মা মন্দিরের সেবায়েত সোমনাথ মুখার্জি ওরফে সাহেব-র।
ঠিক কী হয়েছে?
বৃহস্পতিবার রাত ১০টা নাগাদ তিনি রামপুরহাট থেকে তারাপীঠের দিকে যাছিলেন সেই সময় একটি ডাম্পারের মুখোমুখি হয়ে সেখানেই পথ দুর্ঘটনা কবলে পড়েন। এলাকাবাসীদের তৎপরতায় তাকে তৎক্ষণাৎ সেখান থেকে রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং হাসপাতালে নিয়ে আসা হয়। রামপুরহাট হাসপাতালে নিয়ে এলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়।
কিছুদিন আগে বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে এমনই এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছিল। ভুল কার সেই নিয়ে প্রশ্ন উঠেছিল। উত্তর নিরুত্তর আজও। ওই দুর্ঘটনায় প্রাণ গিয়েছিল বাবা-মা ও মেয়ের। দক্ষিণেশ্বর থেকে এয়ারপোর্টের দিকে যাওয়ার সময় মালঞ্চর কাছে নিয়ন্ত্রণ হারিয়ে স্কুটারের পিছনে ধাক্কা মারে একটি লরি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজনের। লরিটি আটক করা হলেও চালক পলাতক। স্কুটারের চালক ও আরোহীরা সকলে হেলমেট পরেছিলেন কিনা খতিয়ে দেখা হয়। ওই এলাকায় প্রায়শই পথ-দুর্ঘটনা ঘটে বলে অভিযোগ তুলে ক্ষোভ উগরে দিয়েছিলেন স্থানীয় বাসিন্দারা।
আরও পড়ুন, ট্যাংরা হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য! বাড়ির সব সিসি ক্যামেরারই প্লাগ খোলা! নেপথ্যে কী কারণ?
এর আগে এমনই ডাম্পারে ধাক্কা মেরে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছিল বালিতে। GT রোডে ট্যাক্সি ও দুটি বাইককে পিষে দিয়েছিল সিমেন্ট মিক্সিং ডাম্পার। ঘটনাস্থলেই মৃত্যু হয় ট্যাক্সির চালক ও এক যাত্রী। আর্থ মুভার এনে ডাম্পার সরিয়ে গ্যাস কাটার দিয়ে দরজা কেটে ট্যাক্সি থেকে দুটি মৃতদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় ৩ জন বাইক আরোহীও আহত হন। গতকাল রাত ১১টা বালির দেওয়ানগাজি এলাকায় দুর্ঘটনা ঘটে। ডাম্পার চালকের খোঁজ চালায় বালি থানার পুলিশ।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে





















