Teesta Torsa Express : তিস্তা-তোর্সা এক্সপ্রেস ট্রেনে 'আগুন'-আতঙ্ক ! যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি..
Teesta Torsa Express Fire Panic: সালার স্টেশনের কাছে তিস্তা-তোর্সা এক্সপ্রেসে 'আগুন'-আতঙ্ক !

মুর্শিদাবাদ: ফের ট্রেনে 'আগুন' -আতঙ্ক, মুর্শিদাবাদের সালারে হুড়োহুড়ি! সালার স্টেশনের কাছে তিস্তা-তোর্সা এক্সপ্রেসে 'আগুন' আতঙ্ক। শিয়ালদা থেকে NJP যাওয়ার সময় ট্রেনে আগুন-আতঙ্ক। ট্রেনে আগুন, আতঙ্কে যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি!
সালার স্টেশনের কাছে তিস্তা-তোর্সা এক্সপ্রেসে 'আগুন'-আতঙ্ক !
আগুন আতঙ্কে অনেকে ট্রেন থেকে নেমে পড়েন বলেও দাবি। প্রায় আধঘণ্টা পরে ফের NJP-র উদ্দেশে রওনা দিল ট্রেন। 'ইঞ্জিন সংলগ্ন পাইপে আগুন লাগে, কিছুক্ষণের মধ্যেই নিয়ন্ত্রণে', পরে ট্রেন যাত্রীদের নিয়ে NJP স্টেশন রওনা দেয়, দাবি রেল সূত্রে। অঘটন কিছুতেই পিছু ছাড়ছে না। দুদিন আগেই ভোগান্তির মুখে পড়েছিল করমণ্ডল এক্সপ্রেস।
দুর্যোগের মুখে করমণ্ডল এক্সপ্রেস
শালিমার চেন্নাই-করমণ্ডল এক্সপ্রেস খড়গপুর স্টেশন ছেড়ে হিজলি স্টেশন ঢোকার আগে শিলাবৃষ্টি ও ঝড়ের কারণে লাইনের পাশে থাকা একটি গাছের ডাল ভেঙে করমণ্ডল এক্সপ্রেসের ইঞ্জিনের প্যান্টোগ্রাফের উপরে পড়ে। প্রায় এক ঘন্টা ধরে লাইনের উপরে দাঁড়িয়ে থাকে করমণ্ডল এক্সপ্রেস। শেষ অবধি পাওয়া খবরে, পরবর্তীকালে রেলের কর্মীরা পৌঁছে গাছটি সরিয়ে ট্রেনটি চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা দেয়।
দুর্ঘটনার কবলে পড়েছিল সাঁতরাগাছি-তিরুপতি সুপারফাস্ট এক্সপ্রেস
চলতি বছরে আরও কিছুদিন আগে, দুর্ঘটনার কবলে পড়েছিল সাঁতরাগাছি-তিরুপতি সুপারফাস্ট এক্সপ্রেস। সাঁতরাগাছি থেকে শালিমার যাচ্ছিল ফাঁকা তিরুপতি এক্সপ্রেস। পাশের লাইন দিয়ে যাচ্ছিল পার্সেল ভ্যান। ক্রসিং পেরোনোর সময় ২ ট্রেনের পাশাপাশি সংঘর্ষ হয়েছিল। পাশের ট্রেনের সঙ্গে পাশাপাশি সংঘর্ষে লাইনচ্যুত হয় তিরুপতি এক্সপ্রেসের ২টি বগি। পাশের ট্রেনের একটি বগিও লাইনচ্যুত হয়।
আরও পড়ুন, হাওড়ায় গুলিবিদ্ধ হুগলির পুলিশ অফিসার ! সরিয়ে দেওয়া হল চণ্ডীতলা থানার IC-কে..
এরপরেই সাঁতরাগাছি-শালিমার লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়। সকাল সাড়ে ৯টা নাগাদ পদ্মপুকুর স্টেশনের কাছে দুর্ঘটনা ঘটেছিল। সাঁতরাগাছি থেকে শালিমারের দিকে যাচ্ছিল ফাঁকা তিরুপতি এক্সপ্রেস। পাশের লাইন দিয়ে যাচ্ছিল পার্সেল ভ্যান। ক্রসিং পেরোনোর সময় এক্সপ্রেস ট্রেনের সঙ্গে পাশের ট্রেনের পাশাপাশি সংঘর্ষ হয়। লাইনচ্যুত হয় তিরুপতি এক্সপ্রেসের ৫ ও ৬ নম্বর বগি। দুটি ট্রেনই ধীর গতিতে চলায়, যাত্রী না থাকায়, বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছিল।
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
