Job Agitation: 'মেধার সঙ্গে প্রতারণা করে চাকরি বিক্রি', নিয়োগ-আন্দোলনে পুলিশি পদক্ষেপ নিয়ে তরজা
Tet Agitation: এক্সাইড মোড় থেকে ক্যামাক স্ট্রিট পর্যন্ত তুলকালাম। রাস্তায় বসে পড়ে আন্দোলন ২০১৪ সালের টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের।
কলকাতা: নিয়োগের দাবিতে ধুন্ধুমার কলকাতার রাস্তা। এক্সাইড মোড় থেকে ক্যামাক স্ট্রিট পর্যন্ত তুলকালাম। রাস্তায় বসে পড়ে আন্দোলন ২০১৪ সালের টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের। প্রিজন ভ্যানের নীচে শুয়ে পড়ে বিক্ষোভ। এক্সাইড মোড়ে ২০১৪-র টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের জমায়েত-বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার। ঝরল রক্ত। চ্যাংদোলা করে চাকরিপ্রার্থীদের তুলে নিয়ে গেল পুলিশ। প্রিজন ভ্যানের নীচে শুয়ে পড়ে বিক্ষোভ দেখান বেশকিছু বিক্ষোভকারী। তাঁদের টেনে হিঁচড়ে বের করে পুলিশ। পুলিশের তাড়া খেয়ে বহু চাকরিপ্রার্থী ক্যামাক স্ট্রিটের দিকে দৌড়ে যান। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতরের সামনে শুরু হয় অবস্থান। তারপর বিশাল পুলিশ বাহিনী গিয়ে বিক্ষোভকারীদের টেনে হিঁচড়ে সেখান থেকে তুলে দেয়। এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া শোনা গিয়েছে বিরোধীদের মুখে।
বিজেপির ক্ষোভ:
রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, 'হাজার হাজার চাকরিপ্রার্থীদের জীবন যৌবন কেড়ে নিয়েছে এই সরকার। মেধার সঙ্গে প্রতারণা করে চাকরি বিক্রি করেছে এই সরকার। ভারতের সবচেয়ে অসহিষ্ণু সরকার, এদের থেকে মানবিক মুখ আশা করা যায় না। বিভিন্ন সময় চাকরিপ্রার্থী আন্দোলনকারীদের উঠিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। তারপরেও আন্দোলন চলছে। এরপরেও যদি সরকার সবাইকে নিয়ে একজায়গায় না বসে আরও সমস্যা হবে। স্কুলও তো বন্ধের মুখে। সাড়ে তিন লক্ষ শূন্য পদ, তারপরেও সরকার এমন করছে। মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রীকে এগিয়ে আসতে হবে। আদালতের মধ্যস্ততায় এই নিয়োগ করতে হবে। আমরা মনে করি, এই সরকারকে দিয়ে এই নিয়োগ স্বচ্ছতার সঙ্গে হবে না। আদালতের মধ্যস্থতায় কোনও একটা পথ বের করতে হবে।'
তৃণমূলের দাবি:
তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, 'পুলিশ লাঠিচার্জ করেনি। বিক্ষোভকারীর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের দিকে যাচ্ছিল। পুলিশ তাঁদের পুলিশ ভ্যানে টেনে তোলে। চাকরির ব্যাপারে আগেও বলা হয়েছে। টেট পাশ করা প্রার্থীদের চাকরি দেওয়ার উপায় যদি তাঁরা ইন্টারভিউ দেয়। চাকরি পাওয়ার পদ্ধতির মধ্যে দিয়ে যায়। আন্দোলনের মাধ্যমে চাকরি কোনও সরকারই ভাবতে পারে না। তাঁরা দাবি করছেন বলেই চাকরি দিয়ে দিতে হবে এমনতো নয়। পদ্ধতির মধ্যে দিয়েই হবে।'
অভিনেতা এবং সমাজকর্মী বাদশা মৈত্র বলেন, 'আমি কয়েকদিন আগেই গিয়েছিলাম। শুনেছি ওদের সঙ্গে কী হয়েছে। প্রশাসন দিয়ে গায়ের জোরে, পুলিশ দিয়ে এই সমস্যার সমাধান হবে না। এদের সঙ্গে এমন অমানবিক ব্যবহার সভ্য সমাজে মেনে নেওয়া যায় না। ওঁদের সঙ্গে কথা বলে ওদের ন্য়ায্য দাবি যত দ্রুত সম্ভব পূরণ করা হোক।'
অন্যত্রও উত্তেজনা:
অন্যদিকে, সকালেই ২০১৪-র টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের প্রাথমিক শিক্ষা পর্ষদ অফিস অভিযান ঘিরে উত্তেজনা ছড়ায়। সল্টলেকের করুণাময়ীতে জমায়েতের ডাক দেন চাকরিপ্রার্থীরা। সেক্টর ফাইভ মেট্রো স্টেশনেই বিক্ষোভকারীদের আটকে দেয় পুলিশ। আটক বেশ কয়েকজন বিক্ষোভকারী। এদিন চাকরিপ্রার্থীদের অভিযান ঠেকাতে সল্টলেকের বিভিন্ন মেট্রো স্টেশন ও রাস্তার মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে। শিয়ালদা স্টেশনেও তল্লাশি চালায় পুলিশ। বিক্ষোভকারী সন্দেহে বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়।
আরও পড়ুন: 'আমাদের হয় নিয়োগ দিন, নয়তো মৃত্যু দিন', দাবি চাকরিপ্রার্থীদের