Firhad Hakim: ছোটদের ভ্যাকসিন দিতে পারেনি কেন্দ্র, সেই কারণেই স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত: ফিরহাদ হাকিম
সোমবার সাংবাদিক বেঠকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের কারণ হিসেবে এমনটাই জানালেন মেয়র ফিরহাদ হাকিম।
কলকাতা: 'পড়ুয়াদের জীবন বাজি রাখতে পারি না। ছোটদের ভ্যাকসিন দিতে পারেনি কেন্দ্রীয় সরকার (Central Government)। সেই কারণেই স্কুল বন্ধ রাখতে হয়েছে'। সোমবার সাংবাদিক বেঠকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের কারণ হিসেবে এমনটাই জানালেন মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)।
রাজ্যে করোনার (State Corona) বাড়বাড়ন্ত ঠেকাতে আজ থেকেই বিধিনিষেধ জারি। গতকাল ঘোষণা করা হয় আজ থেকে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হবে। গত বছর ১২ ফেব্রুয়ারি ১০ মাস পর খোলে শিক্ষা প্রতিষ্ঠান। এর পর করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় বন্ধ করে দেওয়া হয় স্কুল কলেজ।
গত বছর অক্টোবর মাসে মুখ্যমন্ত্রী জানান নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত কোভিড বিধি মেনে শুরু হবে ক্লাস। এরপর ১৬ নভেম্বর থেকে রাজ্যে খোলে শিক্ষা প্রতিষ্ঠান। এরমধ্যেই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার টেস্ট শেষ হয়েছে। তৃতীয় ঢেউয়ের আশঙ্কার কথা চলতি সপ্তাহেই রাজ্য সরকারের স্বাস্থ্য দফতর। সেই আশঙ্কা থেকেই এবার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।
আর এরপরেই কার্যত ক্ষোভে ফেটে পড়েন একাংশ। পানশালা খুলে রাখা হয়েছে, অথচ কেন বন্ধ করা হল শিক্ষা প্রতিষ্ঠান এই নিয়েই একাধিক প্রশ্ন উঠেছে। এই সাংবাদিক বৈঠকে ফের সেই প্রশ্ন উঠতেই ব্যাখ্যা দিয়েছেন ফিরহাদ হাকিম।
উল্লেখ্য, করোনার বাড়বাড়ন্তের কারণে স্কুলে পঠনপাঠন আপাতত বন্ধ করা হলেও, শিক্ষকরা চাইলে পড়ুয়াদের বাড়ি বাড়ি গিয়ে পড়াশোনা সম্পর্কে খোঁজখবর নিতে পারবেন। দিতে পারবেন স্কুল অ্যাক্টিভিটিজ নিয়ে পরামর্শ। স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে পঠনপাঠন হবে অনলাইনে। বিজ্ঞপ্তি জারি করে জানাল স্কুল শিক্ষা দফতর ও উচ্চ শিক্ষা দফতর।
সাংবাদিক বৈঠকে আর কী কী বললেন মেয়র ফিরহাদ হাকিম
- কলকাতায় ২৫টি মাইক্রো কনটেনমেন্ট জোন
- আবাসনে ৪-৫ জন আক্রান্ত হলেই মাইক্রো কনটেনমেন্ট জোন ঘোষণা
- কনটেনমেন্ট জোন ছাড়াও বাজার, জনবহুল রাস্তায় হবে স্যানিটাইজেশন
- বাজারে মাস্ক ছাড়া বিক্রি নিষিদ্ধ
- ১০-১৫ তারিখের মধ্যে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের লক্ষ্যমাত্রা
- মানুষকে সচেতন করতে পারি, জোর করতে পারি না
- এলাকাভিত্তিক নয়, মাইক্রো কনটেনমেন্ট জোন হচ্ছে আবাসন বা বাড়ি
- ফ্ল্যাটের ক্ষেত্রে মাইক্রো কনটেনমেন্ট জোন ঘোষণা করা হচ্ছে