নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের গাড়িতে ধাক্কা লরির, গুরুতর আহত চার পুলিশ কর্মী-সহ ৫
চার পুলিশ কর্মী ও পুলিশের গাড়ির চালককে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়

সোমনাথ দাস, পশ্চিম মেদিনীপুর: নাইট পেট্রোলিংয়ের সময় পুলিশের গাড়িকে ধাক্কা মারে লরি। গুরুতর আহত চার পুলিশ কর্মী-সহ ৫ জন। গতকাল রাত ২টো নাগাদ শালবনির ভাদুতলায় ৬০ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে খবর, পুলিশের টহলদার গাড়িতে ধাক্কা মারে ১০ চাকার লরি। চার পুলিশ কর্মী ও পুলিশের গাড়ির চালককে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। লরি আটক হলেও, চালক পলাতক।
গত সোমবার নয়ানজুলিতে একই ঘটনা ঘটেছে। এদিন রাতে টহল দেওয়ার সময় প্রবল গতিতে ধেয়ে আসা লরির ধাক্কায় বড়সড় দুর্ঘটনার কবলে পুলিশের ভ্যান। ঘটনাটি ঘটেছে হাওড়ার উলুবেড়িয়ায়। অতর্কিতে ধাক্কা সামলাতে না পেরে নয়ানজুলিতে উল্টে যায় গাড়িটি। আহত চার পুলিশ কর্মী।
জানা গিয়েছে, রাত পৌনে ১টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে হাওড়ার উলুবেড়িয়ায় ৬ নম্বর জাতীয় সড়কে জগন্নাথপুর শ্মশানতলায়। পুলিশ সূত্রে খবর, রাজাপুর থানায় টহলদারি ভ্যানটি কলকাতামুখী লেনে দাঁড়িয়ে ছিল। সেই সময়ই প্রচণ্ড গতিতে আসা একটি লরি ভ্যানের পিছনে ধাক্কা মারে। আহত চার পুলিশ কর্মীকে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে প্রাথমিক চিকিত্সার পর ছেড়ে দেওয়া হয়। যদিও এই ঘটনার পরই লরি নিয়ে চালক পলাতক।
লরির জোরাল ধাক্কায় দুমড়েমুচড়ে যায় পুলিশ ভ্যানটি। দুর্ঘটনার পর বেশ কিছুক্ষণ যানজট দেখা দেয় ১৬ নম্বর জাতীয় সড়কের কলকাতামুখী লেনে। পরে পুলিশ গিয়ে দুর্ঘটনাগ্রস্ত পুলিশভ্যান টিকে উদ্ধার করে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
এদিকে সোমবারই হাওড়ার মহেশতলায় সম্প্রীতি উড়ালপুল থেকে নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায় লরি। চালক আহত হলেও, অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন তিনি। সোমবার ভোর সোয়া ৫টা নাগাদ ডাকঘর মোড়ের কাছে সম্প্রীতি উড়ালপুলের ওপর থেকে নিচে পড়ে যায় ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার লরি। নিয়ন্ত্রণ হারিয়ে বেসামাল হয়ে যায়।
আরও পড়ুন: বেতন বৃদ্ধির দাবিতে SSKM-এ চুক্তিভিত্তিক কর্মীদের আন্দোলন, কর্তৃপক্ষের আশ্বাসে উঠল বিক্ষোভ
আরও পড়ুন: Murshidabad : পদ্মার জলে প্লাবিত গ্রাম, নৌকো চড়ে 'দুয়ারে সরকার' পৌঁছাল দুয়ারেই






















