বেতন বৃদ্ধির দাবিতে SSKM-এ চুক্তিভিত্তিক কর্মীদের আন্দোলন, কর্তৃপক্ষের আশ্বাসে উঠল বিক্ষোভ
তাঁদের দাবি ছিল, শ্রম দফতর থেকে নাম নথিভূক্ত হওয়ায়, স্বাস্থ্য দফতরের সুযোগ সুবিধা থেকে তাঁরা বঞ্চিত।
![বেতন বৃদ্ধির দাবিতে SSKM-এ চুক্তিভিত্তিক কর্মীদের আন্দোলন, কর্তৃপক্ষের আশ্বাসে উঠল বিক্ষোভ kolkata sskm Contract workers strike demanding pay hike, after getting assurance form authority they have withdrawn the protest বেতন বৃদ্ধির দাবিতে SSKM-এ চুক্তিভিত্তিক কর্মীদের আন্দোলন, কর্তৃপক্ষের আশ্বাসে উঠল বিক্ষোভ](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/08/26/711b153ec1fc1aa4c90835f5da412333_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: বুধবার দিনভর SSKM-এ অবস্থান বিক্ষোভ করলেন চুক্তিভিত্তিক কর্মীরা। বেতন-বৃদ্ধি, স্বাস্থ্যকর্মী হিসেবে স্বীকৃতি সহ একগুচ্ছ দাবিতে বিক্ষোভ দেখান তাঁরা। পরে, প্রশাসনের তরফে, বিষয়টি বিবেচনার আশ্বাস পেয়ে, বিক্ষোভ তুলে নেন কর্মীরা।
বেতন বাড়াতে হবে। স্বাস্থ্যকর্মী হিসেবে স্বীকৃতি দিতে হবে। একগুচ্ছ দাবিতে SSKM হাসপাতালের সামনে, চুক্তিভিত্তিক কর্মীদের বিক্ষোভ। গত ৭ দিন ধরে, মেন ব্লকের সামনে অবস্থান করছেন চুক্তিভিত্তিক কর্মীরা।
তাঁদের দাবি, শ্রম দফতর থেকে নাম নথিভূক্ত হওয়ায়, স্বাস্থ্য দফতরের সুযোগ সুবিধা থেকে তাঁরা বঞ্চিত। সেই সব সুযোগ সুবিধার দাবিতে একসপ্তাহ ধরে, এসএসকেএমের মেন ব্লকের সামনে অবস্থান বিক্ষোভ দেখান তাঁরা।
অবশেষে, বুধবার অবস্থান প্রত্যাহার। সূত্রের খবর, প্রশাসনের তরফে আশ্বাস দেওয়া হয়, মুখ্যমন্ত্রী বিষয়টি বিবেচনার জন্য, স্বাস্থ্য সচিবের কাছে পাঠিয়েছেন। এই আশ্বাস পাওয়ার পরই, অবস্থান তুলে নেন কর্মীরা। তবে আপাতত তো আশ্বাস মিলেছে, কিন্তু দাবিদাওয়া মিটবে কবে? তারই অপেক্ষায় এই চুক্তিভিত্তিক কর্মীরা।
চলতি মাসের মাঝামাঝি সময়ে একাধিক দাবিদাওয়া নিয়ে আর জি কর মেডিক্যাল কলেজেপড়ুয়াদের বিক্ষোভ চলতে থাকে। অধ্যক্ষের সঙ্গে আলোচনার পরেও সমাধান সূত্র মেলেনি বলে দাবি করেন পড়ুয়ারা। যদিও তাঁদের কয়েকটি দাবি কর্তৃপক্ষ মেনে নেয়। রাতেই হাসপাতালে যান তৃণমূল সাংসদ শান্তনু সেন। কথা বলেন বিক্ষোভরত পড়ুয়াদের সঙ্গে। আলোচনার মাধ্যমেই রফাসূত্র মিলবে বলে আশাপ্রকাশ করেন সাংসদ।
সূত্রের খবর, কয়েকদিন ধরেই চলছিল অশান্তি। সোমবার থেকে ফের উত্তাল হয় আরজিকর মেডিক্যাল কলেজ। সুপার, ডেপুটি সুপার, অধ্যক্ষকে ঘেরাও করেন পড়ুয়ারা। হাসপাতালের দাবি কোন দাবিতে ঘেরাও? তা জানেই না হাসপাতাল কর্তৃপক্ষ। বারংবার ডাক্তারি পড়ুয়াদের লিখিতভাবে দাবি জানাতে বলা হলেও তাঁরা অনড় বলে অভিযোগ হাসপাতালের।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)