Jalpaiguri: ব্যবসায়ীর ম্যানেজারকে বেধড়ক মারধরের অভিযোগ তৃণমূল সভাপতির বিরুদ্ধে
অভিযোগ, এই কথোপকথনের পরদিনই বেধড়ক মারধর করা হয় ব্যবসায়ীর ম্যানেজার সঞ্জীব শীলকে। রবিবার থানায় অভিযোগ দায়ের করেন তিনি।

রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: ব্যবসায়ীর (Businessman) ম্যানেজারকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল জলপাইগুড়ির মাল গ্রামীণ ব্লক কমিটির তৃণমূল সভাপতির (TMC President) বিরুদ্ধে। ভাইরাল হয়েছে ব্যবসায়ীকে হুমকির কথোপকথনও। যদিও হুমকি দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত তৃণমূল নেতা। ঘটনায় CBI তদন্তের দাবি জানিয়েছে BJP।
জুতোপেটার হুমকি: প্রথমে ব্যবসায়ীকে জুতোপেটার হুমকি! তারপর সেই ব্যবসায়ীর ম্যানেজারকে বেধড়ক মারধরের অভিযোগে বিতর্কে জড়ালেন জলপাইগুড়ির (Jalpaiguri) মাল গ্রামীণ ব্লক কমিটির তৃণমূল সভাপতি। ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করেছেন ব্যবসায়ীর ম্যানেজার। ডুয়ার্সের মালবাজারের (Malbazar) ডামডিম স্টেশন থেকে বাংলাদেশে পাথর রফতানি করেন ব্যবসায়ী শঙ্কর দাস। তাঁর দাবি, সম্প্রতি তাঁকে ফোন করে, হুমকি দেন মাল গ্রামীণ ব্লক কমিটির তৃণমূল সভাপতি সুশীলকুমার প্রসাদ। হুমকির সেই কথোপকথন ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
অভিযোগ, এই কথোপকথনের পরদিনই বেধড়ক মারধর করা হয় ব্যবসায়ীর ম্যানেজার সঞ্জীব শীলকে। রবিবার থানায় অভিযোগ দায়ের করেন তিনি। অভিযোগকারী ব্যবসায়ীর ম্যানেজার সঞ্জীব শীলের কথায় শঙ্করবাবুর আন্ডারে কাজ করি। মাল লোডের সময় হামলা। বলে ডামডিম এলাকায় দেখলেই মারব। আমাকে বলেছে এলাকা ছাড়তে।
বয়ান: অভিযোগকারী ব্যবসায়ী শঙ্কর দাসের কথায়, আমি বৈধ ভাবে ব্যবসা করি। কাটমানি দিয়ে ব্যবসা করতে হচ্ছে। উনি যেহেতু প্রভাবশালী ব্যক্তি, আমি লিগালি ব্যবসা করি, আমাদের লোডিং-এর কাজ হয়। এতদিন সুষ্ঠু করেই চলছিল। দু’রকমের টাকা নিত। হুমকির অডিও ক্লিপ ভাইরাল হলেও, যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত তৃণমূল নেতা।
মাল গ্রামীণ ব্লক কমিটির তৃণমূল কংগ্রেস সভাপতি সুশীলকুমার প্রসাদ বলেন, কাটমানি আদায়ের অভিযোগ সম্পূর্ণ মিথ্যে, টাকা নিয়েছি প্রমাণ দিতে পারলে আমি দলের পদ ছেড়ে দেব, শঙ্কর দাস একজন দালাল উনি এখানে দালালি করেন তাই আমি ধমক দিয়েছি।
জলপাইগুড়ির বিজেপি জেলা সভাপতি বাপি গোস্বামীর কথায়, মালের তৃণমূল নেতা প্রকাশ্যে তোলা তুলছেন। ব্যবসায়ীদের নিরাপত্তা দিতে হবে। অনেক বাবুয়া জড়িত। CBI তদন্ত চাই। এই ঘটনার পর আতঙ্কে ভুগছে ব্যবসায়ী ও তাঁর ম্যানেজারের পরিবার।
উল্লেখ্য, প্রাইমারি থেকে এসএসসি, সব ক্ষেত্রেই কি অযোগ্যদের চাকরি দিতে উত্তরপত্রে কারচুপি করা হয়েছিল? প্রাইমারির ক্ষেত্রে হাইকোর্টের নির্দেশে OMR শিট নষ্টের তদন্ত করবে সিবিআই। অন্যদিকে, এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায়, গতকাল আদালতে উত্তরপত্র নিয়ে চাঞ্চল্যকর দাবি করেছিল সিবিআই।
আরও পড়ুন: Abhishek Banerjee : অভিষেকের অফিসের সামনে থালা বাজিয়ে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ






















