Saugata Roy: 'বিজেপিতে কয়েকটা বাঁদর আছে, দিলীপ ক্লাস এইট পাশ, ফিটার মিস্ত্রি', ফের বিস্ফোরক সৌগত রায়
Saugata Roy Comments: তিনি বলেন, ‘নিজেদের নিয়ন্ত্রণ না করলে কেউ জুতোপেটা করলে দুঃখ করবেন না'। সিপিএম, বিজেপি, কংগ্রেসকে একযোগে আক্রমণ সৌগতর।
সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: ফের বিস্ফোরক সৌগত রায় (Saugata Roy)। এবার দিলীপ ঘোষ (Dilip Ghosh), সুকান্ত মজুমদারকে (Sukanata Majumdar) একযোগে আক্রমণ। দিলীপ ঘোষকে এইট পাস, ফিটার মিস্ত্রি বলে কটাক্ষ। সুকান্তকে দিলীপের সঙ্গে তুলনা করেও আক্রমণ শানান তৃণমূলের বর্ষীয়ান নেতা। তিনি বলেন, ‘নিজেদের নিয়ন্ত্রণ না করলে কেউ জুতোপেটা করলে দুঃখ করবেন না'। সিপিএম, বিজেপি, কংগ্রেসকে একযোগে আক্রমণ সৌগতর। দুর্নীতি-প্রশ্নে সৌগতর নিশানায় পার্থ চট্টোপাধ্যায়ও।
সৌগতর বিস্ফোরক মন্তব্য
"কয়েকটা বাঁদর আছে বিজেপি করে। দিলীপ ঘোষ আর সুকান্ত মজুমদার কী নাম। আগে দিলীপ ঘোষ অশিক্ষিত ছিলেন। ক্লাস এইট পাশ। ফিটার মিস্ত্রি। আমি ভাবতাম যে ও যা ইচ্ছে তাই বলুক। কিন্তু এখন দেখছি সুকান্ত মজুমদার, সে বটানির অধ্যাপক হয়েও সমান উগ্র কথা বলছে। সিপিএম, বিজেপি আর কংগ্রেসের যদি কেউ থাকেন, তাঁদের আমি হুঁশিয়ারি দিয়ে এই ডানলপের মোড়ে বলে যাচ্ছি, এখানকার ৩ বারের সাংসদ হিসেবে, যে আপনারা যদি নিজেদের নিয়ন্ত্রণ না করেন, তাহলে এরপর যদি আপনাদের কেউ জুতোপেটা করে, আপনারা দুঃখ করবেন না। আপত্তি করবেন না।"
অন্যদিকে, দুর্নীতি নিয়েও সুর চড়িয়েছেন সৌগত রায়। পার্থ-অনুব্রত প্রসঙ্গে বলেন, "যার বিরুদ্ধে দুর্নীতির স্পষ্ট অভিযোগ, প্রমাণ আসবে, যেমন পার্থর ক্ষেত্রে এসেছিল, তার তৃণমূল কংগ্রেসে জায়গা হয় না, হতে পারে না, হবে না।'
আরও পড়ুন, একটা পা বাইরে, আরেকটা পা আমি জেলের ভিতরে ঢুকিয়ে দিয়ে আছি, ইঙ্গিতপূর্ণ মন্তব্য উদয়নের
এর আগে কামারহাটিতে সমালোচকদের গায়ের চামড়া দিয়ে পায়ের জুতো তৈরি হবে বলে বিতর্কে জড়িয়েছিলেন তিনি। সৌগত রায় বলেছিলেন, "যারা আমাদের বেশি নিন্দা করছে এরপর আমি বলব, তৃণমূলের সমালোচকদের গায়ের চামড়া দিয়ে পায়ের জুতো তৈরি হবে। এই দিনের জন্য অপেক্ষা করুন।" এরপর পাল্টা দিতে ছাড়েনি বিরোধীরাও। দিলীপ ঘোষ বলেন, "কেউ কেউ বলছেন, আমাদের পিঠের চামড়া গুটিয়ে নাকি জুতো বানাবেন। মাস্টারমশাইয়ের জুতো ছিড়ে গেছে নাকি? কেউ বলছে বদলা নেব। এসবের হিসেব হবে। সুদে আসলে হিসেব হবে। কার চপ্পল জুতো চাই, কার বদলা চাই, পাবলিক দিয়ে দেবে। পাবলিকের মার দুনিয়ার পার। একটা মারও বাইরে পড়বে না।" হুমকি-হুঁশিয়ারি ঘিরে সরগরম রাজ্য রাজনীতি।