West Midnapore: মেদিনীপুরে মেডিক্যাল কলেজে আগুন, পরিস্থিতি নিয়ন্ত্রণে দমকলের ২টো ইঞ্জিন
West Midnapore News: এই ঘটনায় আতঙ্কিত রোগীর পরিবারের লোকজন। পরিস্থিতি সামাল দিতে দমকলের ২টো ইঞ্জিন আসে। ধীরে ধীরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
অলোক সাঁতরা, পশ্চিম মেদিনীপুর: মেদিনীপুর মেডিকেল কলেজে বিদ্যুৎ লাইনে শর্ট সার্কিট থেকে আগুন লাগল। ছুটলো দমকলের দুটি ইঞ্জিন। অনুমান করা হচ্ছে, মেদিনীপুর (Midnapore) মেডিকেল কলেজ হাসপাতালে নতুন বিল্ডিংয়ে শর্ট সার্কিট থেকে আগুন। এই ঘটনায় আতঙ্কিত রোগীর পরিবারের লোকজন। পরিস্থিতি সামাল দিতে দমকলের ২টো ইঞ্জিন আসে। ধীরে ধীরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
ঠিক কী হয়েছিল?
ঘটনাটি ঘটেছে শনিবার দুপুর সাড়ে বারোটা নাগাদ মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের নতুন বিল্ডিং তথা ইন্টিগ্রেটেড ক্লিনিক্যাল বিল্ডিংয়ে। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী লিফটের পাশে থাকা একটি বড় ইলেকট্রিক বোর্ডের হঠাৎ করে বিকট একটি শব্দের পর ধোঁয়া ও আগুনের ঝলকানি দেখতে পান সকলে। ভিড়ে ঠাসা রোগীর পরিবার এর লোকজনরা আতঙ্কিত হয়ে পড়েন তা দেখে। হুলুস্থুল কাণ্ড বেঁধে যায়। হাসপাতাল মারফত খবর যায় দমকলের কাছে। তখনই ছুটে আসে হাসপাতালে অন্যান্য কর্মীরা। নিজেদের চেষ্টাতেই ইলেকট্রিক বন্ধ রেখে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন তাঁরা।
হাসপাতাল ম্যানেজারের বয়ান
হাসপাতালে ফেসিলিটি ম্যানেজার সঞ্জীব কুমার গোস্বামী বলেন,"একটা ইলেকট্রিক বোর্ড থেকে ফ্লাশিং হয়েছিল। কারো কোনো ক্ষতি হয়নি। তবে একটু আতঙ্কিত হয়ে পড়েছিলেন রোগীর পরিবারের লোকজন।'' ঘটনাস্থলে ছুটে আসে দমকলের দুটি ইঞ্জিন। দমকলের কর্মীরা জানান, ''শর্ট সার্কিট থেকে ঘটনাটি ঘটেছিল। সঙ্গে সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। কারো কোনো ক্ষতি হয়নি।
তমলুকে ব্যাঙ্কের ম্যানেজারের বিরুদ্ধে কারচুপির অভিযোগ
ভুয়ো শংসাপত্র দেখিয়ে পদোন্নতি। এমনই অভিযোগ উঠল তমলুক (Tamluk) কৃষি সমবায় ব্যাঙ্কের নন্দীগ্রাম (Nandigram) শাখার ম্যানেজারের (Manager) বিরুদ্ধে। যিনি আবার স্থানীয় বিজেপি (BJP) নেতার স্ত্রী। ঘটনা সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
কী অভিযোগ?
গ্রুপ D পদে যোগ দেওয়ার...১০ বছরেই সমবায় ব্যাঙ্কের ম্যানেজার। আর, রকেট গতিতে এই পদোন্নতি হয়েছে শিক্ষাগত যোগ্যতার ভুয়ো শংসাপত্র দাখিল করে। এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠল পূর্ব মেদিনীপুরের তমলুক কৃষি সমবায় ব্যাঙ্কের নন্দীগ্রাম শাখার ম্যানেজার মহুয়া পালের বিরুদ্ধে।