TMC at Raj Bhavan: 'মুখ খুলুন রাজ্যপাল', মমতাকে নিয়ে দিলীপের বিস্ফোরক মন্তব্যে রাজভবনে ব্রাত্য-কুণালরা
TMC at Raj Bhavan on Dilip Ghosh's Controversy: রাজ্যপাল প্রমাণ করুন, যে উনি বিজেপির নন: কুণাল ঘোষ। মমতাকে নিয়ে দিলীপের বিতর্কিত মন্তব্যের জেরে রাজভবনে তৃণমূলের প্রতিনিধি দল।
কলকাতাঃ মমতাকে নিয়ে দিলীপের বিতর্কিত মন্তব্যের জেরে রাজভবনে (Raj Bhavan) তৃণমূলের প্রতিনিধি দল (TMC)। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (CM Mamata Banerjee) নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগ উঠেছে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের (BJP Leader Dilip Ghosh) বিরুদ্ধে। ইতিমধ্যেই বিজেপি সাংসদের বিস্ফোরক মন্তব্যের জেরে ফুঁসছে রাজ্যের শাসকদল। এদিন বিজেপি সাংসদের বিরুদ্ধে নালিশ জানাতেই রাজ্যভবনে রাজ্যপালের (Governor) দ্বারস্থ হয় ব্রাত্য বসুর নের্তৃত্বে তৃণমূলের ৮ সদস্যের প্রতিনিধি দল। ইতিমধ্যেই আপত্তিকর মন্তব্যের জন্য দিলীপ ঘোষকে গ্রেফতারির দাবি জানিয়েছেন তৃণমূলের সর্ব ভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) -সহ শীর্ষ নের্তৃত্ব।
আরও পড়ুন, পঞ্চায়েত ভোটে রক্তের বদলে ঝরবে রক্ত, তৃণমূলকে হুঁশিয়ারি বিজেপি নেতার
রাজ্যপাল প্রমাণ করুন, যে উনি বিজেপির নন: কুণাল ঘোষ
বৃহস্পতিবার রাজভবনের সামনে দাঁড়িয়ে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেছেন, 'এই ইস্যুতে এবার মুখ খুলুন রাজ্যপাল (WB Governor Jagdeep Dhankhar) । রাজ্যপাল প্রমাণ করুন, যে উনি বিজেপির নন। দেখব উনি কী করেন।' তিনি আরও বলেন, দিলীপ ঘোষকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।' ইতিমধ্যেই দিলীপ ঘোষের বিরুদ্ধে মমতাকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে গ্রেফতারির দাবি উঠেছে। একে তো গত কয়েক দিন আগে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অভিযোগ জানিয়ে, সম্প্রতি রাজভবনে রাজ্যপালের দ্বারস্থ হয় রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর নের্তৃত্বে তৃণমূলের প্রতিনিধি দল। কিন্তু তারপরেও কিছু বিশেষ পট পরিবর্তন হয়নি। আর ঠিক তারপরে পরেই দেশের মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়কে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে এবার কাঠগড়ায় দিলীপ ঘোষ।
ক্ষমতা থাকলে গ্রেফতার করুকঃ দিলীপ ঘোষ
ঠিক কী বলেছিলেন দিলীপ ঘোষ ? রাজ্য তৃণমূল কংগ্রেসের সম্পাদক কুণাল ঘোষ অভিযোগ জানিয়ে বলেছেন, 'দিলীপ ঘোষ বলেছেন মমতা বন্দ্য়োপাধ্যায়ের মা-বাবার ঠিক নেই। এ ধরণের মন্তব্য নিন্দনীয়।' যদিও যাকে নিয়ে এত কাণ্ড, সেই দিলীপ ঘোষ নিজের জায়গায় অনড়। তিনি বলেছেন, 'ক্ষমতা থাকলে গ্রেফতার করুক'। প্রসঙ্গত, গত কিছুদিন ধরে সময় ভাল যাচ্ছে না বিজেপি সাংসদদের, চাপান উতোর রাজনৈতিক মহলে। সম্প্রতি পয়গম্বরকে নিয়ে বিজেপি নেত্রী নুপুর শর্মার বিতর্কিত মন্তব্যের জেরে উত্তাল দেশ। আগুন জ্বলেছে একাধিক রাজ্যে। এমনকি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন রাজস্থানের উদয়পুরের বাসিন্দা। তার বিরুদ্ধে গ্রেফতারির দাবি উঠেছে। আর এহেন পরিস্থিতিতেই ফের বিজেপি নেতা দিলীপ ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলে গ্রেফতারির দাবিতে ঘাসফুল শিবির।