TMC : তৃণমূলের বরো চেয়ারম্য়ানকে গুলি করে, বোমা মেরে খুনের হুমকি !
Sushanta Ghosh received death threat : রবিবার সকালে ফোনে তাঁকে খুনের হুমকি দেয় তনয় সামন্ত ওরফে হাতকাটা গুড্ডু নামে এক দুষ্কৃতী, যে সোনা পাপ্পু নামে আরেক দুষ্কৃতীর শাগরেদ।
অর্ণব মুখোপাধ্যায়, আবির দত্ত, কলকাতা : ফোনে তৃণমূলের 9tmc) বরো চেয়ারম্য়ানকে গুলি করে, বোমা মেরে খুনের হুমকি ! এমনই অভিযোগ করেছেন, ১২ নম্বর বরোর চেয়ারম্যান ও ১০৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ (Sushanta Ghosh) । তাঁর দাবি, রবিবার সকালে ফোনে তাঁকে খুনের হুমকি দেয় তনয় সামন্ত ওরফে হাতকাটা গুড্ডু নামে এক দুষ্কৃতী, যে সোনা পাপ্পু নামে আরেক দুষ্কৃতীর শাগরেদ।
মূল দোষী এখনও অধরা
তৃণমূল নেতা ও ১২ নম্বর বরো চেয়ারম্যান সুশান্ত ঘোষ বলেন, ' সকাল ৬ টা থেকে বেশ কয়েকটি মিসডকল। ফোন ধরলে আশ্রাব্য ভাষায় গালাগাল। খুনের হুমকি। একজনকে গ্রেফতার করেছে পুলিশ। মূল দোষী এখনও অধরা । অসামাজিক করত, পরে এলাকা ছেড়ে চলে যায়। সোনা পাপ্পুর সঙ্গে যোগ রয়েছে। ওই সব মদত দিচ্ছে।'
কসবা থানায় অভিযোগ দায়ের করেছেন তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ। ১২ নম্বর বরো চেয়ারম্যানের দাবি, এর আগেও গুড্ডুর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়।
এদিকে অভিযুক্ত সোনা পাপ্পুর বক্তব্য, 'এর আগেও আমার নামে অভিযোগ করা হয়েছিল। আদতে সুশান্ত ঘোষ নিজে সরকারি জমি দখলের চক্র চালাচ্ছে। '
এর আগে কলকাতা পুরসভার (Kolkata municipal corporation) ১০৭ নম্বর ওয়ার্ডের দু’বারের কাউন্সিলর ছিলেন সুশান্ত। ১২ নম্বর বোরোর চেয়ারম্যান ছিলেন তিনি। সামলেছেন মেয়র পারিষদের দায়িত্বও। এখন তিনি সামলান ১০৮ নম্বর ওয়ার্ড। এভাবে হুমকি পাওয়ায় কার্যত বিরক্ত তিনি।
তৃণমূল নেতার অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত গুডডুর এক সঙ্গীকে গ্রেফতার করেছে কসবা থানার পুলিশ। তবে এখনও অধরা মূল অভিযুক্ত গুডডু। পুলিশ সূত্রে খবর, সোনারপুর থেকে ফোনে সুশান্ত ঘোষকে হুমকি দেওয়া হয়। কী কারণে হুমকি? তা খতিয়ে দেখা হচ্ছে।
মাথা যন্ত্রণায় জেরবার? ঘরোয়া উপায়ে নিরাময় পাবেন কীভাবে?
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন