Chandrima Bhattacharya : 'প্রতিহিংসায় নেতা-কর্মীর শারীরিক ও মানসিক ক্ষতি হলে দায়ী থাকবে সিবিআই-ইডি', হুঁশিয়ারি চন্দ্রিমার
TMC : পার্থ চট্টোপাধ্যায়কে ইডির ম্যারাথন জিজ্ঞাসাবাদ ও রাতের দিকে পার্থ ঘনিষ্ঠের বাড়ি থেকে বিপুল অর্থ উদ্ধার নিয়ে অবশ্য খোঁচা দিতে ছাড়ছেন না বিরোধীরা।
![Chandrima Bhattacharya : 'প্রতিহিংসায় নেতা-কর্মীর শারীরিক ও মানসিক ক্ষতি হলে দায়ী থাকবে সিবিআই-ইডি', হুঁশিয়ারি চন্দ্রিমার TMC Chandrima Bhattacharya Slams Central Agencies says Vindictive policy behind quizzing Chandrima Bhattacharya : 'প্রতিহিংসায় নেতা-কর্মীর শারীরিক ও মানসিক ক্ষতি হলে দায়ী থাকবে সিবিআই-ইডি', হুঁশিয়ারি চন্দ্রিমার](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/22/d434833085d026960c5d26101ce85bd11658512754_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা : এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় একযোগে রাজ্যের ১৪টি জায়গায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) অভিযান। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি, পিংলায় তাঁর এক আত্মীয়র বাড়ি সহ নিউ ব্যারাকপুরে পার্থ চট্টোপাধ্যায়ের আপ্ত সহায়কের বাড়িতে অভিযান চালায় ইডি। ১৪ ঘণ্টার বেশি সময় ধরে পার্থ চট্টোপাধ্যায়কে ইডি-জিজ্ঞাসাবাদ জারি। তার মাঝেই পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতে যান ৩ চিকিৎসক। রাতের দিকে পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে প্রায় ২০ কোটি টাকা, বিদেশি মুদ্রা, সোনা উদ্ধার হওয়ার কথা জানায় ইডি। যে তথ্য সামনে আসার পরই শুভেন্দু অধিকারী পার্থ ঘনিষ্ঠকে তৃণমূলের প্রচারেও দেখা গিয়েছে বলে অভিযোগ করেন। যার পাল্টা দলের সঙ্গে অর্পিতা মুখোপাধ্যায়ের কোনও যোগ নেই বলেই জানান তৃণমূলের মুখপত্র কুণাল ঘোষ।
পার্থ-র পাশে চন্দ্রিমা
গোটা ইস্যুতে তৃণমূল কংগ্রেস যে এখনও রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের পাশেই রয়েছে সেটা তৃণমূল কংগ্রেসের পক্ষে সন্ধের দিকে সাংবাদিক সম্মেলন করে বুঝিয়ে দেন দলের নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি সাফ জানান, 'প্রতিহিংসার রাজনীতির জন্য এমনটা করা হচ্ছে। এর ফলে দলের কোনও নেতা-কর্মীর শারীরিক বা মানসিক ক্ষতি হলে তৃণমূল ছেড়ে কথা বলবে না। আর তেমনটা হলে দায়ী থাকবে ইডি-সিবিআইয়ের মতো কেন্দ্রীয় সংস্থা।' যদিও গোটা ইস্যুতে পার্থ চট্টোপাধ্যায় ও তৃণমূল সরকারকে খোঁচা দিতে ছাড়েনি বিরোধীরা।
পার্থকে খোঁচা সুজন চক্রবর্তীর
ইডির তল্লাশি প্রসঙ্গে বাম নেতা সুজন চক্রবর্তী বলেন, 'ইডি-র আরও অনেক আগে ডাকা উচিত ছিল। অপরাধ করলে, জেলের ভাত খেতে হবেই। কিন্তু, দার্জিলিঙের চায়ে পে চর্চায় কী ডিল হল? মুখ্যমন্ত্রী তো বোঝা গেল বিজেপিকে সাহায্য করতে উপরাষ্ট্রপতি ভোটে ভোটদান থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিলেন। তার পরিবর্তে শুধু ভাইপোর নাম কয়লা পাচারকাণ্ডের চার্জশিট থেকে বাদ, শুধু এটুকুই? পিসি কি শুধুই পিসি-ভাইপোর জন্য ভাবছেন?'
সুকান্ত মজুমদারের খোঁচা
রাজ্য বিজেপির সভাপতির খোঁচা, 'হিন্দি সিনেমা বা অন্যান্য সিনেমায় আমরা দেখতাম ভিলেনের বাড়ি ইডি-সিবিআই যখন যায় বা পুলিশ যায়, তখন তাঁরা অসুস্থ হয়ে যায়।' প্রখ্যাত হিন্দি চলচ্চিত্র 'নায়ক'-এর প্রসঙ্গ টেনে সুকান্ত মজুমদারের সংযোজন, 'একজন সাংবাদিকের মুখ্যমন্ত্রী হওয়ার প্রেক্ষাপটে তৈরি সিনেমাতেও আমরা তেমন দৃশ্য দেখেছি। তাই যেটা দেখছি সেটা বাস্তব না সিনেমা সেটা আগামী দিনে বোঝা যাবে।'
পার্থ চট্টোপাধ্যায়ের পাশাপাশি তৃণমূল সরকারকে কাঠগড়ায় তুলে সুকান্ত মজুমদার বলেন, 'এই সরকারের উপর থেকে নিচ, কেউ বাকি নেই যাঁর গায়ে চোরের তকমা লাগেনি। নিজেদের নামে না রেখে আত্মীয়-স্বজনের নামে যাবতীয় অর্থ গচ্ছিত করে রাখেন এইসব নেতারা।'
আরও পড়ুন- পার্থ ঘনিষ্ঠ অর্পিতার বাড়ি থেকে উদ্ধার ২০ কোটি টাকা! 'এসএসসি দুর্নীতি যোগ' জানাল ইডি
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)