Abhishek Banerjee: কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ, 'এই টাকা কারও পৈতৃক সম্পত্তি নয়', সরাসরি মোদিকে নিশানা অভিষেকের
TMC Delhi Chalo: কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার এবং রাজ্যের বিজেপি নেতাদের তীব্র আক্রমণ করলেন তিনি।
কলকাতা: দিল্লিতে ধর্না কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে ফের আক্রমণাত্মক ভঙ্গিতে ধরা দিলেন তৃণমূলের (TMC) সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার এবং রাজ্যের বিজেপি (BJP) নেতাদের তীব্র আক্রমণ করলেন তিনি। বাংলা পরাজিত হয়েই রাজ্যের মানুষের প্রাপ্য আটকে রেখে প্রতিহিংসা চরিতার্থ করা হচ্ছে বলে অভিযোগ করলেন তিনি। বললেন, "বিজেপি নেতারা কথায় কথায় বলেন, 'মোদিজি টাকা পাঠিয়েছেন'। প্রধানমন্ত্রীর প্রতি সম্মান রেখেই বলছি, এই টাকা কারও পৈতৃক সম্পত্তি নয়। জিএসটি বাবদ রাজ্য থেকে ১ লক্ষ কোটি টাকা নিয়ে যায় কেন্দ্র।"
১০০ দিনের কাজ, আবাস এবং সড়ক যোজনার টাকা আটকে রাখার অভিযোগে, কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে দিল্লিতে দু'দিনের ধর্না কর্মসূচি রয়েছে তৃণমূলের। রবিবার দুপুরে সেই উপলক্ষে রাজধানী উড়ে যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে সংবাদমাধ্যমের মুখোমুখি হন অভিষেক। আর সেখানেই কেন্দ্রের বিজেপি সরকার এবং রাজ্যে গেরুয়া শিবিরের নেতাদের তীব্র আক্রমণ করেন তিনি।
এদিন অভিষেক বলেন, "এপ্রিল মাসে আমাদের সাংসদরা দিল্লিতে গিরিরাজ সিংহের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। কিন্তু দফতরে থাকা সত্ত্বেও আমাদের সঙ্গে দেখা করেননি তিনি। গত দু'বছরের ঘটনাপ্রবাহে প্রমাণিত যে, গায়ের জোরে বাংলার মানুষের টাকা আটকে রেখেছে। দু'দিন আগে রাজ্য বিজেপি-র সভাপতি সুকান্ত মজুমদার সাংবাদিক বৈঠকে বলেন, 'আন্দোলন করে কিছু হবে না। আমি একটা ফোন করলেই টাকা চলে আসবে।' সেটা তাহলে জানতে হয়। গিরিরাজ কার কথায় পরিচালিত হচ্ছেন, কাজের মাধ্যমেই সেটা জানাতে হবে ওঁকে।"
আরও পড়ুন: TMC: ঝাড়খণ্ডে দুর্ঘটনার কবলে ১০০ দিনের কর্মীদের বাস, ফিরে যাওয়ার নির্দেশ TMC নেতৃত্বের
নির্বাচনী লড়াইয়ে পেরে উঠতে পারেনি বলেই উদ্দেশ্যপ্রণোদিত ভাবে, নিজেদের রাজনৈতিক স্বার্থে বাংলাকে তার প্রাপ্য থেকে বঞ্চিত করা হচ্ছে বলেও অভিযোগ করেন অভিষেক। এ প্রসঙ্গে বৃষ্টিতে ধসে পড়ে সাম্প্রতিক প্রাণহানির কথাও টানেন অভিষেক। ভারী বর্ষণে দেওয়াল চাপা পড়ে যাঁদের মৃত্যু হয়েছে, যাঁরা এই টাকা আটকেছেন, দিল্লিতে গিয়ে দালালি করে টাকা বন্ধ করে দিতে বলেছেন, তাঁদের সকলের হাতে রক্ত লেগে রয়েছে। বিষয়টি নিয়ে পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত, প্রয়োজনে গিরিরাজ সিংহকেও গ্রেফতার করা উচিত বলে মন্তব্য করেন গিরিরাজ।
এদিন অভিষেক আরও বলেন, "জল, রাস্তা, বাড়ি, শিক্ষা, ১০০ দিনের কাজের টাকা বন্ধ থাকবে। আর ২০ হাজার কোটি টাকা খরচ করে প্রধানমন্ত্রীর বাসভবন হবে, আর আবাসের দেড় লক্ষ টাকা পাবেন না সাধারণ মানুষ! এই স্বৈরাচারিতা থাকতে পারে না। ভাবছে অনন্তকাল ক্ষমতায় থাকবে, মানুষকে বিভ্রান্ত, বঞ্চিত করে রাখবে। মানুষ ক্ষমতায় এনেছেন, মানুষই টেনে নামাবেন। গণতন্ত্রে মানুষইউ শেষ কথা।" কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে শুধু দু'দিনের এই কর্মসূচি নয়, প্রয়োজনে অনন্তকাল ধরে আন্দোলন চলবে বলেও এদিন জানিয়ে দেন অভিষেক।