Aroop Biswas on Municipal Election : '২ হাজার ভোটকে ২ হাজার ৫০ করতে যাবেন না' দলীয় কর্মীদের বার্তা অরূপ বিশ্বাসের, খোঁচা বিরোধীদের
রাজ্য বিজেপির নেতা শমীক ভট্টাচার্য-র কটাক্ষ, অতি উৎসাহে হিসেব গণ্ডগোল হয়ে যাচ্ছে।
বর্ধমান : দলীয় বেঠকে তৃণমূল (TMC) নেতা অরূপ বিশ্বাসে (Aroop Biswas) কড়া বার্তা নিয়ে পুরভোটের (Municipal Election 2022) প্রাক্কালে তুঙ্গে রাজনৈতিক চাপানউতোর। বর্ধমানে দলীয় বৈঠকে রাজ্যের মন্ত্রী দলীয় কর্মী-সমর্থকদের বার্তা দেওয়ার সময় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশ ও গণতন্ত্রের পুজোর কথা মনে করিয়ে দিয়ে বলেছেন, 'আমরা ভোটে জিতব। তবে ২ হাজার ভোটে জিতলেই হবে, বা ৩ হাজার ভোটে জিতলেই হবে। কিন্তু ২ হাজারকে ২ হাজার ৫০ করতে যাবেন না। এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ, এটাই গণতন্ত্রের পুজো’।
পুরভোটে জয়ের মার্জিন প্রসঙ্গে দলীয় কর্মী-সমর্থকদের রাজ্যের মন্ত্রীর কড়া বার্তা প্রসঙ্গে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসকে কাঠগড়ায় তুলে পুরভোটে ভোটলুঠের অভিযোগ শানিয়েছে বিরোধীরা। রাজ্য বিজেপির (BJP) নেতা শমীক ভট্টাচার্য বলেছেন, 'অতি উৎসাহে হিসেব গণ্ডগোল হয়ে যাচ্ছে। বিজেপিকে নিচে নামাতে হবে, বামেদের দুইয়ে রাখতে হবে, এরকম অনেক হিসেব-নিকেষ করে কাজ করতে হচ্ছে যে।'
কিছুদিনের মধ্যেই রাজ্যের ১০৮টি পুরসভায় নির্বাচন। যার আগেই বেশ কিছু জায়গায় ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই জয় পেয়ে গিয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল। কলকাতা পুরসভার (Kolkata Municipality) পর সদ্য হয়ে যাওয়া বিধাননগর (Bidhannagar Municipality), শিলিগুড়ি (Siliguri Municipality), আসানসোল (Asansol Municipality) ও চন্দননগর (Chandannagar Municipality) চার জায়গাতেই পুরসভা দখল করেছে রাজ্যের শাসকদল। তবে বিরোধীরা একযোগে অভিযোগ শানিয়ে চলেছে যে সন্ত্রাস, ভয়ের আবহ তৈরি করে গণতন্ত্রের প্রতি অসম্মান করছে রাজ্যের শাসকদল। যদিও প্রার্থী জোগাড় করতে না পেরে এমন কথাবার্তা বিরোধীরা বলছে জানিয়ে যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছে ঘাসফুল শিবির।
এদিকে, পুরভোটের প্রাক্কালে এই মুহূর্তে বিক্ষুব্ধ কাঁটায় জর্জরিত রাজ্যের শাসকদল। একাধিক জায়গাতেই তৃণমূল কংগ্রেসের সরকারি তালিকা এড়িয়ে ভোটে দাঁড়ানো নির্দলদের দল থেকে বহিষ্কারের প্রক্রিয়া চলছে রাজ্যজুড়ে। এর মাঝেই দলীয় কর্মীদের কড়া বার্তা দিলেন অরূপ বিশ্বাস।
আরও পড়ুন- 'গরিবের দল তৃণমূল' বৈভব কমিয়ে নবীন-প্রবীণ সবাইকে নিয়ে চলার বার্তা মমতার