Shashi Panja: 'দল করবেন, উপদল করা চলবে না..', কাকে নিশানা শশী পাঁজার ?
Shashi Panjas Controversial Speech: 'দল করবেন, উপদল করবেন না ' , নাম না করে কাকে নিশানা শশী পাঁজার ?

কলকাতা: 'যারা CPM থেকে এসেছে, বিজেপি ঘুরে এসেছে, তারা ছড়ি ঘোরালে পুরনো কর্মী হিসেবে দুঃখ হয়, গতকাল এই মন্তব্য কুণাল ঘোষের। আজ কোনও নাম না করেই শশী পাঁজা বললেন, 'দল করবেন, উপদল করবেন না।'
আরও পড়ুন, '১ দিন ঘুরে, ফোটোশ্যুট করে পালিয়ে গিয়েছে' ! উত্তরবঙ্গে গিয়ে কাকে নিশানা মুখ্যমন্ত্রীর ?
'কুণাল ঘোষের দুঃখ'
মূলত ,গতকাল কুণাল ঘোষ বলেছিলেন, 'আমাদের যারা সিনিয়র, তাঁদের সম্মান দিয়ে চলতে হবে। যারা অন্য দল থেকে আসছে, সিপিএম থেকে আসছে। বিজেপি ঘুরে আসছে। তাঁরা যদি এসে ছড়ি ঘুরিয়ে জ্ঞান দিতে আরম্ভ করে, তাহলে পুরনো কর্মীদের দুঃখ হয়' (পুরনো কর্মী কথাটা বলতে বলতে নিজের দিকে ইঙ্গিত করেন)। আসলে একটা কাজ খারাপ। খারাপটাকে খারাপ বলতে হবে। খারাপটাকে আমরা খারাপ বলি। খারাপটাকে যদি খারাপ না বলা হয়, তাহলে শুধরে নিয়ে ভাল করা যাবে না। ..তাহলে ৯৯টা হচ্ছে ভাল। একটা হচ্ছে খারাপ। বা অসম্পূর্ণ। বা জটিলতা বা সমস্যা। কিন্তু আমরা এই খারাপগুলির সংশোধনটাও, মমতা বন্দ্যোপাধ্যায়ের নের্তৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে, তৃণমূল কংগ্রেস পরিবার, এটা এইভাবে এগিয়ে চলেছে।'
'দল করবেন, উপদল করবেন না'
এদিন নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা বলেন, 'দল আমার উর্ধ্বে। আমি দলের উর্ধ্বে নই। ...দল করবেন, উপদল করবেন না, উপদল করা চলবে না। ঔদ্ধত্যর জন্যই দলের মধ্যে উপদলীয় বিষয়। দল দেখবে, দলের শৃঙ্খলারক্ষা কমিটি আছে', বার্তা শশী পাঁজার।
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)


















