Udayan Guha : নিশীথের গোঁফ-দাড়ি উপড়ে নেওয়ার মন্তব্য প্রত্যাহার করলেন উদয়ন, পাল্টা দিলেন জেলে পাঠানোর হুমকি
পঞ্চায়েত ভোটকে পাখির চোখ করে যখন সব রাজনৈতিক দলের নেতারাই কর্মীদের চাঙ্গা করতে ব্যস্ত, তখন উদয়নের মুখে বারবার বিরোধী পক্ষ ও নেতাদের হুমকি!
শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: ভোটের মুখে বারবার বেলাগাম হয়েছেন উদয়ন গুহ (Udayan Guha)। পঞ্চায়েত ভোটকে পাখির চোখ করে যখন সব রাজনৈতিক দলের নেতারাই কর্মীদের চাঙ্গা করতে ব্যস্ত, তখন উদয়নের মুখে বারবার বিরোধী পক্ষ ও নেতাদের হুমকি! কিছুদিন আগে তিনি বলেছিলেন, তৃণমূল না চাইলে , বিজেপি কোথাও প্রার্থী দিতেও পারবে না। এর আগে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের গোঁফ-দাড়ি উপড়ে নেওয়ার হুমকি দেন। তা নিয়ে বিরোধী পক্ষের নেতারা কড়া সমালোচনা করেন। অবশেষে সেই মন্তব্য প্রত্যাহার করে নিলেন উদয়ন। কিন্তু নিশীথকে দিলেন নতুন হুঁশিয়ারি ।
উদয়ন গুহর বিতর্কিত মন্তব্য
কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে জেলে পাঠানোর হুমকি দিলেন এবার উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী। নিশীথের চেয়ার সরিয়ে দেওয়ার হুঙ্কার দিলেন উদয়ন গুহ। উদয়ন গুহর বিতর্কিত মন্তব্যের বিরুদ্ধে সরব হয়ে শিলিগুড়ি থানায় (Siliguri Police Station) অভিযোগ দায়ের করেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। দিনহাটার শুকারুরকুঠি গ্রাম পঞ্চায়েতে এক সভায় বক্তব্য রাখতে গিয়ে এমনটাই বললেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। ‘ভোটে জেতার পরে আর এলাকায় ঢোকেননি নিশীথ প্রামাণিক। দাড়ি-গোঁফ উপড়ে ফেলার ব্যবস্থা করতে হবে’ কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর দাড়ি-গোঁফ উপড়ে ফেলার ফরমান দেন উদয়ন। কোচবিহারে দেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের উদ্দেশে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ-র বিতর্কিত মন্তব্য নিয়ে ইতিমধ্যেই তোলপাড় রাজ্য রাজনীতি। তার মধ্যে আবার উদয়ন গুহ-র করা মন্তব্যের বিরুদ্ধে সরব হয়ে পুলিশের দ্বারস্থ হন বিজেপির রাজ্য সম্পাদক শঙ্কর ঘোষ (Shankar Ghosh)।
হুমকি-হুঁশিয়ারির পারদ চড়ছেই
প্রসঙ্গত, আগামী বছর ফেব্রুয়ারি বা এপ্রিলে হতে পারে পঞ্চায়েত ভোট তবে এখন থেকেই চড়তে শুরু করেছে হুমকি-হুঁশিয়ারির পারদ। ২০১৮ সালের পঞ্চায়েত ভোটে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সামনে এসেছিল হিংসার ছবি। সেই ভোট হয়েছিল রাজ্য পুলিশ দিয়ে। এবারের পঞ্চায়েত ভোটও, রাজ্য পুলিশ দিয়েই হতে চলেছে বলে, রাজ্য প্রশাসন ও রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর। যা শুনে বিরোধীরা প্রশ্ন তুলছে, ২০২৩’এও তাহলে ২০১৮’র পুনরাবৃত্তি হবে না তো? এই প্রেক্ষাপটেই পঞ্চায়েত প্রসঙ্গে, বারবার হুমকির সুর শোনা যা চ্ছে দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহর গলায়। কিছুদিন আগেই উদয়ন গুহ (Udayan Guha) এবং তৃণমূলের (TMC) প্রাক্তন জেলা সভাপতি পার্থপ্রতিম রায়ের মুখে শোনা গিয়েছিল দাঁত উপড়ে নেওয়ার হুমকি। শাসকদলকে পাল্টা আক্রমণ করেছে বিরোধীরা।
যদি এখানে বিজেপি প্রার্থী দেয়, তাহলে শাস্তি হবে আমার নেতাদের : উদয়ন
এছাড়াও একের পর এক হুমকি দিয়ে ভোটের আগে সভা সরগরম করছেন উদয়ন। সম্প্রতি নিজের দলের কর্মীদেরই হুঁশিয়ার করে, আদতে বিরোধীদেরও স্পষ্ট বার্তা দেন তৃণমূল বিধায়ক ও উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। সেই বক্তব্যই এখন ভাইরাল। যার সত্যতা অবশ্য যাচাই করেনি এবিপি আনন্দ। ভাইরাল ভিডিওটিতে দেখা গিয়েছে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী ও দিনহাটা তৃণমূল বিধায়কের হুঁশিয়ারি, 'বিজেপি প্রার্থী দিতে পারবে তখনই, যখন আতিয়ালডাঙার ২টি আসনে, আমাদের লোকেরা বিজেপিকে গিয়ে বলবে, তোমরা দাঁড়াও, আমরা আছি। তখন বিজেপি প্রার্থী দিতে পারবে। তাই যদি এখানে বিজেপি প্রার্থী দেয়, তাহলে শাস্তি হবে আমার নেতাদের।'
আরও পড়ুন- তোলা না দেওয়ায় অপবাদ, সামাজিক বয়কট! সোনারপুরে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ