Madan Mitra: ‘অধিকারী থেকে শাস্ত্রী হয়েছেন, হাতও গুনছেন আজকাল,’ ডিসেম্বর ডেডলাইন নিয়ে শুভেন্দুকে কটাক্ষ মদনের
Suvendu Adhikari: বৃহস্পতির পর শুক্রবারেও শুভেন্দুর মুখে উঠে এসেছে ডিসেম্বর ডেডলাইন। গোটা ডিসেম্বর মাসই তাৎপর্যপূর্ণ বলে মন্তব্য করেছেন তিনি।
বিটন চক্রবর্তী, ভাস্কর মুখোপাধ্যায় ও কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: রাজ্যে শাসক বনাম বিরোধী তরজায় বার বার উঠে আসছে ডিসেম্বর ডেডলাইন। ডিসেম্বর মাস বঙ্গ রাজনীতির (December Deadline) জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে বলে আরও একবার মন্তব্য করেছেন বিরোধী দলনেতা (BJP) শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তা নিয়ে এ বার তাঁকে কটাক্ষ করলেন কামারহাটির তৃণমূল (TMC) বিধায়ক মদন মিত্র (Madan Mitra)। শুভেন্দু অধিকারী এখন শুভেন্দু 'শাস্ত্রী' হয়েছেন বলে মন্তব্য করেছেন মদন।
শাসক বনাম বিরোধী তরজায় বার বার উঠে আসছে ডিসেম্বর ডেডলাইন
বৃহস্পতির পর শুক্রবারেও শুভেন্দুর মুখে উঠে এসেছে ডিসেম্বর ডেডলাইন। গোটা ডিসেম্বর মাসই তাৎপর্যপূর্ণ বলে মন্তব্য করেছেন তিনি। তাতেই মদনের টিপ্পনি, "শুভেন্দু অধিকারী থেকে শুভেন্দু শাস্ত্রী হয়ে গিয়েছে। হাত গোনায় চলে গেল। শুভেন্দু বাস্তব কথাটা তুলে ধরেছে। বিজেপি এখন পুরোপুরি চুন্নি পান্না, ধারনের উপর চলে গিয়েছে। না হলে এইরকম ভাবে ডেট বলে?"
গুজরাতে বিজেপি-র জয়ের পর বৃহস্পতিবার শুভেন্দু জানান, চলতি বছরের ১২, ১৪ এবং ২১ ডিসেম্বর-এই তিনটি দিন গুরুত্বপূর্ণ হতে চলেছে। শুক্রবার আবার বলেছেন, গোটা ডিসেম্বর মাসই তাৎপর্যপূর্ণ। তাতে আরও জোর পেয়েছে জল্পনা। তা নিয়ে সিপিএম-এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীও কটাক্ষ করেন। প্রশ্ন তোলেন, "৩টে দিন উষ্ণতম হবে না আরও শীতলতম?"
গত কয়েকমাস ধরেই, বারে বারে ডিসেম্বর নিয়ে নতুন নতুন সব হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু। গত অগাস্ট মাসে তিনি বলেন, "আমি বলছি, ডিসেম্বর মাসে এই সরকার কার্যত থাকবে না।" ২৩ নভেম্বর ফের বলেন, "আমি বলছি, বড় চোর ধরা পড়বে ডিসেম্বরে। আবার বলছি। আমরা বলছি, এই রাজ্যের সবচেয়ে বড় চোর, যিনি যাবেন।" বার বার এই ডিসেম্বর ডেডলাইন ঘিরে কৌতুহলের পারদও বেড়েছে পাল্লা দিয়ে।
গত কয়েকমাস ধরেই, বারে বারে ডিসেম্বর নিয়ে নতুন নতুন সব হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু
যদিও, বিরোধী দলনেতার হুঁশিয়ারিতে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। দলের বিধায়ক তাপস রায় বলেন, "ওসব কিছু হবে না, ওগুলি দলের কাছে বিশ্বাসযোগ্যতা বাড়ানোর জন্য বলছেন, যা হবে তা দেখা যাবে। কোনওকিছু হলে বুঝতে হবে, বিজেপি পিছন থেকে নিয়ন্ত্রণ করছে। আগে টার্ম সেপ্টেম্বর শুনতাম, এখন ডিসেম্বর শুনছি।" তাই রাজ্যে শীতের আমেজ যতই থাক, ডিসেম্বর-সাসপেন্সে রাজ্য রাজনীতি এখন উত্তপ্ত।