Saokat Molla : 'কলকাতা পুলিশের দুই-একজন অফিসার তোলাবাজিতে যুক্ত, পুলিশের কলঙ্ক', সরব খোদ TMC বিধায়ক
Kolkata Police: লোকসভা নির্বাচনে ভাঙড় ও ক্যানিং পূর্ব বিধানসভায় শান্তিপূর্ণ ভোট করানোর জন্য প্রশংসা করেন কলকাতা পুলিশের।
ভাঙড় : দলীয় সভা থেকে এবার পুলিশকে নিশানা বিধায়ক সওকত মোল্লার । 'কলকাতা পুলিশের একাংশ তোলাবাজিতে যুক্ত, তারা পুলিশের কলঙ্ক ', ভাঙড়ের বিজয়গঞ্জ বাজারে দলীয় সভা থেকে ঠিক এই ভাষাতেই পুলিশকে নিশানা করলেন ক্যানিং পূর্বের বিধায়ক। ৪ থানার ওসি ও ভাঙড় ডিভিশনের ডিসি-কে বিষয়টি দেখার জন্য অনুরোধ জানান তিনি। একই মঞ্চ থেকে কলকাতা পুলিশের প্রশংসাও করেন সওকত মোল্লা। লোকসভা নির্বাচনে ভাঙড় ও ক্যানিং পূর্ব বিধানসভায় শান্তিপূর্ণ ভোট করানোর জন্য প্রশংসা করেন কলকাতা পুলিশের।
এদিন সওকত মোল্লা বলেন, "কলকাতা পুলিশের দুই-একজন অফিসার আছেন যাঁরা পুলিশের নামকে কলঙ্কিত করছেন। বিভিন্ন রকমভাবে তোলা তুলছেন। আমি বিশ্বাস করি, আমাদের ৪টে থানার অফিসার ইন-চার্জরা আছেন, আমাদের এখানে ডিসি সাহেব থেকে শুরু করে সমস্ত আধিকারিক আছেন, যাঁরা রাতদিন চেষ্টা করছেন ভাঙড়ের শান্তি-শৃঙ্খলা এবং শান্তিপূর্ণভাবে তাঁদের কাছে অনুরোধ করব, এই বিষয়গুলি একটু নজর দিন। মানুষ অনেক আশা নিয়ে, কলকাতা পুলিশের দিকে, প্রশাসনের দিকে তাকিয়ে থাকে। "
সম্প্রতি ফের গোষ্ঠীদ্বন্দ্ব দেখা যায় তৃণমূলের অন্দরে। এবার আরাবুল ইসলাম বনাম সওকত মোল্লা। তাঁদের গোষ্ঠীদ্বন্দ্বে ফের উত্তপ্ত হয়ে ওঠে ভাঙড়। ভোজেরহাটে আরাবুলের অফিসে হামলার অভিযোগ ওঠে সওকতের অনুগামীদের বিরুদ্ধে। অভিযোগ, ভাঙচুর চালানো হয় আরাবুল-ঘনিষ্ঠ আলবাবু মোল্লার গাড়িতে। যদিও অভিযোগ অস্বীকার করেছেন সওকত অনুগামীরা। (Saokat Molla vs Arabul Islam)
আরাবুলের অভিযোগ, বৃহস্পতিবার ভাঙড়ে কর্মিসভা করেন ক্যানিং পূর্বের বিধায়ক ও তৃণমূলের ভাঙড় বিধানসভার পর্যবেক্ষক সওকত মোল্লা। সওকতের উপস্থিতিতেই সভা থেকে আরাবুল, তাঁর ছেলে হাকিমুল ও তাঁদের ঘনিষ্ঠদের হুঁশিয়ারি দেন তাঁর অনুগামী। আরাবুলের দাবি, এর পরই বেওতা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ভোজেরহাটে প্রাক্তন তৃণমূল বিধায়কের অফিসে হামলা হয়। পোলেরহাট থানায় অভিযোগ দায়ের হয়েছে। (Bhangar News)
সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। ওই ভাইরাল ভিডিওতে যাঁকে হুমকি দিতে দেখা যায়, তিনি তৃণমূল নেতা বাহারুল ইসলাম। যিনি ভাঙড়ে তৃণমূলের পর্যবেক্ষক ও ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক সওকতের ঘনিষ্ঠ বলে পরিচিত। ভাইরাল ভিডিওয় বাহারুলকে বলতে শোনা যায়, "ও কখন বাড়িতে থাকে, কেউ জানে না। ভোরের দিকে বাড়ি যায়। ফেসবুকে টার্গেট করে আমাদের হুমকি দিচ্ছে। আমরা যদি ওপারে দেখি, শত শত তৃণমূল কর্মী ওকে ঘিরে ধরে, ওর হাত-পা কুচে দেওয়া হবে সেদিন।"
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।