Abhishek Banerjee Dharna: 'সুকান্তকে ফোনে বলো, ১০০ দিনের টাকা ফেলো', অভিষেকের ধর্নামঞ্চ থেকে নয়া কর্মসূচি TMC-র
TMC: ১০০ দিনের কাজের বকেয়ার দাবিতে দিল্লিতে গেলেও কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী দেখা করেননি, দিল্লি পুলিশ দুর্ব্যবহার করে তাড়িয়ে দিয়েছে, ফের অভিযোগ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
কলকাতা : 'সুকান্তকে বলো, ১০০ দিনের টাকা চাই'। 'সুকান্তকে ফোনে বলো, ১০০ দিনের টাকা ফেলো।' বকেয়া ইস্যুতে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) ধর্নামঞ্চ থেকে এমনই কর্মসূচির কথা ঘোষণা করল তৃণমূল (TMC)।
আজ ধর্নামঞ্চ থেকে অভিষেক বলেন, "এখানে রাজীব বন্দ্যোপাধ্যায় রয়েছেন। আমি তাঁকে জিজ্ঞাসা করছিলাম যে, আপনি তো বিজেপিতে গিয়েছিলেন। আপনার কাছে সুকান্তর (রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার) নম্বর আছে ? বললেন, আছে। কিন্তু, সেই নম্বর এখন ব্যবহার করেন কি না জানি না। আমি বললাম, নম্বরটা লোককে জানান। এই ২০ লক্ষ শ্রমিক যাঁদের টাকা আটকে রাখা হয়েছে, আমি অনুরোধ করব রাজীব বন্দ্যোপাধ্য়ায় নম্বরটা আপনাদের জানাবেন। এই নম্বরে সবাই ফোন করুন। বাংলার কৃষ্টি, সংস্কৃতি বজায় রেখে, কেউ কোনও অপশব্দ বা কূকথা বলবেন না। ভদ্রভাবে বলুন যে, আপনার এত ক্ষমতা আমরা তো জানতামই না। আপনি খালি ফোন করে, দু'বছর মতো বেতনের টাকাটা আনিয়ে দিন। ২০ লক্ষ লোককে অনুরোধ করব, রাজীব বন্দ্যোপাধ্যায় নম্বরটা বলবেন, তার পর সুকান্ত মজুমদারকে এখন থেকে ফোন করে যাঁদের যাঁদের টাকা বন্ধ সবাই ভাল করে অনুরোধ করে ওঁকে টাকাটা চাওয়ার বিষয়ে তাঁর দৃষ্টি আকর্ষণ করুন। যাতে তিনি আগামীদিনে প্রধানমন্ত্রীকে ফোন করে বাংলার প্রাপ্য টাকা আনতে পারেন, সেই ব্যবস্থা করুন।" এর পরেই সুকান্তকে কটাক্ষ করে বলেন, "আপনার এক ফোনে এত জাদু, তাহলে আমাদের এত কষ্ট করে বসে থাকতে হচ্ছে কেন ?"
এর আগে গত ২৯ সেপ্টেম্বর বিজেপির রাজ্য সভাপতি বলেছিলেন, " রাজ্যের মানুষ চাইছেন না উনি লড়াই করুন। পঞ্চদশ অর্থ কমিশনে কেন্দ্র সরকারের পাঠানো ২ হাজার কোটি টাকা এখনও পড়ে আছে। রাজ্য সরকার ব্যবহার করতে পারছে না। কারণ, এখান থেকে টাকা ব্যবহার করতে গেলে ...১০ টাকা খরচ করতে গেলে ৬ টাকা কেন্দ্র সরকার দেবে। ৪ টাকা নিজেকে রাজ্য সরকারকে দিতে হবে। রাজ্যের ভাণ্ডার শূন্য। তাই দিল্লিতে দৌড়াদৌড়ি হচ্ছে। চুরি করতে দেব না। চুরি বন্ধ করুন, ওঁকে কিছু করতে হবে না, সুকান্ত মজুমদার একটা ফোন করে দেবে সব টাকা চলে আসবে।"
এদিকে বকেয়ার দাবিতে তৃতীয় দিনে রাজভবনের সামনে ধর্নায় অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্যপালের সঙ্গে দেখা করতে দার্জিলিং গেলেন তৃণমূলের ৩ প্রতিনিধি। 'কলকাতায় এসে ভুক্তভোগী পরিবারের সঙ্গে দেখা করুন। পাহাড়ের প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা প্রশাসন করছে, রাজ্যপাল দার্জিলিঙে কেন ?' প্রশ্ন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের।