(Source: ECI/ABP News/ABP Majha)
Abhishek Banerjee : নিজাম প্যালেসে পৌঁছলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
দ্রুত শুনানির আর্জি খারিজের পরই নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেককে নোটিস পাঠায় সিবিআই।
কলকাতা : নিজাম প্যালেজ ( Nizam Palace ) পৌঁছলেন অভিষেক। দ্রুত শুনানির আর্জি খারিজের পরই নিয়োগ দুর্নীতি মামলায় ( Recruitment Scam ) অভিষেককে নোটিস পাঠায় সিবিআই ( CBI ) । তাঁকে শনিবার নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দেওয়া হয়। ৫ পাতার প্রশ্নমালা নিয়ে তৈরি ছিলেন কেন্দ্রীয় গোয়েন্দারা।
হাইকোর্টের নির্দেশে সিবিআইয়ের মুখোমুখি হন অভিষেক বন্দ্যোপাধ্যায় ( Abhishek Banerjee ) । সৌমেন নন্দী বনাম রাজ্যের মামলায় আজ অভিষেককে তলব করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বাড়ি থেকে বেরিয়ে সকাল ১১টার আগেই নিজাম প্যালেসে পৌঁছে যান অভিষেক। সূত্রের খবর, তাপস-কুন্তলের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিষেককে জিজ্ঞাসাবাদের জন্য ৫ পাতার প্রশ্নমালা তৈরি করা হয়।
সূত্রের খবর, কুন্তলের চিঠি সংক্রান্ত বিষয় ছাড়াও নিয়োগ দুর্নীতি সম্পর্কেও জানতে চাওয়া হবে। অভিষেককে জিজ্ঞাসাবাদ করবেন মূলত বাইরে থেকে আসা সিবিআই অফিসাররা। তাঁদের সঙ্গে থাকবেন নিয়োগ দুর্নীতি মামলার তদন্তকারী অফিসার ওয়াসিম আক্রম। অভিষেক যে বয়ান দেবেন, তা নিয়ে উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে আলোচনা করে স্থির করা হবে পরবর্তীকালে তাঁকে ডাকা হবে কি না।
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের নির্দেশ বহাল রেখে বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিন্হা রায় দেন, CBI, ED অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কে জিজ্ঞাসাবাদ করতে পারবে। তারপরই CBI তাঁকে নোটিস পাঠায়। অভিষেককে জিজ্ঞাসাবাদ সংক্রান্ত মামলার নির্দেশনামায়, অত্য়ন্ত তাৎপর্যপূর্ণ এবং কড়া মন্তব্য় করেন বিচারপতি সিন্হা। নির্দেশনামার ২২ নম্বর পাতায় তিনি উল্লেখ করেন, আবেদনকারীরা যেভাবে তড়িঘড়ি আবেদন করেছেন, তাতে আদালতের মনে সন্দেহ ঘনীভূত হচ্ছে যে তদন্তকারী অফিসারদের বাধা দেওয়ার অসৎ উদ্দেশ্য় থেকেই এটা করা হয়েছে। ভাবনাটা ছিল পুরো প্রক্রিয়ায় বাধা দেওয়া যাতে আসল অভিযুক্তদের আড়াল করা যায়। নির্দেশনামায় বিচারপতি অমৃতা সিন্হা আরও উল্লেখ করেন, শাসক দলের শীর্ষনেতা হিসেবে AB র (অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের) তদন্ত প্রক্রিয়া এড়িয়ে যাওয়ার কথা নয়। অথচ, আবেদনকারীরা, বিশেষত AB (অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়) সর্বশক্তি দিয়ে তদন্তের বিরোধিতা করছেন। প্রশাসন, বিশেষ করে পুলিশও অভিযুক্তদের সাহায্য় করেছে। প্রেসিডেন্সি জেলের সুপারের অতিসক্রিয়তা চোখে পড়ার মতো। কুন্তল ঘোষের অভিযোগ পেয়ে তিনি যে বিদ্য়ুৎগতিতে ব্য়বস্থা নিয়েছেন, সেটা রাজ্য় সরকারের প্রতি তাঁর আস্থাভাজন হওয়ারই প্রমাণ।
অন্যদিকে, নিয়োগ দুর্নীতিকাণ্ডে সিবিআই-তলবের মধ্যেই বিচারপতি অমৃতা সিন্হার রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ১৮ মে, বিচারপতি অমৃতা সিন্হা অভিষেককে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন। সিবিআই-কে লেখা চিঠিতে অভিষেক জানিয়েছেন, তিনি বিচারপতি সিন্হার নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন করেছেন। সোমবার জরুরি ভিত্তিতে শুনানির আবেদন জানানো হয়েছে। সিবিআই-কে লেখা চিঠিতে জানিয়েছেন অভিষেক।
আরও পড়ুন :
রোজ খাবার প্যাক করছেন অ্যালমিনিয়াম ফয়েলে ? কতটা ক্ষতি জানেন ?