TMC Shahid Diwas 2022: একুশের মঞ্চেই রাজনীতির নানা মুহূর্ত, এ বার কী বার্তা দেন মমতা, নজর সকলের
TMC Martyr Day 2022: করোনার কারণে ২০২০ এবং ২০২১ সালে একুশের সমাবেশ হয়েছিল ভার্চুয়াল মাধ্যমে।
![TMC Shahid Diwas 2022: একুশের মঞ্চেই রাজনীতির নানা মুহূর্ত, এ বার কী বার্তা দেন মমতা, নজর সকলের TMC Shahid Diwas 2022 several important moments of politics caught on this occasion for past 11 years all eyes on Mamata Banerjee TMC Shahid Diwas 2022: একুশের মঞ্চেই রাজনীতির নানা মুহূর্ত, এ বার কী বার্তা দেন মমতা, নজর সকলের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/21/acc588f07474f156232c5b000e0a0dca1658368185_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: প্রতি বছর ২১ জুলাই দিনটিকে শহিদ দিবস (TMC Shahid Diwas 2022) হিসেবে পালন করে তৃণমূল। ২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ক্ষমতায় আসার পর থেকে এই ২১ জুলাইের (21 July) সমাবেশে তৈরি হয়েছে নানা মুহূর্ত, যা রাজ্য রাজনীতির ইতিহাসে ফ্রেমবন্দি হয়ে রয়েছে। এক নজরে দেখে নিন সেই সব মুহূর্ত।
২১ জুলাইয়ের নানা মুহূর্ত
• ২০১১ সালে রাজ্যে ক্ষমতায় আসার পর তৃণমূল একুশে জুলাই সমাবেশ করেছিল ব্রিগেডে।
• ২০১৪ সালে একুশে জুলাইয়ের মঞ্চে সিপিএম-কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন একাধিক বিধায়ক।
• ২০১৫ সালে একুশে জুলাইয়ের সমাবেশ থেকেই মমতা বার্তা দিয়েছিলেন, তৃণমূলের আগামী প্রজন্ম তৈরি।
•২০১৬ সালের বিধানসভা ভোটে জিতে, দ্বিতীয়বার রাজ্যে ক্ষমতায় ফেরে তৃণমূল। সেবারই একুশের মঞ্চ থেকে লোকসভা নির্বাচনের লক্ষ্য়মাত্রা বেঁধে দেন তৃণমূল নেত্রী।
• ধর্মতলায় শেষবার তৃণমূলের ২১ জুলাইয়ের সমাবেশ হয়েছিল ২০১৯ সালে। সেবার লোকসভা নির্বাচনের পর তৃণমূলের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছিল বিজেপি। প্রত্যাশিতভাবে একুশের সমাবেশ থেকে তৃণমূল নেত্রীর নিশানায় ছিল বিজেপি।
আরও পড়ুন: TMC Shahid Diwas 2022: রাজনীতিতে সৈনিক থেকে জননেত্রী হয়ে ওঠা মমতার, তিন দশক পরও শহরে একুশ আবেগ
করোনার কারণে ২০২০ এবং ২০২১ সালে একুশের সমাবেশ হয়েছিল ভার্চুয়াল মাধ্য়মে। সেখানেও মমতার নিশানায় ছিল মূলত বিজেপিই। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে জিতে আসার পর, ভার্চুয়াল শহিদ সমাবেশ থেকে তৃণমূল নেত্রীর মুখে শোনা গেছিল ‘খেলা হবে’ স্লোগান।
দু’বছর পর ধর্মতলায় ফের একুশের সমাবেশ
তার পর এই প্রথম ধর্মতলায়, জনসমুদ্রের মাঝে প্রথম ২১ জুলাই সমাবেশ করছে তৃণমূল। এই মুহূর্তে জাতীয় রাজনীতিতেও মমতার ভূমিকা নিয়ে জল্পনা তুঙ্গে। রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি নির্বাচনে তাঁর অবস্থান নিয়ে প্রশ্ন উঠছে। বিজেপি বিরোধী শিবিরের অংশ বলে এ যাবৎ তৃণমূল দাবি করলেও, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের প্রার্থী দ্রৌপদী মুর্মু এবং জগদীপ ধনখড়কে নিয়ে সুর নরম করতে দেখা গিয়েছে মমতাকে। সেই অবস্থায় বিজেপি-র সঙ্গে তৃণমূলের গোপন আঁতাত তৈরি হয়েছে বলে অভিযোগ করছে সিপিএম এবং কংগ্রেস। এমন পরিস্থিতিতে ২১ জুলাইয়ের মঞ্চ থেকে তিনি কী বার্তা দেন, সেদিকে নজর সকলের।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)