TMC 21st July : "মুড়ি ফিরিয়ে দাও, নইলে বিজেপি বিদায় নাও", জিএসটি-ইস্যুতে কেন্দ্রকে তুলোধনা মমতার
TMC Shahid Diwas, 21st July News: মুড়ির মতো সাধারণের খাবারেও জিএসটি বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রকে তুলোধনা করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কলকাতা : দিনকয়েক আগে দেশে কার্যকর হয়েছে নতুন জিএসটির হার (GST Rates)। মাছ, দই, পনির, লস্যি, মধু, শুকনো মাখনা, শুকনো সয়াবিন, মটর, গম ও অন্যান্য খাদ্যশস্যের ও মুড়ি-র মতো পণ্যের ওপর এখন ৫ শতাংশ জিএসটি লাগবে। মুড়ির (Puffed Rice) মতো সাধারণের খাবারেও জিএসটি বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রকে তুলোধনা করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
২১-এর সভামঞ্চ থেকে মমতা বলেন, "মুড়িতেও জিএসটি ? বিজেপির বন্ধু মুড়ি খাবেন না ? মুড়িতে কত জিএসটি ? মিষ্টিতেও জিএসটি ? চিড়েতেও জিএসটি ? দইতেও জিএসটি ? লস্যিতেও জিএসটি ? নকুলদানাতেও জিএসটি ? বাতাসায় কত জিএসটি ? নিম পাতায় কত জিএসটি ? লোকে কী খাবে? খাব কী? মানুষ খাবে কী? আমাদের মুড়ি ফিরিয়ে দাও, নইলে বিজেপি বিদায় নাও। পরিষ্কার কথা, মুড়ি খেয়ে থাকি।"
আরও পড়ুন ; ‘সিপিএম-এর কাগজের রিপোর্টারদের স্ত্রীরাচাকরি পেয়েছিলেন কোন যোগ্যতায়’? শহিদ সমাবেশে মমতা
বিভিন্ন ইস্যুতে কেন্দ্রকে একহাত নিয়ে আর যা বললেন মমতা-
- গ্যাসের দাম কত ? ডিজেলের দাম কত ?
- সরকার ভাঙছে, ব্যাঙ্ক বন্ধ করে দিচ্ছে, প্রভিডেন্ট ফান্ডের টাকা কোথায় যাচ্ছে জানি না।
- কলকাতায় সবথেকে বেশি ট্যাক্স তুলে নিয়ে যায়। চায়ের হেড কোয়ার্টার বাংলা।
- কোল ইন্ডিয়ার ট্যাক্স, সেল ট্যাক্স, যদিও স্টেটের কিছুই নেই। জিএসটি হয়ে গেছে।
- সব পাবলিক সেক্টর বন্ধ, রেল সেক্টর বন্ধ। এয়ার ইন্ডিয়া বন্ধ। সিভিল অ্যাভিয়েশন বন্ধ । লক্ষ লক্ষ চাকরি ছাঁটাই।
- নতুন বিকল্প অগ্নিপথ। আর্মির কোনও বিকল্প হয় না। হয় আর্মিতে লোক নাও, নাহলে আৰ্মিকে বঞ্চনা কোরো না।
- অগ্নিপথ মানে কী? সশস্ত্র কিছু তৈরি করা? যারা পরে আপনাদের ক্যাডার হয়ে কাজ করবে? চলতে পারে না।
-
গ্যাস বাড়ানো সরকার, আর নেই দরকার। মুড়িতে ট্যাক্স বসানো সরকার, আর নেই দরকার।
-
বুঝতেই পারছেন, কী সুন্দর সরকারের আমলে বাস করছি। দরিদ্র মানুষের কিছু নেই। সব হরণ করে নিয়েছে।
-
দরিদ্র মানুষের যা কিছু সব চুরি করে নিয়েছে।