Anubrata Mondal : 'মনে করছি উনি যেন স্বয়ং দাঁড়িয়ে আছেন', অনুব্রতর ছবিতেই আবির দিয়ে প্রণাম TMC র
TMC On Anubrata On Holi : 'উনি তো আমাদের অভিভাবক ছিলেন। ওঁর ছবিটাকে ছবি বলে মনে করছি না মনে করছি উনি যেন স্বয়ং দাঁড়িয়ে আছেন'
ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: তিহাড়ে থেকেও দোলের দিন কর্মীদের মাঝেই রইলেন অনুব্রত মণ্ডল ( Anubrata Mondal )। সশরীরে নয়, তাঁর ছবিতে আবির দিয়ে প্রণাম করলেন অনুগামীরা। উনিই অভিভাবক বলে দাবি তৃণমূল কর্মীদের একাংশের। এক সময় তিনি ছিলেন জেলার শেষ কথা। তিনি শাসন করতেন। তিনি আশীর্বাদ করতেন। অনুব্রত মণ্ডলের আশীর্বাদ না নিয়ে দোল শুরু হত না তৃণমূল কর্মীদের। সেই অনুব্রত মণ্ডল এখন তিহাড়ে বন্দি।
জেলযাত্রার পর, মাঝখানে কিছুদিনের জন্য় বীরভূমের রাজনীতিতে অনুব্রত মণ্ডলের প্রতাপ উধাও হয়ে গেছিল। কিন্তু সম্প্রতি তা ধীরে ধীরে ফিরতে শুরু করে। এবার লোকসভা ভোট এগিয়ে আসার সঙ্গে সঙ্গে তা আরও প্রকট হচ্ছে ! দোলের দিন সিউড়িতে তৃণমূলের ( TMC ) দলীয় কার্যালয়ে অনুব্রত মণ্ডলের ছবিতে আবির দিয়ে প্রণাম করলেন তৃণমূলের মহিলা কর্মীরা।
সিউড়ি শহরের মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি মণিদীপা মুখোপাধ্যায় বলেন, 'উনি তো আমাদের অভিভাবক ছিলেন। ওঁর ছবিটাকে ছবি বলে মনে করছি না মনে করছি উনি যেন স্বয়ং দাঁড়িয়ে আছেন'
সিউড়ি তৃণমূল বিধায়ক বিকাশ রায়চৌধুরী বলেন, ' এটা মানুষের আবেগ মানুষের ভালোবাসা। অনুগামীরা মনে করছে ওটাই অনুব্রত মণ্ডল। তিনি স্বয়ং আশীর্বাদ করছেন'
এ নিয়ে তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। বীরভূম সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি ধ্রুব সাহা এদিন বলেন, ' এটা তৃণমূলের সাজানো ঘটনা। বড় চোর জেলে আছে ছোট চোরেরা এই সব করে খবর তৈরির চেষ্টা করছে '
তিহাড়ে থেকেও দোলের দিন বীরভূমে রঙিন অনুব্রত মণ্ডল। কিন্তু, তাঁর সেই বিখ্য়াত মেশিনারি কি পারবে, তাঁর অনুপস্থিতিতে লোকসভা ভোটে লাল মাটির রং সবুজে ঢাকতে না কি অনুব্রত গড়েও আওয়াজ উঠবে রং দে তু মোহে গেরুয়া?
আরও পড়ুন :
ভস্ম আরতি চলাকালীন উজ্জ্বয়িনীর মহাকালেশ্বর মন্দিরে বিধ্বংসী আগুন ! অগ্নিদগ্ধ ১৩