(Source: Poll of Polls)
ভস্ম আরতি চলাকালীন উজ্জ্বয়িনীর মহাকালেশ্বর মন্দিরে বিধ্বংসী আগুন ! অগ্নিদগ্ধ ১৩
Ujjain Mahakal Temple Fire : আবির প্রদীপের ওপর পড়ায় আগুন লেগে যায় বলে প্রাথমিক তদন্তে অনুমান।
উজ্জ্বয়িনী : দোলের দিন সকালে মধ্যপ্রদেশের উজ্জ্বয়িনীর মহাকালেশ্বর মন্দিরে বিধ্বংসী আগুন। অগ্নিদগ্ধ হয়েছেন পূজারী-সহ ১৩ জন। তাঁদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। হোলি উপলক্ষ্যে মহাকালেশ্বর মন্দিরে ভস্ম আরতি চলছিল। সেই সময় আবির ছোড়া হয়। সেই আবির প্রদীপের ওপর পড়ায় আগুন লেগে যায় বলে প্রাথমিক তদন্তে অনুমান।
Fire breaks out during Bhasma Aarti at Ujjain Mahakal temple, 13 injured
— ANI Digital (@ani_digital) March 25, 2024
Read @ANI Story | https://t.co/i8MbakZApv#UjjainMahakal #fire #MadhyaPradesh pic.twitter.com/YPU8jyfLdw
আবিরে রাসায়নিক থাকায় দাউদাউ করে আগুন জ্বলে ওঠে বলে প্রাথমিক তদন্তে অনুমান। সেই সময় মন্দিরে কয়েক হাজার ভক্ত ছিলেন। দমকলের বেশ কয়েকটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। মহাকাল মন্দিরের ভস্ম আরতি দেখতে দূর দূরান্তের মানুষ আসেন। তবে এই আরতি দেখার জন্য আগে থেকে অনুমতি লাগে। প্রতিদিনই হয় ভস্ম আরতি। তবে সোমবার হোলির দিন এই ভস্ম আরতি ছিল অতি বিশেষ। কারণ ভস্মের সঙ্গে ওড়ে গুলালও। জানা যাচ্ছে, মন্দিরের গর্ভগৃহের দেওয়াল ও ছাদে রুপোর পাত রয়েছে। মন্দিরটি অত্যন্ত পরিচ্ছন্ন। আবিরের রং যাতে রুপোর পাতে না লেগে যায়, তার জন্য শিবলিঙ্গের ওপর প্লাস্টিকের চাঁদোয়া লাগানো হয়েছিল। ভস্ম আরতি চলাকালীন যখন আবিরও ওড়ানো হয়, তখন আরতির থালায় থাকা জ্বলন্ত কর্পূরের ওপর আবির উড়ে এসে পড়ে । তাতেই ঘটে বিপত্তি। শিখা উঁচু হয়ে ছুঁয়ে ফেলে প্লাস্টিকের চাঁদোয়া। তবে কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে বলে সূত্রের খবর। কিন্তু আগুনে তাপে অনেকের হাত-পা অগ্নিদগ্ধ হয়। আর হঠাৎ আগুন লাগার খবরে ব্যাপক হইচই পড়ে যায় মন্দির চত্বরে। ভয়ে ছুটতে শুরু করেন অনেকে। এই পরিস্থিতিতে পায়ে পিষে যাওয়ার আশঙ্কাও তৈরি হয়েছিল।
#WATCH | Ujjain, Madhya Pradesh | 13 people injured in a fire that broke out in the 'garbhagriha' of Mahakal Temple during bhasma aarti today. Holi celebrations were underway here when the incident occurred. The injured have been admitted to District Hospital.
— ANI (@ANI) March 25, 2024
(Earlier visuals… pic.twitter.com/cIUSlRirwo
আরও পড়ুন : রামলালার মোহন রূপে মোহিত ভক্তকূল, আবির আর ভক্তিতে ভাসল হোলির অযোধ্যা