Recruitment Scam:তেহট্টের তৃণমূল বিধায়ককে 'আক্রমণ' জেলা পরিষদ সদস্যের, পাল্টা অভিযোগ বিজেপি-যোগের
TMC Zilla Parishad Member: টেট পাশ না করে চাকরি-সহ একাধিক ইস্যুতে শনিবার সাংবাদিক বৈঠক করলেন নদিয়া জেলা পরিষদের সদস্য টিনা ভৌমিক সাহা।নাজিরপুরের একটি বেসরকারি লজে সাংবাদিক বৈঠক করে এই অভিযোগ আনেন তিনি।
প্রদ্যোৎ সরকার, নদিয়া: টেট পাশ না করে চাকরি-সহ একাধিক ইস্যুতে শনিবার সাংবাদিক বৈঠক করলেন নদিয়া (Nadia Zilla Parishad Member) জেলা পরিষদের সদস্য টিনা ভৌমিক সাহা। নাজিরপুরের একটি বেসরকারি লজে সাংবাদিক বৈঠক করে এদিন তেহট্টের বিধায়ক (TMC MLA) তাপসকুমার সাহার বিরুদ্ধে একাধিক বিস্ফোরক অভিযোগ আনেন তিনি। ঘটনায় পঞ্চায়েত ভোটের আগে ফের প্রকাশ্যে তৃণমূলের ঘরোয়া কোন্দল, এমনই মনে করছে রাজনৈতিক শিবির।
কী ঘটেছিল?
টেট সংক্রান্ত অভিযোগ ছাড়াও তেহট্টের বিধায়ক তাপস কুমার সাহার বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগ তোলেন টিনা। পাশাপাশি বিধায়কের বিরুদ্ধে একাধিক অভিযোগপত্র দেখান। জেলা পরিষদের সদস্যের দাবি, তাঁর কাছে একাধিক অডিও রয়েছে। যদিও এই বিষয়ে প্রথমে তৃণমূল বিধায়ক তাপস সাহা কোনও প্রতিক্রিয়া দিতে চাননি । তবে পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে থার্ড ডিভিশনে পাস করেছেন ওই জেলা পরিষদের সদস্য। এছাড়াও তাপসের দাবি, ওই সাংবাদিক সম্মেলনে নিজের রোল নম্বর লুকিয়েছেন টিনা। তাঁর কথায়, 'এর মানেই বোঝা যাচ্ছে ডাল মে কুচ কালা হে।' বিধায়কের মতে, জেলা পরিষদ সদস্য নিজেই একাধিক দুর্নীতিতে জড়িত। সব মিলিয়ে আবারও বিধায়ক ও জেলা পরিষদের সদস্যের দ্বন্দ্ব প্রকাশ্যে।
পাল্টা তেহট্টের বিধায়কের...
তাপস কুমার সাহার বক্তব্য, বিজেপির সঙ্গে হাত মিলিয়ে চক্রান্ত করছেন টিনা। এর আগে তরুণজ্যোতি তিওয়ারি ট্যুইট করে দাবি করেন, দমকলেও চাকরি দিয়েছেন তেহট্টের বিধায়ক। যদিও টিনা ভৌমিকের বক্তব্য, যদি তাপসের অভিযোগ সত্যিই হয়ে থাকে, তা হলে তিনি কেন আদালতের দ্বারস্থ হচ্ছেন না? অডিও ক্লিপ বিতর্কে তাঁর স্পষ্ট দাবি, 'আমাদের রক্তে গদ্দারি নেই। ২০১১ সালে দলের সঙ্গে যদি কেউ গদ্দারি করে থাকেন সেটা তাপসকুমার সাহা। তাঁকে নাকি আমি ফাঁসাচ্ছি। প্রথমত, যে কথোপকথন শোনা গিয়েছে তাতে কিন্তু আমার গলার আওয়াজ নেই। ওঁকে কেউ ফাঁসালে কেন কোর্টের দ্বারস্থ হচ্ছেন না?' এদিকে বিধায়কের বক্তব্য, 'একুশের বিধানসভা ভোটে উনি (টিনা সাহা) বিজেপি করেছিলেন। আমাকে হারানোর চেষ্টা করেছিলেন। ...একুশের বিধানসভা ভোটে যখন জয়লাভ করেছিলাম তখন থেকেই ওঁরা তাপস কুমার সাহাকে কালিমালিপ্ত করার চেষ্টা করছেন। এগুলি তো সাজানো নাটক। ...উনি তৃণমূলের ভালো চান নাকি?' সব মিলিয়ে যুযুধান তৃণমূলের অন্দরেই। পঞ্চায়েত ভোটের আগে নদিয়ায় শাসকদলের এই ছবি কি অস্বস্তি বাড়াবে? এখন থেকেই জল্পনা দানা বাঁধছে।
আরও পড়ুন:তিহাড় থেকে আসানসোল জেলে ফিরতে আবেদন অনুব্রত মণ্ডলের