Top News Today: শ্যামনগরে আক্রান্ত পুলিশ, প্রধান বিচারপতির শপথগ্রহণ, 'চালকের ভুলে দুর্ঘটনা'- সেরা ৫ গুরুত্বপূর্ণ খবর
Top Trending News Today: এক নজরে দেখে নিন আজ দুপুরের বড় খবরগুলি
![Top News Today: শ্যামনগরে আক্রান্ত পুলিশ, প্রধান বিচারপতির শপথগ্রহণ, 'চালকের ভুলে দুর্ঘটনা'- সেরা ৫ গুরুত্বপূর্ণ খবর top news today 11 may Police Beaten in Shyamnagar Chief Justice Oath ceremony Shaktigarh Train Accident Top News Today: শ্যামনগরে আক্রান্ত পুলিশ, প্রধান বিচারপতির শপথগ্রহণ, 'চালকের ভুলে দুর্ঘটনা'- সেরা ৫ গুরুত্বপূর্ণ খবর](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/11/532fe6608d5a8d599cc901778182f1121683792053430223_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: বুধবার রাজ্যের কোথায় কী কী হল? এক নজরে দেখে নিন সেই খবর-
শ্যামনগরে আক্রান্ত পুলিশ
উত্তর ২৪ পরগনার শ্যামনগরে অটো চালকদের দাদাগিরি। বেআইনি পার্কিংয়ে বাধা দেওয়ায়, আক্রান্ত পুলিশ। আহত হন এক ASI, ৩ সিভিক ভলান্টিয়ার-সহ ৪ জন। শ্যামনগর স্টেশনের কাছে ঘোষপাড়া রোডে অটো দাঁড় করানো নিষেধ। পুলিশ সূত্রে খবর, নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে বেআইনি পার্কিং করেন কয়েকজন অটো চালক। বাধা দেওয়ায় তাঁরা পুলিশ ও সিভিক ভলান্টিয়ারদের ওপর চড়াও হন। জগদ্দল থানার পুলিশ কয়েকজনকে আটক করেছে।
প্রধান বিচারপতির শপথগ্রহণ
কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি পদে শপথ নেবেন টি এস শিবজ্ঞানম। প্রধান বিচারপতি পদে প্রকাশ শ্রীবাস্তবের অবসর গ্রহণের পর, বিচারপতি টি এস শিবজ্ঞানম কিছুদিন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব সামলান. এদিন প্রধান বিচারপতির শপথ অনুষ্ঠানে উপস্থিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যপাল সি ভি আনন্দ বোস, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, চন্দ্রিমা ভট্টাচার্য, ফিরহাদ হাকিম, মলয় ঘটক, বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়-সহ বিশিষ্টরা।
'চালকের ভুলে দুর্ঘটনা'
বর্ধমানের শক্তিগড় স্টেশনে লোকাল ও মালগাড়ির সংঘর্ষের জেরে হাওড়া-বর্ধমান মেইন ও কর্ড লাইনে ব্যাহত হয় ট্রেন চলাচল। বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ে হাওড়ামুখী একাধিক দূরপাল্লার ট্রেন। লোকালের চালকের ভুলে শক্তিগড়ে মালগাড়ির সঙ্গে সংঘর্ষে লাইনচ্যুত ট্রেন। প্রাথমিক তদন্তে অনুমান রেলের। হাওড়ামুখী বহু দূরপাল্লার মেল-এক্সপ্রেস আটকে হয়রানি। বাতিল অন্তত ৯টি ট্রেন।
সাগরে তৈরি 'মোকা'
অতি গভীর নিম্নচাপ আজ সকালে ঘূর্ণিঝড় মোকা-য় পরিণত হয়েছে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর থেকে তা এগোচ্ছে উত্তর ও উত্তর-পশ্চিম দিকে। ভোর সাড়ে ৫টায় ঘূর্ণিঝড় মোকা-র অবস্থান ছিল পোর্ট ব্লেয়ার থেকে ৫১০ কিলোমিটার দূরে। বাংলাদেশের কক্সবাজার উপকূল থেকে ১২১০ কিলোমিটার ও মায়ানমার থেকে ১১২০ কিলোমিটার দূরে রয়েছে ঘূর্ণিঝড় মোকা। রবিবার বাংলাদেশ ও মায়ানমার উপকূলে আছড়ে পড়ার আগে তা অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে। ঝড়ের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ১৪৫ কিলোমিটার।
রামনবমীকাণ্ডে ৬ মামলা
রামনবমীতে অশান্তির ঘটনায় ৬টি মামলা রুজু করল NIA। শিবপুর ও শ্রীরামপুরে অশান্তির ঘটনায় ৪টি মামলা রুজু হয়েছে। রিষড়া ও ডালখোলায় অশান্তির ঘটনায় ২টি মামলা রুজু করেছে NIA।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)