Top News: বাকি কেন্দ্রীয় বাহিনী চেয়ে চিঠি কেন্দ্রকে, বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্ত, দুুপুরের বাছাই করা শিরোনাম
West Bengal Top News: আজ দুপুরের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর এক ঝলকে।
বকেয়া কেন্দ্রীয় বাহিনী চেয়ে কেন্দ্রকে চিঠি কমিশনের
বাকি কেন্দ্রীয় বাহিনী চেয়ে ফের কেন্দ্রকে চিঠি কমিশনের। আরও ৪৮৫ কোম্পানি বাহিনী চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রকে চিঠি রাজীব সিন্হার। আগেই রাজ্যে এসেছে ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। পরে বরাদ্দ করা ৩১৫ কোম্পানি এখনও আসেনি রাজ্যে। কোথায় মোতায়েন হবে, কমিশন জানাতে না পারায় ভিনরাজ্যেই বসে কেন্দ্রীয় বাহিনী, দাবি সূত্রের।
পঞ্চায়েত নির্বাচনে পর্যাপ্ত নিরাপত্তার দাবিতে পথে যৌথমঞ্চ
ভোটে পর্যাপ্ত নিরাপত্তার দাবিতে পথে যৌথমঞ্চ। প্রতি বুথে ৪ জন করে কেন্দ্রীয় বাহিনীর দাবি যৌথমঞ্চের। '২০১৮-র পুনরাবৃত্তি যেন না হয়, মানুষ যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে। পর্যাপ্ত নিরাপত্তা না পেলে ভোটের ডিউটি নয়', বক্তব্য সংগঠনের। অবাধ ও সুষ্ঠু ভোটের দাবিতে যৌথমঞ্চের মিছিল।
ডিএ-র দাবিতে আন্দোলনের দেড়শোতম দিনে ফের পথে যৌথমঞ্চ। হাওড়া, শিয়ালদা থেকে যৌথমঞ্চের মিছিল।
বঙ্গোপসগরে ফের ঘূর্ণাব্রত, ভারী বৃষ্টির সম্ভবনা
বঙ্গোপসাগরে ফের তৈরি হল ঘূর্ণাবর্ত। আগামি ২৪ ঘণ্টায় তা পরিণত হতে পারে নিম্নচাপে। এর প্রভাবে উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা। জানাল আলিপুর আবহাওয়া দফতর। রাজ্যজুড়ে শুরু হয়েছে বৃষ্টি। সেই সঙ্গে থাকছে বজ্রপাতের আশঙ্কা। স্বস্তির মধ্যেই অস্বস্তির বার্তা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। আগামী ২৪ ঘণ্টায় তা শক্তিশালী হয়ে পরিণত হতে পারে নিম্নচাপে। এর প্রভাবে দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা।
লুপ লাইনে দুটি মালগাড়ি, ওন্দা স্টেশনের কাছে লাইনচ্যুত ৬ বগি
বাঁকুড়ার ওন্দা স্টেশনের কাছে লুপ লাইনে দুটি মালগাড়ির সংঘর্ষ। একটি ইঞ্জিন-সহ দুটি মালগাড়ির ৬টি বগি লাইনচ্যুত হয়। একজন চালক আহত হন। ক্ষতিগ্রস্ত প্ল্যাটফর্ম ও সিগন্যাল রুম। ছিঁড়ে যায় ওভারহেড তার। দুর্ঘটনার জেরে আদ্রা-খড়গপুর শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়। প্রায় সাড়ে ৪ ঘণ্টা পর মেইন লাইনে শুরু হয় ট্রেন চলাচল। স্থানীয় সূত্রে খবর, ভোর ৪টে ৫-এ ওন্দা স্টেশনের কাছে লুপ লাইনে দাঁড়িয়ে থাকা মালগাড়ির পিছনে ধাক্কা মারে বাঁকুড়ার দিক থেকে আসা আরেকটি মালগাড়ি। একটি ইঞ্জিন-সহ দুটি মালগাড়ির ৬টি বগি লাইনচ্যুত হয়। স্থানীয়রাই দুই চালককে উদ্ধার করেন। প্রশ্ন উঠেছে, একই লাইনে দুটি ট্রেন কীভাবে এল? কার গাফিলতি? আদ্রা ডিভিশনের ডিআরএম মণীশ কুমারের দাবি, চালকের গাফিলতির কারণেই দুর্ঘটনা। সিগন্যাল রেড ছিল। চালক ঘুমিয়ে পড়েছিলেন কি না, খতিয়ে দেখা হচ্ছে।
নিজে থেকেই রাজ্যপালের সাক্ষাতে আগ্রহী রাজীব
রাজ্য নির্বাচন কমিশনারকে তলব করেনি রাজভবন। রাজীব সিন্হা নিজেই সময় চেয়েছিলেন রাজ্যপালের, দাবি সি ভি আনন্দ বোসের।আমি কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা চেয়েছিলাম। আমি জানি তিনি ব্যস্ত আছেন ভোটের কাজে। যখন সময় পাবেন, তখনই আসতে পারেন। ভোট সংক্রান্ত বেশকিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করার আছে। মন্তব্য রাজ্যপাল সি ভি আনন্দ বোসের। এর আগে ব্যস্ততার কারণ দেখিয়ে রাজভবনে যাননি রাজীব সিন্হা।