Top News : ফোর্ট উইলিয়ামের দেওয়ালে ধাক্কা বেপরোয়া গাড়ির, দাড়িভিটকাণ্ডের তদন্তে NIA
সাতসকালে ফোর্ট উইলিয়ামের দেওয়ালে ধাক্কা মারে বেপরোয়া গাড়িকুড়মি নেতা রাজেশ মাহাতোকে আচমকা বদলিদাড়িভিটকাণ্ডের তদন্ত শুরু করল ন্যাশনাল ইনভেস্টিগেটিভ এজেন্সি
অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা: সাতসকালে ফোর্ট উইলিয়ামের দেওয়ালে ধাক্কা মারে বেপরোয়া গাড়ি। অল্পের জন্য রক্ষা পান প্রাতর্ভ্রমণকারীরা। সকাল পৌনে ৮টা নাগাদ খিদিরপুরের দিক থেকে রেড রোড ধরে রাজভবনের দিকে যাচ্ছিল গাড়িটি। পাঁচ সওয়ারির সকলেরই বয়স ২৫ থেকে ৩০-এর মধ্যে। রেড রোডের ধারে ফোর্ট উইলিয়ামের গা ঘেঁষা রাস্তায় প্রাতর্ভ্রমণকারীরা ছিলেন। কোনওক্রমে তাঁরা প্রাণে বাঁচেন। গাড়ির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হলেও সওয়ারিরা অক্ষত। কীভাবে দুর্ঘটনা ঘটল, খতিয়ে দেখছে ময়দান থানার পুলিশ।
রাজেশ মাহাতোকে বদলি: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) কনভয়ে হামলার ঘটনার পর আটক কুড়মি নেতা রাজেশ মাহাতোকে আচমকা বদলি করা হল। খড়গপুরের বানারপুর স্কুলের শিক্ষক ছিলেন তিনি। সেখান থেকে তাঁকে কোচবিহারের চামটা আদর্শ বিদ্যালয়ে বদলির বিজ্ঞপ্তি জারি করল স্কুল শিক্ষা দফতর।
নতুন সংসদ ভবনের উদ্বোধন: গণতন্ত্রের পীঠস্থান ভারতে আজ নতুন সংসদ ভবনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। শুরুতেই মহাত্মা গান্ধীর মূর্তিতে শ্রদ্ধাজ্ঞাপন করেন মোদি। সকাল সাড়ে ৭টায় যজ্ঞ ও পুজো করে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে যোগ দেবে ২৫টি বিরোধী দলের সদস্যরা। কংগ্রেস, তৃণমূল, বাম-সহ ২১টি বিরোধী দল নতুন সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠান বয়কট করেছে। নতুন ভবনেই হবে পরবর্তী বাদল অধিবেশন। নতুন ভবনে থাকছে ঐতিহাসিক সোনার রাজদণ্ড ‘সেঙ্গল’।
দাড়িভিটকাণ্ডের তদন্তে NIA: হাইকোর্টের নির্দেশে ঘটনার পাঁচ বছর পর দাড়িভিটকাণ্ডের তদন্ত শুরু করল ন্যাশনাল ইনভেস্টিগেটিভ এজেন্সি। দাড়িভিটে গিয়ে নিহত দুই ছাত্রের পরিবারের সঙ্গে কথা বলেন NIA-এর আধিকারিকরা।
লাভপুরে উদ্ধার বোমা: পঞ্চায়েত ভোটের আগে লাভপুরে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ১০ মিটার দূরে উদ্ধার হল ড্রাম ভর্তি তাজা বোমা। মিলেছে ২৫ থেকে ৩০টি বোমা। ঘটনায় তরজায় জড়িয়েছে শাসক-বিরোধী।
ব্যারাকপুরকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য: ব্যারাকপুরে সোনার দোকানে ডাকাতির আগে হাওড়ার একটি দোকানে ডাকাতির ছক ছিল ধৃত সফি খান ও জামশেদ আনসারির। রেইকিও করেছিল তারা। ধৃতদের জেরা করে চাঞ্চল্যকর তথ্য মিলেছে বলে পুলিশ সূত্রে দাবি। ধৃত মামা-ভাগ্নেকে ১৪ দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে আদালত।
পাওয়ার ব্লকে বাতিল লোকাল ট্রেন: শেওড়াফুলি-তারকেশ্বর শাখায় পাওয়ার ব্লকের জেরে আজও হাওড়া-তারকেশ্বর শাখায় বহু লোকাল বাতিল করা হয়েছে। বেলা ১২টা ৫৫ পর্যন্ত বন্ধ থাকবে পাওয়ার ব্লক। যাত্রী দুর্ভোগ কমাতে একজোড়া আপ ও ডাউন ট্রেন চলবে সিঙ্গুর থেকে তারকেশ্বর পর্যন্ত।
পিটিয়ে মারার অভিযোগ: হুগলির সাহাগঞ্জে সাইকেল চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে মারার অভিযোগ উঠল প্রতিবেশীদের বিরুদ্ধে। ডানলপ কারখানার আবাসন থেকে উদ্ধার হয় হাঁটু মোড়া অবস্থায় হাত বাঁধা দেহ। খুনের অভিযোগ দায়ের করেছে মৃতের পরিবার। পলাতক মূল অভিযুক্ত।
প্রতারণার অভিযোগ: সাইবার-প্রতারণার শিকার খোদ কলকাতা পুলিশের এসিপি-র আত্মীয়া। বন্ধন ব্যাঙ্কে চাকরি দেওয়ার নামে লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল প্রতারকদের বিরুদ্ধে। ভুয়ো নিয়োগপত্রও দেওয়া হয় বলে অভিযোগ। তদন্তে নেমে ভুয়ো কল সেন্টারের হদিশ।
জুনের শুরুতে বাড়বে গরম: মঙ্গলবারের পর থেকে ফের বাড়বে দক্ষিণবঙ্গের তাপমাত্রা। ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পেরোবে পশ্চিমের জেলাগুলির। উত্তরবঙ্গের মালদা ও দুই দিনাজপুরের তাপমাত্রাও বেশ খানিকটা বাড়বে। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। তবে উত্তরবঙ্গের বাকি জেলায় আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।