TMC News : 'প্রকাশ্যে অনভিপ্রেত বক্তব্য বিভ্রান্তি তৈরি করে', হুমায়ুন কবীর প্রসঙ্গে বললেন কুণাল
ABP Ananda LIVE: কর্মসমিতির বৈঠকে দলের অন্দরে রদবদল ঘটেছে। দলের প্রবীণ নেতাদের গুরুত্ব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই নিয়ে ফের গর্জে উঠলেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। মমতা যাঁদের ঘনিষ্ঠ বলে ভাবছেন, তাঁরা ক'জন তাঁর ভাল চান, তা নিয়ে সন্দেহ রয়েছে বলে মন্তব্য করলেন হুমায়ুন। ফিরহাদের উপর ভরসা করা নিয়ে প্রশ্ন তুলেছেন যেমন, তেমনই আবারও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে ব্যাট ধরলেন হুমায়ুন। শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কেও বিঁধলেন তিনি। 'প্রকাশ্যে এই ধরণের অনভিপ্রেত বক্তব্য বিভ্রান্তি তৈরি করে', হুমায়ুন কবীর প্রসঙ্গে বললেন কুণাল
আর জি কর কাণ্ডের ৩ মাস পার। এবার, বিচারের দাবিতে বিধানসভায় গেলেন নিহত তরুণী চিকিৎসকের মা-বাবা। দেখা করলেন শুভেন্দু অধিকারী, নৌশাদ সিদ্দিকির সঙ্গে। শুভেন্দু অধিকারী জানিয়েছেন, বিচারের দাবিতে ১০ই ডিসেম্বর, রাজভবনে অবস্থান বিক্ষোভ করবে বিজেপি। মহেশতলায় ব্য়াঙ্কে লুঠের ঘটনায় এবার সামনে এল চাঞ্চল্য়কর তথ্য়। পুলিশ সূত্রে খবর, কোনও তালা ভেঙে নয় বরঞ্চ চাবি দিয়ে তালা খুলেই লুঠ চালিয়েছিল চোরেরা। তবে এখনও এই ঘটনায় গ্রেফতার হননি কেউ। পুলিশ সূত্রে খবর, দুষ্কৃতীদের সন্ধান পেতে ব্য়াঙ্কের আশেপাশের রাস্তার CCTV ফুটেজ খতিয়ে দেখছেন তাঁরা।