Bangladesh News : রাষ্ট্রদ্রোহের অভিযোগ, চিন্ময় দাসের জামিনের আবেদন খারিজ। চট্টগ্রাম কোর্টে বিক্ষোভ
ABP Ananda LIVE : রাষ্ট্রদ্রোহের অভিযোগ, চিন্ময় দাসের জামিনের আবেদন খারিজ। চট্টগ্রাম কোর্টে বাংলাদেশি সংখ্যালঘুদের বিক্ষোভ, ১ আইনজীবীর মৃত্যু। ঢাকায় ইসকনের সন্ন্যাসী গ্রেফতার, প্রতিবাদে ভারতের। বন্ধ হোক হিনদুদের উপর লাগাতার হামলা, হামলকারীরা ঘুরে বেড়াচ্ছে বলে কড়া বার্তা। অবিলম্বে পদক্ষেপ চায় ইসকনও। সনাতনী জাগরণ জোটের মুখপাত্রের গ্রেফতারির বিরুদ্ধে বিজেপির বিক্ষোভ। প্রতিবাদ আমেরিকাতেও। যা হচ্ছে তা কাম্য নয়, বার্তা তৃণমূলেরও। শৃঙ্খলা নিয়ে নেতৃত্বের কড়া বার্তার পরেও বেলাগাম হুমায়ুন। এবার সরাসরি কল্যাণ-ববিকেই চ্যালেঞ্জ। জাতীয় কর্মসমিতির বৈঠকের পরেই অভিষেকের হয়ে ফের ব্যাটিং ভরতপুরের তৃণমূল বিধায়কের। অনেকের হাতে ৩-৪টি দফতর, অভিষেক এলে আপত্তি কেন? তৃণমূলের রদবদলের পরেই সুর চড়ালেন হুমায়ুন। শৃঙ্খলারক্ষায় একাধিক কমিটি। তাও বেপরোয়া হুমায়ুন। ২ পাতার নোটিসে ৪ পাতার জবাবের হুঙ্কার। যা করছেন ঠিক নয়, নজর রাখছে দল, বার্তা কুণালের। আর জি কর নিয়ে সরব, মুখপাত্রের পদ হারানোর পরে এবার সরকারি সুরক্ষাও হারালেন শান্তনু সেন। প্রাক্তন সাংসদের দায়িত্বে থাকা ২ পুলিশকর্মী প্রত্যাহার। থ্রেট কালচারে অভিযুক্ত কল্যাণীর জেএনএমের ৪০ সাসপেন্ডেড পড়ুয়াকে ক্লাস করার অনুমতি হাইকোর্টের। হস্টেলে থাকায় নিষেধ। তদন্ত নিয়ে কাউন্সিলকে প্রশ্ন। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে জেলেই পার্থ, প্রায় আড়াই বছর পরে জামিনে মুক্ত বান্ধবী অর্পিতা। প্যারোলের মেয়াদ শেষের আগেই গেলেন আলিপুর জেলে। আজ কলকাতায় বাংলাদেশ দূতাবাস অভিযানের ডাক বিজেপির। ঘণ্টাখানেক সঙ্গে সুমন, রাত ৮।