Kolkata Traffic Diversion:গার্ডরেল দিয়ে তৈরি অস্থায়ী লেন, উল্টোডাঙা থেকে সেক্টর ফাইভ যাচ্ছেন? কোন পথ নেবেন?
Kolkata Metro Trial Run:যেমন ঘোষণা, তেমন কাজ। চিংড়িঘাটা মোড়ে যান নিয়ন্ত্রণ শুরু করল কলকাতা ট্র্যাফিক পুলিশ।
ময়ুখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: যেমন ঘোষণা, তেমন কাজ। চিংড়িঘাটা মোড়ে যান নিয়ন্ত্রণ শুরু করল কলকাতা ট্র্যাফিক পুলিশ (kolkata traffic Police)। আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত কবি সুভাষ মেট্রো স্টেশন থেকে থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রোর 'ট্রায়াল রান' (Kolkata Metro) হওয়ার কথা। তত দিন এই যান নিয়ন্ত্রণের নিয়ম বলবৎ থাকবে বলে খবর। ঠিক কোন কোন রুট বদলাচ্ছে? এক বার দেখে নেওয়া যাক?
যেখানে বদল...
কলকাতা ট্র্যাফিক পুলিশ জানিয়েছে, মেট্রোর ট্রায়াল রানের জন্য উল্টোডাঙা থেকে যে গাড়িগুলি আসবে, তাদের ইএম বাইপাস হয়ে সেক্টর ফাইভের দিকে যেতে দেওয়া হবে না। বিকল্প রুট হিসেবে জলবায়ু বিহারের রাস্তাটি নিতে বলা হয়েছে। এটি চিংড়িহাটা মোড় লাগোয়া রাস্তার সমান্তরাল রাস্তা। গার্ডরেল বসিয়ে 'লেন'-ও তৈরি করে দেওয়া হয়েছে ট্র্যাফিক পুলিশের তরফে। এমনিতে, সপ্তাহের কাজের দিনে, এই মোড়ে যান চলাচলের যথেষ্ট চাপ থাকে। বিশেষত সেক্টর ফাইভগামী পেশাদারদের সংখ্যা অনেকটাই থাকায় যান নিয়ন্ত্রণ রীতিমতো চ্যালেঞ্জের হতে পারত, আশঙ্কা করেছেন অনেকেই। কিন্তু ট্র্যাফিক পুলিশের মতে, সে ভোগান্তির আশঙ্কা কমাতেই আগে থেকে বিকল্প রুটের ব্যবস্থা করা হয়েছে। তা ছাড়া, কলকাতা মেট্রো সূত্রে খবর, দ্রুত, 'ট্রায়াল রান'-ও শেষ হয়ে যাবে। সেক্ষেত্রে তাড়াতাড়ি 'অরেঞ্জ লাইন' চালু হয়ে যেতে পারে বলেও মনে করছেন তাঁরা।
আর যা...
অফিস টাইম তো বটেই, সারাদিনই ব্যস্ত থাকে চিংড়িঘাটা অঞ্চল। এক একদিকে রয়েছে রুবি, অন্য দিকে এয়ারপোর্টমুখী লেন। পূর্ব প্রান্তে নিউটাউন-সল্টলেক সেক্টর ফাইভ যাওয়ার রাস্তা। সেখানেই এবার মেট্রোর পিলার তৈরির কাজ শুরু হয়েছে। বিজ্ঞপ্তি জারি করে কলকাতা পুলিশ জানিয়েছে,
- নিউটাউন এবং সেক্টর ফাইভমুখী ছোট গাড়িতে সল্টলেক স্টেডিয়াম রোড বা ব্রডওয়ে বা জলবায়ু বিহারের রাস্তা গিয়ে যেতে পারে।
- সরকারি এবং বেসরকারি বাসকে যেতে হবে ব্রডওয়ের রাস্তা দিয়ে।
নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত মেট্রোর পরিষেবা শুরুর জন্য় চলতি মাসেই চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটির ছাড়পত্র মিলেছিল। পরিকাঠামো পরিদর্শনের পর এই অংশের মেট্রো পরিষেবা শুরুর ছাড়পত্র দেন চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটি জনক কুমার গর্গ। নিয়ম অনুযায়ী চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটির তরফে ছাড়পত্র মেলার ৩ মাসের মধ্য়ে বাণিজ্য়িকভাবে পরিষেবা শুরু করতে হয়। ফলে দ্রুত পরিষেবা চালু হবে বলে মেট্রোরেল সূত্রে খবর পাওয়া গিয়েছিল। এবার 'ট্রায়াল রান।'
আরও পড়ুন:'উনি কী ভাবে লুকিয়েছিলেন, সেই ট্রেনিংই দিতে যান', ডিজি-র মাঝরাতের সফর নিয়ে মত দিলীপের