Dilip Ghosh:'উনি কী ভাবে লুকিয়েছিলেন, সেই ট্রেনিংই দিতে যান', ডিজি-র মাঝরাতের সফর নিয়ে মত দিলীপের
Sandeshkhali Incident:ডিজিপি রাজীব কুমারের মধ্যরাতের লঞ্চ-সফর নিয়ে মুখ খুললেন বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। কী বললেন তিনি?
রঞ্জিৎ সাউ, নিউ টাউন: 'উনি কী ভাবে পুলিশের হাত থেকে, কোর্টের হাত থেকে, CBI-এর হাত থেকে, লুকিয়ে থেকেছিলেন সেই ট্রেনিংটা দিতে গিয়েছিলেন। সেই জন্য শাহাজাহানের গায়ে কেউ হাত দেবে না', হালে ডিজিপি রাজীব কুমারের মধ্যরাতের লঞ্চ-সফর নিয়ে এমনই মত বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের। শাহজাহানকে খুঁজে বের করার কিছু নেই বলেও মনে করেন দিলীপ। তাঁর কথায়, 'কোথায় আছে সকলে জানে।'
আর যা...
৫১ দিন পেরোলেও খোঁজ নেই শেখ শাহজাহানের। উধাও সিরাজও। কবে গ্রেফতার হবে সন্দেশখালির 'বেতাজ বাদশা'? কোথায় লুকিয়ে? দিলীপ ঘোষের মতে, 'খোঁজার কোনও দরকার নেই। কোথায় আছে সকলে জানেন।' এই প্রসঙ্গে তাঁর আরও বক্তব্য, 'কোন পুলিশের উপর মানুষ ভরসা রাখবেন? যারা ধর্ষিতা মহিলাদের FIR নেয় না, ভেড়ি লুঠ হয়ে গেছে, ওখানে SC ST সমাজের বহু মানুষ রয়েছেন। তাঁদের সম্পত্তি লুঠ হয়ে গেছে। বিঘার পর বিঘা জমি নিয়ে নোনা জল ঢুকিয়ে ভেড়ি করা হয়েছে। পুলিশ কিছু শোনেনি। সেই পুলিশের ওপর কে ভরসা রাখবে?' রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতির দাবি, মাঝরাতে লঞ্চে করে রাজ্য পুলিশের ডিজি যেখানে গিয়েছিলেন, তার নেপথ্যে আসল উদ্দেশ্য় ছিল শেখ শাহাজাহানকে আত্মগোপনে সাহায্য় করা। প্রসঙ্গত, কয়েক দিন আগেই সন্দেশখালিতে পৌঁছন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার আজ ধামাখালি হয়ে নদীপথে সন্দেশখালি পৌঁছন রাজ্য তিনি। সঙ্গে ছিলেন ,এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার ও বসিরহাট জেলার পুলিশ সুপার। সন্দেশখালি থানায় আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। গণধর্ষণ,চাষের জমিতে নোনাজল ঢুকিয়ে দেওয়া ছাড়াও অধরা মূল অভিযুক্ত শেখ শাহজাহানের সহযোগীদের বিরুদ্ধে পুলিশের সামনে বিজেপি কর্মীর শিশুকে মায়ের কোল থেকে ছুঁড়ে ফেলার অভিযোগে উত্তাল হয়ে উঠেছিল ওই এলাকা।
দিনের পর, রাতেও লঞ্চে করে টহলদারি চলে তাঁর। সঙ্গে ছিলেন এডিজি দক্ষিণবঙ্গ! এরপর, গত মঙ্গলবার ফেরার পথে ফের আইনভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিতে শোনা যায় DGP-কে। যদিও 'লঞ্চ-সফর' নিয়ে প্রশ্ন উঠেছিল আগেই। সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, 'কীসের মিটিং হয় তা হলে বোঝো তুমি। রাতভর লঞ্চে কীসের মিটিং হয়? ফিস্ট হয়েছে। শাহজাহানকে নিয়ে এসে কি তার সঙ্গে গল্প হয়েছে? নাকি এরকম হতে পারে যে শাহজাহানকে আরও সেফ কাস্টডিতে, সেফ হোমে নিয়ে রেখে দেওয়া হয়েছে?'
আরও পড়ুন:'খাবারের খোঁজে লোকালয়ে..', ভোরের আলোয় কাকে দেখে ঘুম উড়ল স্থানীয়দের ?