(Source: ECI/ABP News/ABP Majha)
Accident News: বসন্ত উৎসবে মর্মান্তিক দুর্ঘটনা! পিক আপ ভ্যানের ধাক্কায় মৃত্যু শিশুর, উত্তপ্ত ফালাকাটা
Falakata Accident: ফালাকাটায় পিক আপ ভ্যানের ধাক্কায় মৃত্যু ৪ বছরের শিশুর। ঘটনায় ক্ষিপ্ত জনতা আগুন ধরিয়ে দেয় গাড়িটিতে। উত্তপ্ত হয়ে উঠেছে ফালাকাটার আমবাড়ি এলাকা।
রাজা চট্টোপাধ্যায়, ফালাকাটা: রঙের উৎসবে শোকের ছায়া। পিক আপ ভ্যানের (Pick Up Van Accident) ধাক্কায় মৃত্যু হল ৪ বছরের শিশুর। ঘটনায় উত্তপ্ত ফালাকাটার (Falakata) আমবাড়ি এলাকা। দুর্ঘটনার পর ক্ষিপ্ত জনতা আগুন ধরিয়ে দেয় পিক আপ ভ্যানটিতে।
আনন্দের দিনে দুর্ঘটনা, মৃত্যু ৪ বছরের শিশুর
বসন্ত উৎসবের দিন পিক আপ ভ্যানের ধাক্কায় মৃত্যু হল ৪ বছরের শিশুর, ঘটনা ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে রাজগঞ্জের শিলিগুড়ি পুলিশ এলাকার কমিশনারেট আমবাড়ি ফালাকাটা। পুলিশের গায়ে হাত তোলে ক্ষিপ্ত জনতা, অভিযোগ এমনই।
রাজগঞ্জ ব্লকের বিন্নাগুরি গ্রাম পঞ্চায়েতের আমবাড়ি ফালাকাটা সংলগ্ন ৯ নং কলোনিতে বসন্ত উৎসব দেখতে যাওয়ার পথে একটি পিক আপ ভ্যানের নিচে চাপা পড়ে যায় ৪ বছরের শিশু। তারপরেই ক্ষুব্ধ জনতা আগুন ধরিয়ে দেয় ওই পিক আপ ভ্যানটিতে। পরিস্থিতি সামাল দিতে হাজির হয় আমবাড়ি ফালাকাটা পুলিশ ফাঁড়ির পুলিশ। সাধারণ মানুষ তখন পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় ও এরপর তারা মারমুখী হয়ে ওঠে বলে দাবি। তারপরেই পরিস্থিতি শান্ত করতে পুলিশের পক্ষ থেকে লাঠিচার্জ শুরু করা হয় বলে অভিযোগ। ঘটনাস্থলে পৌঁছয় একটি দমকলের ইঞ্জিন। দমকল কর্মীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
স্থানীয় বাসিন্দাদের তরফে জানানো হয়, বসন্ত উৎসব দেখতে আসার সময় হঠাৎ একটি পিক আপ ভ্যানের নীচে পড়ে যায় একটি শিশু। পিকআপ ভ্যানটি নিয়ে চালক পালিয়ে গেলেও প্রায় দুই কিলোমিটার দূরে গিয়ে আটক করা যায় তাকে। ক্ষিপ্ত জনতার মারে গুরুতর আহত হয় গাড়ির চালক। পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় বলে খবর। পরিস্থিতি বর্তমানে শান্ত হয়েছে। এলাকায় আপাতত মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। পুরো ঘটনায় তদন্ত শুরু করেছে রাজগঞ্জ থানা এবং শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের আধিকারিকেরা।
আরও পড়ুন: Lok Sabha Poll 2024: একজন মন্দিরে মন্দিরে, অন্যজন বাজালেন খোল! ব্যারাকপুরে দ্বৈরথ পার্থ-অর্জুনের
কিছুদিন আগেই পশ্চিম মেদিনীপুরে আরও এক দুর্ঘটনা ঘটে। এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় পড়ুয়াদের নিয়ে উল্টে যায় একটি স্কুল ভ্যান। সোজা গিয়ে পড়ে পুকুরে। বড়সড় বিপত্তিতে যদিও কোনও পড়ুয়া আহত হয়নি। তবে স্থানীয় বাসিন্দাদের সূত্রে খবর গাড়ির চালক আহত হয়েছিলেন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।