Lok Sabha Poll 2024: একজন মন্দিরে মন্দিরে, অন্যজন বাজালেন খোল! ব্যারাকপুরে দ্বৈরথ পার্থ-অর্জুনের
Parliament Election:বড়মার মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন অর্জুন সিং। নৈহাটিতে প্রচারে সামিল হলেন পার্থ ভৌমিকও।
সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: এক সময় এক দলে ছিলেন। এখন শুধু ভিন্ন দলে তাই নয়, লোকসভা নির্বাচনে মুখোমুখি একেবারে প্রতিদ্বন্দ্বিতা। ব্যারাকপুর লোকসভা আসনে তৃণমূলের হয়ে লড়াই করছেন পার্থ ভৌমিক। আর তাঁর বিরুদ্ধে লড়ছেন বিজেপি প্রার্থী অর্জুন সিংহ। দোলের দিন পুজো-প্রচারে দুইজনেই ময়দানে। দুজনেই জোর গলায় করলেন জয়ের দাবি।
এদিন নৈহাটিতে বড়মার মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন অর্জুন সিং (Arjun Singh Campaign)। পুজো দেন গৌরীপুর হনুমান মন্দিরেও। এর পাশাপাশি, কাঁচড়াপাড়ার পঞ্চাননতলা শিব মন্দির, নৈহাটির আনন্দময়ী মন্দিরেও যান তিনি। গৌরীপুর ঘোষপাড়া রোডে সামিল হন পদযাত্রায়। 'নৈহাটি থেকেই যাত্রা শুরু করেছি। মায়ের আশীর্বাদ আমার ওপরে থাকুক। অসুর শক্তিকে নাশ করার জন্য মায়ের আশীর্বাদ যাতে আমার উপরে থাকে, এটাই মায়ের কাছে প্রার্থনা করি।' পাল্টা পার্থ ভৌমিকের তোপ, 'যাঁরা ভগবানের নাম রাজনীতিতে টেনে আনে, আমি তাঁদের সঙ্গে সহমত নই।'
বেশ কয়েকদিন আগে থেকেই ব্যারাকপুরে (Lok Sabha Poll 2024) প্রচার শুরু করে দিয়েছেন পার্থ ভৌমিক। দোলের দিনেও তাঁকে প্রচারে নামতে দেখা গেল। অর্জুনের মতোই এদিন নৈহাটিতে প্রচারে সামিল হলেন পার্থ ভৌমিকও। বসন্ত উৎসবে মেতে উঠলেন স্থানীয়দের সঙ্গে।
অর্জুন সিংহ বলেন, 'আমি তো লক্ষাধিকের বেশি ভোটে জিতব। নিশ্চিত থাকুন। ৭ টা বিধানসভায় জিতব এবার। এবার মিরাকল করব।' পাল্টা পার্থ ভৌমিকের জবাব, 'এর উত্তর ব্যারাকপুরের মানুষ দেবে।'
কয়েকদিন আগে পর্যন্তও দুজনে ছিলেন একই দলে, এখন লোকসভা ভোটে তাঁরা প্রতিপক্ষ। ব্যারাকপুরে বিজেপি প্রার্থী হিসাবে তাঁর নাম ঘোষণার পর দিনই, পার্থ ভৌমিকের গড় বলে পরচিত নৈহাটি থেকে শুরু করলেন প্রচার। আর প্রচারে নেমেই, ব্যারাকপুরের তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে শানালেন আক্রমণ। অর্জুনের তোপ, 'ও তো কর্মীদেরকে শুধু নিয়ে রাজনীতি করেছে। ফিল্ডে নেমে তো কোনওদিন রাজনীতি করেনি। এই নৈহাটির মানুষ, এই গৌরীপুরের মানুষকে সিপিএম জমানায় যখন অত্যাচার করছিল তখন কিন্তু পাশে আমিই ছিলাম।' এর উত্তরে পার্থ ভৌমিকের কটাক্ষ, 'অর্জুনবাবু যখন রেজাল্ট বের হবে, চোখে সরষে ফুল দেখবেন।'
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: 'বিয়ের উপহার হোক মোদির জন্য ভোট'...কার্ডে অনুরোধ পাত্রের বাবার