Train Cancel Update: হাওড়া বর্ধমান কর্ড লাইনে ট্রেন যাত্রীদের জন্য সুখবর, বন্ধ হচ্ছে না এই পরিষেবা
Eastern Railway: ঘোষণা হওয়ার পরেও আপাতত হচ্ছে না কাজ। ফলে ট্রেনও ছুটবে নির্ধারিত সূচি মেনেই। আর কী জানাল পূর্ব রেল?
কলকাতা: ট্রাফিক ও পাওয়ার ব্লক আপাতত হচ্ছে না বর্ধমান-হাওড়া (কর্ড লাইন) শাখায় কাজ আপাতত স্থগিত। আজ, শুক্রবার এবং আগামীকাল শনিবার ট্র্যাক রক্ষণাবেক্ষণের কাজ বাতিল করা হয়েছে বলে জানাল পূর্ব রেল।
কাজ আপাতত স্থগিত: এর আগে গত ২৯ এবং ৩০ জুন মধ্যমগ্রাম এবং বিরাটি স্টেশনের মাঝে সেতু মেরামতির কাজ বাতিল করে রেল কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তি জারি করে পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, বর্ধমান-হাওড়া (কর্ড লাইন) শাখার চেরাগ্রাম স্টেশনে ডাউন লাইনে ট্র্যাক রক্ষণাবেক্ষণের কাজ আপাতত হচ্ছে না। তাই ট্রাফিক ও পাওয়ার ব্লকের কাজ স্থগিত রাখা হয়েছে। তাই ২ অগাস্ট শুক্রবার এবং ৩ অগাস্ট শনিবার নির্ধারিত সূচি অনুযায়ী ওই শাখায় ট্রেন ছুটবে।
এদিকে ভরা শ্রাবণে বিপদের মুখে রেল পরিষেবাও। হাওড়া-বর্ধমান মেন লাইনের চুঁচুড়া ও চন্দননগরের মধ্যে রেললাইনে ধস নেমেছে। রেল লাইনের পাশে ১৫ থেকে ২০ ফুট এলাকা জুড়ে ধস নামে। রেল কর্তৃপক্ষের অনুমান, প্রবল বৃষ্টির জেরেই রেললাইনের অদূরেই নেমেছে ধস। স্থানীয় সূত্রে খবর , চুঁচুড়া ও চন্দননগরের রেল লাইনের পাশে একটা পুকুর আছে। ভারী বৃষ্টি হলে মাটি আলগা হয়ে যায় বলে দাবি স্থানীয়দের।আর তারপরই ভেঙে যায় রেল লাইনের পাশের জায়গা। রেল লাইনের পাশের মাটি ধস দেখেই রেল কর্তৃপক্ষকের জানান স্থানীয়রাই।
ধসের প্রভাব পড়েছে রেল পরিষেবাতেও। বৃহস্পতিবার চুঁচুড়া স্টেশনে ঢোকার আগে হোম সিগন্যালের কাছে দুন এক্সপ্রেস দাঁড় করিয়ে দেওয়া হয়। তার পর কিছুক্ষণ পর ধীরে ধীরে ট্রেন পাস করানো হয়। বৃহস্পতিবার রাতে বিষয়টি নজরে আসতে থার্ড লাইন দিয়ে কোনও ট্রেনই চলাচল করেনি। শুক্রবার আপ হুল এক্সপ্রেস কিছুক্ষণের জন্য চন্দননগর স্টেশনে দাঁড় করিয়ে দেওয়া হয়। পরে ধীরগতিতে ওই এলাকা পেরোয় ট্রেন। পরে ঘটনাস্থলে এসে রেলকর্মীদের পর্যবেক্ষণ করেন। আবার থার্ড লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।