Mamata Banerjee: জীবন-স্বাস্থ্য বিমার প্রিমিয়ামে ১৮ শতাংশ GST, প্রত্যাহারের আবেদন জানিয়ে নির্মলাকে চিঠি মমতার
Mamata Banerjee On GST: জিএসটি প্রত্যাহারের আবেদন জানিয়ে নির্মলা সীতারমণকে চিঠি মুখ্যমন্ত্রীর।
কলকাতা: জীবন বিমা ও স্বাস্থ্য বিমার প্রিমিয়ামের উপর ১৮% জিএসটি নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে চিঠি লিখলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের। জীবন বিমা ও স্বাস্থ্য বিমার প্রিমিয়ামের উপর ১৮% জিএসটি জনবিরোধী বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। জিএসটি প্রত্যাহারের আবেদন জানিয়ে নির্মলা সীতারমণকে চিঠি মুখ্যমন্ত্রীর।
জীবন বিমা এবং স্বাস্থ্য বিমার প্রিমিয়ামে যে ১৮ শতাংশ GST দিতে হয়, তা প্রত্যাহারের দাবি উঠেছে বিজেপির অন্দর থেকেই। গত সোমবার কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে চিঠি লিখে ওই GST প্রত্যাহারের আর্জি জানিয়েছেন বিজেপির সাংসদ এবং মোদি সরকারের সড়ক পরিবহণমন্ত্রী নিতিন গডকড়ী। এবার সেই একই দাবিতে সরব হল তৃণমূল। সোশাল মিডিয়ায় পোস্ট করার পর, এবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণকে চিঠি লিখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, জীবনবিমা ও স্বাস্থ্যবিমার উপর GST নিয়ে আলোচনা চান তৃণমূলের চিকিৎসক সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। বক্তব্য রাখেন তৃণমূলের আরও এক চিকিৎসক সাংসদ শর্মিলা সরকার থেকে লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। এরপরই লোকসভার অধিবেশন থেকে ওয়াকআউট করেন তৃণমূল সাংসদরা।
জিএসটি প্রত্যাহারের আবেদন: কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে লেখা চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, 'আমি মনে করি, জীবনবিমা ও স্বাস্থ্যবিমার উপরে ১৮ শতাংশ GST চাপানো জনবিরোধী সিদ্ধান্ত। পাশাপাশি নতুন কর কাঠামোয় 80C এবং 80D ধারায় ছাড় না থাকাও সাধারণ মানুষের ক্ষেত্রে অসুবিধাজনক।' এর ব্যাখ্যা দিতে গিয়ে মুখ্যমন্ত্রী লিখেছেন, 'বিমার প্রিমিয়ামের উপর GST সাধারণ মানুষের উপর আর্থিক বোঝা বাড়ায়। এই অতিরিক্ত বোঝা অনেক ব্যক্তির কাছে নতুন পলিসি গ্রহণ বা পুরনো বিমা কভারেজ চালিয়ে যাওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করতে পারে। শুধু জীবনবিমা নয়, স্বাস্থ্যবিমার উপর থেকে GST সরানো নিয়েও সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে চিঠিতে মুখ্যমন্ত্রী লিখেছেন, 'কৃষক ও শ্রমিক থেকে শুরু করে সমাজের সবার জন্যই জীবন ও স্বাস্থ্য বিমা উপলব্ধ। এটা থেকেই স্পষ্ট হয় যে, স্বাস্থ্য ও জীবনবিমাতে GST-র বোঝা চাপানো সাধারণ মানুষকে আরও বেশি চাপ ও উদ্বেগের মধ্যে ফেলবে। আমার অনুরোধ, বেশি সংখ্যক মানুষকে বিমার আওতায় আনার জন্য এই GST প্রত্য়াহার করা হোক এবং সাধারণ মানুষের মানসিক ও অর্থনৈতিক শান্তির জন্য নতুন কর কাঠামোয় 80C, 80D ধারা অন্তর্ভুক্ত করা হোক।'
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Wayanad Landslide: ১৩ বছর আগের সতর্কবাণীতে কান না দেওয়ার জন্য এই ফল? ওয়েনাডে বিপর্যয়ে উঠছে প্রশ্ন