ষষ্ঠীর সকালেই ট্রেন দুর্ভোগ চরমে, বাতিল ট্রেন, শিয়ালদা দক্ষিণ শাখায় অবরোধ
রঞ্জিত হালদার, দক্ষিণ ২৪ পরগণা: পুজোর প্রথম দিনই ট্রেনযাত্রীদের দুর্ভোগ চরমে। একে ঠাকুর দেখতে আসা যাত্রীদের ভিড়, অন্যদিকে অফিস যাত্রীদের সময়ে কর্মক্ষেত্রে পৌঁছনোর তাড়া। তারই মধ্যে ষষ্ঠীর সকালে ঘোষণা না করেই বাতিল করা হল সোনারপুর লোকাল।
এই নিয়ে শিয়ালদা দক্ষিণ শাখার সোনারপুর স্টেশনে সকাল ৯টা থেকে অবরোধ শুরু হয়। বজবজ বাদে শিয়ালদা দক্ষিণ শাখার সবকটি রুটেই এর প্রভাব পড়েছে। বিভিন্ন স্টেশনে আটকে পড়ে আপ ও ডাউন ট্রেন।
যাত্রীদের অভিযোগ, পূর্ব ঘোষণা ছাড়াই ৮ টা ৪২-এর সোনারপুর লোকাল বাতিল করা হয়। এর আগেও এমন ঘটনা ঘটেছে। ফলে ব্যস্ত সময়ে কাজের জায়গা বা স্কুল-কলেজে যেতে দেরি হয়ে যায়। রেলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে সোনারপুর স্টেশনে অবরোধ করেন যাত্রীরা। এর ফলে ষষ্ঠীর সকালে বেরিয়ে ভোগান্তির শিকার কয়েক হাজার মানুষ।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে