বাড়িছাড়া, বদলেছেন লিঙ্গ, পরিচয়পত্র নিয়ে মহাসঙ্কটে, কী করবেন রূপান্তরিত ও তৃতীয় লিঙ্গের ভোটাররা?
ট্রান্সজেন্ডারদের অনেকের সঙ্গেই দীর্ঘদিন পরিবারের যোগাযোগ নেই। নানা কারণে, অনেকে আর বাড়িতে ফিরতেও চান না। এই আবহে ভোটার তালিকায় নাম উঠবে কীকরে?

অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা : 'স্যর থেকে ম্যাডাম হলাম। কিন্তু স্যর (SIR) পিছু ছাড়ছে না'
নিজেকে খোঁজার লড়াইয়ে অনেক ঝঞ্ঝা সয়েছেন। সমাজে মিলেছে বহু লাঞ্ছনা। স্বীকৃতি, পরিচয়, অস্তিত্বর জন্য তাঁদের অবিরাম সংগ্রাম। আবার একটা লড়াইয়ের সামনে দাঁড়িয়ে রূপান্তরকামীরা। ভোটার তালিকায় নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবেন তো? রাজ্যে SIR-এর আবহে আশঙ্কায় ভুগছেন রূপান্তরিত ও তৃতীয় লিঙ্গের ভোটাররাও।
নির্বাচন কমিশনের তরফে বলা হয়েছে ২০০২ সালের ভোটার তালিকায় বাবা-মায়ের নাম থাকলে কোনও নথি দেখানোর প্রয়োজন নেই। কিন্তু ২০০২ সালের ভোটার তালিকায় মা-বাবার নাম খুঁজতে যে নথিগুলো দরকার, তা রয়ে গেছে বাড়িতে। আর এই ট্রান্সজেন্ডারদের অনেকের সঙ্গেই দীর্ঘদিন পরিবারের যোগাযোগ নেই। নানা কারণে, অনেকে আর বাড়িতে ফিরতেও চান না। এই আবহে ভোটার তালিকায় নাম উঠবে কীকরে? সেই দুশ্চিন্তাই এখন ভাবাচ্ছে তাঁদের। যেমনটা বললেন দেবাঞ্জলি ভট্টাচার্য। লিঙ্গ পরিচয় বদলেছেন তাঁরা। কিন্তু তবুও এখনও তাঁরা অস্তিত্ব সঙ্কটে। নিজেদের বাড়িঘর নেই তাঁদের । মা-বাবার থেকেও অনেক দূরে তাঁরা। তাই এখন তাঁরা খুঁজে বেড়াচ্ছেন ভোটার তালিকায় নিজের অস্তিত্ব। যারা বহুদিন ধরে বাড়িছাড়া, তারা কীভাবে পাবেন এনুমারেশন ফর্ম? কার সঙ্গেই বা যোগাযোগ করবেন? আতান্তরে পড়েছেন অনেকে। ট্রান্সডেন্ডার আয়ান দত্ত চৌধুরী যেমন বললেন বহুদিন বাড়ি ফিরিনি...। তাঁদের কী ভবিষ্যৎ ? কীভাবে সুনিশ্চিত করবেন তাঁরা ভোটার তালিকায় নিজেদের অস্তিত্ব ?
অনেকে ২০০২ সালের পরে লিঙ্গ ও নাম পরিবর্তন করেছেন। সেক্ষেত্রে ২০০২-এর ভোটার তালিকায় নাম থাকলেও এখনকার নামের সঙ্গে তা মিলছে না। যারা বহুদিন আগে বাড়ি ছেড়েছে, তারা এনুমারেশন ফর্ম পাবেন কীভাবে? তা-ও বুঝতে পারছেন না রূপান্তরিত ও তৃতীয় লিঙ্গের ভোটাররা। যেমন অভিজ্ঞতার কথা ভাগ করে নিলেন অনুপ্রভা দাস মজুমদার। বললেন, পাসপোর্ট করাতেও তাঁকে কোর্টে যেতে হয়েছিল। ধন্দে আছেন, বিএলওদের কি বলা হয়েছে তাঁদের কথা আলাদা করে ?
SIR নিয়ে অনেকেই অনেকেই নানা সমস্যায়। এর মধ্যে এঁদের সমস্যা যেন আকাশ ছোঁয়া। আদৌ কি তাঁদের নাম উঠবে তালিকায়? বাবা - মায়ের পরিচয়, তাঁদের এপিক নম্বর, কেন্দ্র এসব তাঁরা পাবেন কোথায়? বাবা - মা ই যখন তাঁদের অনেককে স্বীকৃতি দেয় না! আবার এক লড়াইয়ের মুখে রূপান্তরিত ও তৃতীয় লিঙ্গের ভোটাররা।






















