Firhad Hakim on Overloading : ট্রাক-লরির ওভারলোডিং রুখতে বার্তা, অভিযোগ জানাতে নিজের হোয়াটসঅ্যাপ নম্বর দিলেন পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম
অনুমতি যতটা আছে, তার থেকে অনেক বেশী সামগ্রী নিয়ে ছুটে চলেছে লরি বা ট্রাক। এর ফলে, দুর্ঘটনার আশঙ্কা যেমন বাড়ছে। তেমনি ক্ষতি হচ্ছে রাস্তারও।
![Firhad Hakim on Overloading : ট্রাক-লরির ওভারলোডিং রুখতে বার্তা, অভিযোগ জানাতে নিজের হোয়াটসঅ্যাপ নম্বর দিলেন পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম Transport Minister Firhad Hakim sends Strong message to stop Trucks Overloading gives his WhatsApp number to lodge complain Firhad Hakim on Overloading : ট্রাক-লরির ওভারলোডিং রুখতে বার্তা, অভিযোগ জানাতে নিজের হোয়াটসঅ্যাপ নম্বর দিলেন পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/17/eb289be6e75799f0782c3737cdea1a31_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : লরি বা ট্রাকের ওভারলোডিং (Truck Overloading) বন্ধ করতে পরিবহণ দফতরের (State Transport Department) কর্তাদের সঙ্গে বৈঠক করলেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)। ওভারলোডিং বন্ধ করতে, নির্দেশ দিয়েছেন তিনি। অভিযোগ জানানোর জন্য পরিবহণমন্ত্রী (Transport Minister) দিয়েছেন নিজের হোয়াটসঅ্যাপ নম্বর।
ট্রাকের ওভারলোডিং রুখতে বিভিন্ন সময় কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এবার, ওভারলোডিং রুখতে সক্রিয় হলেন পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম। অনুমতি যতটা আছে, তার থেকে অনেক বেশী সামগ্রী নিয়ে ছুটে চলেছে লরি বা ট্রাক। এর ফলে, দুর্ঘটনার আশঙ্কা যেমন বাড়ছে। তেমনি ক্ষতি হচ্ছে রাস্তারও।
এই অবস্থায়, সোমবার পরিবহণ দফতরের কর্তাদের সঙ্গে বৈঠক করলেন ফিরহাদ হাকিম। ওভার লোডিং রুখতে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। কলকাতার থেকেও জেলাতে, ওভারলোডিং একটি বড় সমস্যা। যেখানে বালি খাদান রয়েছে, সেখানে লাগাতার নজরদারির নির্দেশ দিয়েছেন তিনি। পাশাপাশি, ট্রাকের ওভারলোডিং বন্ধ করতে, অভিযোগ জানানোর জন্য, নিজের হোয়াটসঅ্যাপ নম্বরও দিয়েছেন পরিবহণমন্ত্রী।
ফিরহাদ হাকিম পরিবহন দফতরের কর্তাদের বলেন, 'পুরোপুরি সমাধান করা যাচ্ছে না। ব্যক্তিস্বার্থে ওভারলোডিং করাচ্ছে, সেটাকে সরকার কড়া হাতে দেখবে, ব্যবস্থা নেবে।' তিনি জোড়েন, 'এটা শুধু পরিবহণ দফতর নয়, মুখ্যমন্ত্রীও বন্ধ করতে চাইছেন।' তার পরই অভিযোগ জানানোর জন্য, নিজের হোয়াটসঅ্যাপ নম্বরও দিয়েছেন পরিবহণমন্ত্রী (9830037493)।
বার বার বার্তা দেওয়া হলেও, ওভারলোডিং সমস্যা মেটে না। এবার, পরিবহণমন্ত্রীর কড়া অবস্থানের পর, পরিস্থিতি কতটা বদলায়, সেদিকেই নজর সবার।
এদিকে, এই মুহূর্তে গোটা দেশজুড়ে চলছে পনেরো ঊর্ধ্বদের ভ্যাকসিনেশনের কাজ। এই অবস্থায়, ১৫ থেকে ১৮ বয়সীদের কোভ্যাক্সিন মেগা সেন্টারে ভ্যাকসিন দেওয়া হবে বলেও জানান ফিরহাদ হাকিম। সঙ্গে কিছু স্কুলে ভ্যাকসিনেশনের ক্যাম্প চালু আছে, সেখানে বাচ্চারা ভ্যাকসিন নিতে পারবে, জানিয়েছেন মহানাগরিক। আর পুরসভার যে কোনও সেন্টারে টিকা পাবে ১৫ থেকে ১৮ বছর বয়সীরা বলেও জানান তিনি।
আরও পড়ুন- কলকাতায় টিকা না নেওয়া লোকেদের খোঁজ, কনটেনমেন্ট জোন বেড়ে ৩৩, জানালেন ফিরহাদ হাকিম
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)